![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকালের ঐতিহাসিক জাগরণের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। বাংলার মাটি এমন জাগরণ আর দেখে নি। অল্পসংখ্যক মানুষের সমাবেশকে "মহাসমাবেশ" আখ্যা দিতে থাকায় গতকালের জনসমুদ্রকে ব্যক্ত করতে শব্দসংকটে পড়েছেন অনেকেই।
"লা-ইলাহা-ইল্লাল্লাহ" রবে ধ্বনিত হয়েছে গতকালের আকাশ-বাতাস, রাজপথ আর গলিপথ। এমন কোনো জায়গা নেই, যেখান থেকে মানুষ বের হয় নি। আমি দেখেছি কলা বিক্রেতাকে কলা দিতে, আপেল বিক্রেতাকে আপেল দিতে, পানি বিক্রেতাকে পানি দিতে। দেখেছি রিকশাচালককে লা-ইলাহা-ইল্লাল্লাহর স্লোগান দিতে।
আমাদের পাশে রাজেন্দ্রপুর থেকে হেঁটে আসা দুই ভাই ছিলেন। তাদের চেহারায় ক্লান্তির কোনো ছাপ ছিল না। মাগরীব পড়ে রওয়ানা করেছেন। সারা রাত হেঁটেছেন। ফজর পড়ে খানিকটা বিরতি দিয়ে হেঁটে হেঁটে মিছিলের সাথে চলে এসেছেন। সমাবেশস্থলের আশ-পাশের যতদূর চোখ গিয়েছে কেবল মানুষ আর মানুষ ছিল। সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে পানি, খাবার ইত্যাদি বিতরণ করেছে। কোনো রাজনৈতিক সমাবেশে লাখ টাকা দিয়েও কাউকে গাজীপুর থেকে টানা হাঁটিয়ে মতিঝিলে আনা যাবে? এ শক্তির উৎস কী, এ নিয়ে কোনো গবেষণা হয় না কেন? এ শক্তির উৎস ঈমান, যার কোনো ক্লান্তি নেই।
গতকাল সমাবেশস্থলে কি হয় না হয় ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন ছিলেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পরিশেষে? নিউজ করার মত সেরকম কোনো ঘটনাই খুঁজে পাওয়া যায় নি। কোথায় অন্য সব সমাবেশ থেকে আগুনে বাস পোড়ানো হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করা হয়; আর গতকাল তাদের পানি ও খাবার পরিবেশন করে সাদরে আপ্যায়ণ করা হয়েছে। বাংলার পতাকা উড়েছে সসম্মানে, অহংকারে। নিউজের বিষয় না পেয়ে বোতল মারাকে নিউজ করা হয়েছে। বাধা দিয়ে মারামারি বাধিয়ে নিউজ করার চেষ্টা করা হয়েছে।
গতকালের মহাসমাবেশের সবচেয়ে বড় অর্জন মুক্তভাবে লা-ইলাহা-ইল্লাল্লাহ বলা। অনেক দিন ধরে যেন লা-ইলাহা-ইল্লাল্লাহর কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। যা গতকাল স্ফুলিঙ্গ হয়ে গর্জে উঠেছে আকাশে-বাতাসে।
ওলামায়ে কেরাম বুঝিয়ে দিয়েছেন, অহিংস আন্দোলন একমাত্র তাদের দ্বারাই সম্ভব। যারা বছরের ৫২টি জুমায়, ৩৬৫ দিনের নামাযে ও শতাধিক দিনে ওয়াজে-তাফসীরে মানুষকে অহিংস হতে শেখায়, অহিংস আন্দোলন কেবল তাদের পক্ষেই সম্ভব।
তারা জঙ্গি নয়, তারা সঙ্গী। তারা সৎ সঙ্গী, সৎ সাথী, সৎ বন্ধু।
এটি একটি ফেসবুক স্ট্যাচ। আমার এক সুহৃদ ইউছুফ সুলতান ভাইয়ের ফেসবুক থেকে নেওয়া। আমি এতে অংশগ্রহন করতে পারিনি,তাই আত্বারদহনে পুড়ছি।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
মোমের মানুষ বলেছেন: এ জন্য হেফাজতে ইসলাম দুখ: প্রকাশ করেছে, এবং স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এটা হেফাজতে ইসলামের কোন কর্মীর কাজ না, আপনি তাদের ছবি গুলো দেখলেও আরো ভাল বুঝতে পারবেন, তারা কেন এখানে এসেছে। সমাবেশ স্থলেও বিভিন্ন ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যা মঞ্চ থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং সবাইকে সতর্ক থাকার কথা বারবার বলা হয়েছে
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: দেশ ও জাতী কে সহিংসতার কবল থেকে রক্ষা করা
দেশের নাগরিক হিসাবে সবার নৈতিক দায়িত্ব ।
কাঁদা ছুড়া ছুড়ি না করে আসুন আলোচনার মাধ্যমে এক্যমত পোষণ করি ।
আর মানুষকে ভালবাসতে শিখি
কারন আল্লাহ বলেন মানুষ কে ভালবাসলে আমি তোমাদের উপর
রাজি খুশি ।
বিবেকবান মানুষ মাত্রই দেশ ও মানুষের মঙ্গল কামনা করে , কারন
নবীজী বলেন দেশ প্রেম ঈমানের অংশ বিশেষ ।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
মোমের মানুষ বলেছেন: দেশ ও জাতী কে সহিংসতার কবল থেকে রক্ষা করা
দেশের নাগরিক হিসাবে সবার নৈতিক দায়িত্ব
সহমত
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্পসংখ্যক মানুষের সমাবেশকে "মহাসমাবেশ" আখ্যা দিতে থাকায় গতকালের জনসমুদ্রকে ব্যক্ত করতে শব্দসংকটে পড়েছেন অনেকেই।
সত্যি ভাই- ভয়াবহ সংকট।
মুক্তভাবে লা-ইলাহা-ইল্লাল্লাহ বলা। অনেক দিন ধরে যেন লা-ইলাহা-ইল্লাল্লাহর কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। যা গতকাল স্ফুলিঙ্গ হয়ে গর্জে উঠেছে আকাশে-বাতাসে।
আর তাতেই কেঁপে উঠছে অন্ধকারের জীবদের অন্তরাত্মা!!!
ত্রাহি চিৎকারে ভাসিয়ে দিতে চাইছে সব সত্যকে।
সামান্যকে ফুলিয়ে ফাপীয়ে বিশাল করে চাইছে অন্ধকারের ঢাকনা দিয়ে সত্যের সূর্যালোককে ঢাকতে!!!!!
তাদের জন্য করুনা।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
মোমের মানুষ বলেছেন: আসলেই করুনা !!
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮
আমি ভালোমানুষ বলেছেন: গতকালের ঐতিহাসিক জাগরণের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
মোমের মানুষ বলেছেন: আপনি ইতিহাসের সাক্ষী হতে পেরেছেন, আপনি গর্বিত
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
ফ্রিঞ্জ বলেছেন: আমরা সত্যি অবাক! এত মানুষ যে বাংলা কে আফগান বানাতে চায় আইডিয়া ছিলনা।
কি আর করা! দাড়ি লম্বা করতে শুরু করলাম। এক মুঠি না হওয়া পর্যন্ত বাসা থেকে বাইর হমুনা।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
মোমের মানুষ বলেছেন: তারা বাংলাকে আফগান বানাতে চায় না, তারা চায় সাম্প্রদায়িকতা মুক্ত একটি বাংলাদেশ গড়তে। যেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সবাই কাধে কাধ মিলিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাবে।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
তাজুল_ইসলাম বলেছেন: Sohomot
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
মোমের মানুষ বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
সীমানা ছাড়িয়ে বলেছেন: অহিংস আন্দোলনের নামে নারী সাংবাদিককে মারধর করা। বাহ বাহ। বিয়াফক ভন্ডামি।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
মোমের মানুষ বলেছেন: নারীর প্রতি ইসলামের সম্মাননা অনেক, তাদের গায়ে হাত তোলা চরম পুরুষত্বহীনতা। এজন্য হেফাজতে ইসলাম গভীর দুখ: প্রকাশ করেছে, সাথে সাথে নারীর উপর হাত তোলা দূষ্কৃতিদের বিচার দাবী করেছে
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
মন্তব্যকারী বলেছেন: তার মানে মহাসমাবেশে উপস্থিত অনেকেই হেফাজতে ইসলামের কর্মী না। জামাত, শিবির, ছাত্রলীগও ছিল।শাহবাগেও এইরকম কিছু জামাত-শিবির গান্জা খেয়ে ছবি তুলে ব্লগ,ফেসবুকে দিছে।আমারদেশ সেই ছবি সুন্দর করে ছাপাইছে।সেই ছবি দেখে ধর্মপ্রান মানুষ ভুল বুজছে। আসল দোষী তাইলে কে?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
মোমের মানুষ বলেছেন: এটা একটা ইমান রক্ষা অরাজনৈতিক আন্দোলন। এ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন মহল উঠেপড়ে লেগেছে।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
0গাংচিল বলেছেন: সহমত
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
মোমের মানুষ বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
পুংটা বলেছেন: আচ্ছা... খেজুর আর হুজুরের মধ্যে পার্থক্য কি?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
মোমের মানুষ বলেছেন: ছাগুদের কাছে জিগান তারাই কইতে পারব
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
শোয়াইব আহেমদ বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
মোমের মানুষ বলেছেন: ধন্যবাদ চমৎার একটি ছবি শেয়ারের জন্য। তবে এটা দেখে ঘাদনিকদের মুখে চুন কালি পরা শুরু হয়ে গেছে নিশ্চই
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: অসাধারণ গণজাগরণ।
সাংবাদিক মারার ঘটনা পুরো জানার জন্য আজকের মানবকণ্ঠ পত্রিকাটি দেখা যেতে পারে। তবে, সেজন্য হেফাজতে ইসলাম দুঃখ প্রকাশ করেছে।
গণজাগরণ মঞ্চ চলাকালীন সময়েও দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের বুথে হামলা হয়েছে।
ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
মোমের মানুষ বলেছেন: অরাজনৈতিক ইমান রক্ষার এ আন্দোলনে রাজনৈতিক রং ও প্রশ্নবিদ্ধ করার জন্য বাম ঘরনার মিডিয়া গুলো উঠে পড়ে লেগেছ.
ধন্যবাদ মন্তব্যের জন্য
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
সরলপাঠ বলেছেন: বিভেদের রাজনীতি দূর করতে হলে, রাজনীতিকে নিয়ন্ত্রনে রাখতে হলে আওয়ামীলীগকে অবশ্যই বামুদের ছাড়তে হবে। শাহবাগ না হেফাজত, রাজনীতির ভবিষ্যৎ জানতে পড়ুনঃ Click This Link
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
মোমের মানুষ বলেছেন: এই বামদের কারনেই ৭৫ এর ঘটনা ঘটেছে, এবং এ বামরাই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামীলীগ কে ডুবানোর জন্য যথেষ্ট
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ৭১ চ্যানেলের ৫/৬ জনের মত সাংবাদিক পিটানো অহিংস ! একুশে টিভির মহিলা সাংবাদিক পিটানো অহিংস ! পড়ন্ত বিকালে ঠাণ্ডা মাথায় ঢাকা ভার্সিটিতে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করা অহিংস ! মহাখালীতে শাহরিয়ার কবির আর মুন্তাসির মামুনের উপর আক্রমণ করা অহিংস !
ভালোই বলেছেন ! আপনাদের চোখে কি ১৯৭১ সালের ৭ই মার্চ পড়ে না??
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
মোমের মানুষ বলেছেন: মিডিয়ার উপর হামলা এটা স্বাধীন মতপ্রকাশের উপর তীব্র হামলা। এটা হেফাজতে ইসলাম করতে পারেনা। মাথায়টুপি পড়লেই হেফাজত হয়ে যায় না। হেফাজতে ইসলামের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষে কিছু দুষ্কৃতিকারী মিডিয়ার উপর হামলা করেছে, নারীদের উপর হামলা করেছে। হেফাজতে ইসলাম এর সঠিক বিচার চায়।
মহাখালীতে ঘাদানিকদের উপর হামলটাই কেবল আপনার চোখে পড়ে, সারা দেশে এ সমস্ত ঘাদানিকরা আওয়ামিলিগের সাথে মিলে হেফাজতে ইসলামের উপর হামলা করছে, পদে পদে তাদের বাধা দিচ্ছে, এটা আপনার চোখে পড়ে না।
৭১ এর ৭ ই মার্চ এবং এর পর ফারাক্কার বিরুদ্ধে মাওলানা ভাসানীর ঐতিহাসিক লংমার্চ তো মনে আছে, কিন্তু সেটা আজ থেকে ৩৫/৪০ বৎসর আগের ইতিহাস। এখানে উদ্দেশ্য স্মরন কালের সর্ববৃহত মহাসমাবেশ
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২
িলপু_িসলেট বলেছেন: ভাই এত্তবড় !!!!!!!! সমাবেশ আর দেহি নাই বাংলার জমিনে। কোথায় ইসলামী সমাবেশ আর কোথায় শাহবাগী এ যেনো কোথায় মশা আর কোথায় উড়োযাহাজ
লল রে লল
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
মোমের মানুষ বলেছেন: না না এইটা বইলেন না পাছে বাম মিডিয়াগুলো লংমার্চের ছবিকে শাহবাগে ঢুকাইয়া দেখাবে শাহবাগের সমর্থনে হুজুরদের মিছিল।
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
মন্তব্যকারী বলেছেন: সাম্প্রদায়িকতা মুক্ত ইসলামিক দেশ তাহলে কেমন হবে। মুসলিম নারী কোন পুরুষের সাথে কাজ করতে পারবে না। কিন্তু হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান নারীরা পারবে কারন তাদের ধর্মে নিষেধ নেই। তাইতো? কেমন গোলমেলে হয়ে গেলনা ব্যাপার টা?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
মোমের মানুষ বলেছেন: কোন সমস্যা নেই নারীরা শালীনতা বজায় রেখে সব কাজই করবে। যে ধর্মেরই হউক না কেন
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: অহিংস বলেই ত ব্লগারদের হত্যা করতে চায়। ফাসি চাই। তাই না? এগুলো ত অহিংস মনোভাবেরই পরিচয়।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
মোমের মানুষ বলেছেন: অহিংস বলেই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মদ্রোহী, সাম্প্রদায়িকতা উস্কানীকারীদের বিরুদ্ধে এবং তাদের বিচারের দাবীতে আন্দোলন করছে।
মনে রাখবেন সরকার কোন ব্লগারদের গ্রেফতার করেনি, করেছে কয়েকজন ধর্মদ্রোহী, ধর্ম বিদ্বেষীদের যারা ব্লগ কে ব্যবহার সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। আর হেফাজতে ইসলাম এদেরই বিচার চায়
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
ফ্রিঞ্জ বলেছেন: লেখক বলেছেন: তারা বাংলাকে আফগান বানাতে চায় না, তারা চায় সাম্প্রদায়িকতা মুক্ত একটি বাংলাদেশ গড়তে। যেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সবাই কাধে কাধ মিলিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাবে।
আহা! কলিজা টা জুড়ায়া গেল।
নাস্তিকদের কি হবে? এগনস্টিকদের? স্কেপ্টিকদের?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
মোমের মানুষ বলেছেন: এ দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় তারা এ দেশে থাকার যোগ্য নয়।
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬
বিডিলিটন বলেছেন: বোরকার তলার আসল চেহারা বেরহয়ে গেছে !!! নিজেরে জামায়াত বিরোধী প্রমাণের জন্য খুব কচলাইছিলেন। কিন্তু একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'র নামে আপনার গা জ্বালা করে !! আরে ঘাতক দালাল নির্মূল কমিটিতো শুধু রাজাকার-আল বদর-জামায়াত-শিবিরের শাস্তি চায়। এতে আপনার গা জ্বালা করে কেন জনাব ???
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
মোমের মানুষ বলেছেন: শাহরিয়ার কবির ঘাদানিকরা যদি কেবল জামাত বিরোধীতা করত তাহলে তাদের সাথে থাকতাম, কিন্তু তারা দেশের আলেম-উলামাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে, তারা ইসলামের উপর কুঠারাঘাত শুরু করেছে
২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
ফ্রিঞ্জ বলেছেন: লেখক বলেছেন: এ দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় তারা এ দেশে থাকার যোগ্য নয়।
কই পাঠাইবেন তাইলে? নাকি সবকয়টারে মাইরা গণকবর দিবেন?
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
মোমের মানুষ বলেছেন: ভাইজানের চুলকানীর পরিমানটা কি খুব বেশি বেড়ে গেছে?
হেফাজতে ইসলাম এদের বিচার চেয়েছে, দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে এতে চুলকানীর কি আছে?
২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
ধ্বণি বলেছেন: ছাগল কখনো মানুষ হ্য় না .....
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
মোমের মানুষ বলেছেন: মরলে সোজা হয়ে মানুষ হয় :>
২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
মন্তব্যকারী বলেছেন: নারীরা শালীনতা বজায় রাখলেও প্রকাশ্যে পুরুষের সাথে কাজ করতে পারবে না। এটাই বলা হয়েছে ১৩ দফাতে। আপনি নিজেই বলছেন কাজ করতে পারবে। সুতরাং আপনার মন্তব্য হেফাজত ইসলাম মত-বিরোধী।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
মোমের মানুষ বলেছেন:
:-<
২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
আরাফাত হোসেন অপু বলেছেন: "Shahbag" r "ghatok dhalal nirmul komiti" ....k ghrina korar roshod tara nijerai jogan diyeche ghotokal.....aame jamat_shibir nishiddho hok r rajakar kar der fhashi hok chai....kin2 sahbag er dhokabazi chai naa....kal ker por theke shahbag k ghrina kori!
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
মোমের মানুষ বলেছেন: ধন্যবাদ সত্যকে জানুন সত্যের সাথেই থাকুন
২৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
মোমের মানুষ বলেছেন: আমরা শান্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা মুক্ত একটি বাংলাদেশ চাই
২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
কষ্টের অনুভূতি বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্পসংখ্যক মানুষের সমাবেশকে "মহাসমাবেশ" আখ্যা দিতে থাকায় গতকালের জনসমুদ্রকে ব্যক্ত করতে শব্দসংকটে পড়েছেন অনেকেই।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫২
মোমের মানুষ বলেছেন: কষ্টের অনুভূতি বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: অল্পসংখ্যক মানুষের সমাবেশকে "মহাসমাবেশ" আখ্যা দিতে থাকায় গতকালের জনসমুদ্রকে ব্যক্ত করতে শব্দসংকটে পড়েছেন অনেকেই।
২৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
দখিনা বাতাস বলেছেন: ব্লগের ধর, জবাই কর। সেইরাম অহিংস শ্লোগান
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬
মোমের মানুষ বলেছেন: এর চেয়েও কঠিন স্লোগান আমাদের প্রিয় গনজাগরনমঞ্চ থেকে এসেছে
অহিংস বলেই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মদ্রোহী, সাম্প্রদায়িকতা উস্কানীকারীদের বিরুদ্ধে এবং তাদের বিচারের দাবীতে আন্দোলন করছে।
মনে রাখবেন সরকার কোন ব্লগারদের গ্রেফতার করেনি, করেছে কয়েকজন ধর্মদ্রোহী, ধর্ম বিদ্বেষীদের যারা ব্লগ কে ব্যবহার সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। আর হেফাজতে ইসলাম এদেরই বিচার চায়
২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
উযায়র বলেছেন: ঐতিহাসিক জাগরণের সাক্ষী হতে পেরে আমও গর্বিত।
মানুষ স্বতস্ফূর্ত ভাবে যেভাবে খানা খাইয়েছে, পানি-সেলাইন দিয়েছে তার নজীর ইতিহাসে নেই ।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
মোমের মানুষ বলেছেন: ধন্যবাদ উযাইর ভাই।
২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
উযায়র বলেছেন:
শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত
Click This Link
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
মোমের মানুষ বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
মন্তব্যকারী বলেছেন: মহিলা সাংবাদিককে পিটানো অবশ্যই অহিংস। একমত।