নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার ব্লগে সবাইকে স্বাগতম

মোমের মানুষ

[email protected]

মোমের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহে পাগলের কবলে স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর.........।

১১ ই মে, ২০১৩ রাত ১১:২০

মঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বক্তৃতা দিচ্ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি। মঞ্চে দৌঁড়ে উঠলেন ফুলবাড়িয়ার আলোচিত গোল্লা পাগল (৪২)। ঝাপটে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পা।

বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি। এ সময় পাগল তাঁকে বললেন, ‘আমার খাস জমি চাই।’ পরক্ষণে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার বিকাল সাড়ে চারটায় ফুলবাড়িয়া থানার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ অবাক কাণ্ড ঘটে।

এ ঘটনা দেখে অনুষ্ঠানের অন্য অতিথিরাও প্রশ্ন তুললেন, এতো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এ পাগল মঞ্চে উঠলো কীভাবে?’

বিস্ময়ভরা চোখে সবাই যখন এ বিষয়টি দেখছিলেন ঠিক তখনই দৌঁড়ে এলো পুলিশ। জোরপূর্বক পাগলকে নিয়ে গেল থানা হাজতে।



স্থানীয় পুলিশের দায়িত্বহীনতার এমন ঘটনায় মঞ্চে উপস্থিত ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) জোবায়েদুর রহমান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়ার ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন।



এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূইয়া জানান, ‘গোল্লা পাগলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।’



অনুষ্ঠানে উপস্থিত মহাজোটের শরীক ফুলবাড়িয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফুলবাড়িয়া পুলিশ কেমন দায়িত্ব পালন করে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের চোখেই আজ দেখে গেলেন। আজ যদি এখানে কোন অঘটন ঘটতো তখন পুলিশ হয়তো চেয়ে চেয়ে দেখতো।’

অনুষ্ঠানস্থলে উপস্থিত দৈনিক প্রভাতের ময়মনসিংহ প্রতিনিধি প্রধান নাজমুল হুদা মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ সাংবাদিকদের সরিয়ে দিলেও পাগলকে সরাতে পারেননি। এটি পুলিশের দায়িত্বহীনতার স্বাক্ষী।

সূত্র সরাসরি কপিপেস্ট (ঢাকাটাইমস)

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ১১:২৪

নতুন বলেছেন: জাতীয় পাগলের সাথে দেখা করতে গিয়েছিলেন... মাননীয় গোল্লা পাগল... =p~ =p~ =p~

১১ ই মে, ২০১৩ রাত ১১:২৮

মোমের মানুষ বলেছেন: রতনে রতন চিনে মনে হয়........। ;) B-) =p~

২| ১১ ই মে, ২০১৩ রাত ১১:২৫

খেয়া ঘাট বলেছেন: লালনের তিন পাগলের মেলা অবশেষে ফুলবাড়িয়ায় মন্চস্থ হলো। দারুন।

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩০

মোমের মানুষ বলেছেন: দারুন................

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৩২

দখিনা বাতাস বলেছেন: রতনে রতন চেনে :P

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

মোমের মানুষ বলেছেন: দখিনা বাতাস বলেছেন: রতনে রতন চেনে :P

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৩২

নয়ামুখ বলেছেন: চিনিলো কেমনে ?

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

মোমের মানুষ বলেছেন: একই মেজাযের লোক তো..........।

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

নয়ামুখ বলেছেন: আল্লাহ বাচাইছে । গোল্লা পাগল মঞ্চের খুটা ধরে নাড়া চাড়া করে নাই ।

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৭

মোমের মানুষ বলেছেন: হাসতে হাসতে শেষ আপনার কমেন্ট পইড়া..........। :> :#) B-))

৬| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৩

বিডি আমিনুর বলেছেন: পাগলী তার পাগল কে খুজে পাইছে B-)) B-))
আল্লাহর অশেষ মেহের বানী :> :>

১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৮

মোমের মানুষ বলেছেন: :> :P ;) :D :#)

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৬

দেখি তাই বলি বলেছেন: তিন পাগলে হল দেখা নইদে এইসে
তোরা কেউ যাইসনে ঐ পাগলের দেইশে...

১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৯

মোমের মানুষ বলেছেন: তোরা কেউ যাইসনে ঐ পাগলের দেইশে... :-P B:-) ;) B-)

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৮

দেখি তাই বলি বলেছেন: মাগার গোল্লা পাগল যে পিলার জাপটাইয়া ধইরা ঝাকি দিল, কোন দুর্ঘটনা ঘটে নাই তো?

১২ ই মে, ২০১৩ রাত ১২:০০

মোমের মানুষ বলেছেন: মুন্নি চাহারে তদন্ত করতে পাঠানো হউক.......।

৯| ১২ ই মে, ২০১৩ রাত ১২:০১

আকরাম বলেছেন: পাগলে পাগল চিনে। B-)

১২ ই মে, ২০১৩ রাত ১২:০৫

মোমের মানুষ বলেছেন: মানিকে মানিক চিনে.........। B-)) :-P :!> :(

১০| ১২ ই মে, ২০১৩ রাত ১২:১২

পিচ্চি পোলা বলেছেন: বন্ধুরে চিনিল কেমনে!! B-))

১২ ই মে, ২০১৩ রাত ১২:১৫

মোমের মানুষ বলেছেন: পিচ্চি পোলা বলেছেন: বন্ধুরে চিনিল কেমনে!! B-))

হাসতেই আছি...............

১১| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৭

খাটাস বলেছেন: নতুন বলেছেন: জাতীয় পাগলের সাথে দেখা করতে গিয়েছিলেন... মাননীয় গোল্লা পাগল... =p~ =p~ =p~

লেখক বলেছেন: রতনে রতন চিনে মনে হয়........। ;) B-) =p~

১২ ই মে, ২০১৩ সকাল ৯:২২

মোমের মানুষ বলেছেন: ;) B-) =p~

১২| ১২ ই মে, ২০১৩ ভোর ৬:০১

সাজিদনজরুল বলেছেন: Golla pagol MOKHAR RE ustad mante gesilo

১২ ই মে, ২০১৩ সকাল ৯:২১

মোমের মানুষ বলেছেন: :-0 :P

১৩| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:২৫

ইকবাল পারভেজ বলেছেন: রতনে রতন চিনে ;)

১২ ই মে, ২০১৩ সকাল ৯:৩০

মোমের মানুষ বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: রতনে রতন চিনে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.