নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে সবাইকে স্বাগতম

আমার একটি ব্যক্তিগত ওয়েবসাইট, ইচ্ছে করলে সেখান থেকে ঘুরে আসতে পারেন...www.momermanush.com

মোমের মানুষ-২

আমি নিতান্তই সাধারন একটা পোলা, আমার সম্পর্কে লিখার কিছু নাই।

মোমের মানুষ-২ › বিস্তারিত পোস্টঃ

বিদেশি পতাকা এবং আমরা

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:২৯



ব্রাজিল-আর্জেন্টিনার এত পতাকা দেখে ভাবতে পারেন এটা নিশ্চই ব্রাজিল বা আর্জেন্টিনার কোন এলাকা। না বন্ধু, এটা ব্রাজিল বা আর্জেন্টিনা নয়। এটা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ। অনেক ত্যাগের মাধ্যমে পাওয়া একটি রাষ্ট্র। প্রিয় দল খেলছে, সমর্থন থাকতেই পারে। কিন্তু এর অর্থ এই নয় যে দেশের পতাকাকে অসম্মান জানিয়ে অন্য দেশের পতাকা লাগাতে হবে। বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪)-এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে। কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ার্ল্ড ২০১৪তে পতাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে, অবশেষে ভিনদেশী পতাকা হাতে ষ্টেডিয়াম পাড়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গত সমবার যশোরে ডিসি মহোদয় ভীনদেশি পতাকা উড়ানোর ব্যাপারে এক আইন জারী করেন, ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের পতাকাার প্রতি সম্মান দেখিয়ে সব পতাকা নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন, এবং কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন। আশা সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টা আমলে নিবেন।

এবার যে দেশে ফুটবলের এই আসরটা হচ্ছে তারা কিভাবে দেখছে এই আয়োজনটাকে ? ব্রাজিলে শিক্ষিত সচেতন নাগরিকরা এ আয়োজনের তীব্র বিরোধিতা করে নিয়মিত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদের সরকার শিক্ষা, খাদ্য ও যোগাযোগ খাত সহ অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ কমিয়ে এ খাতে ভূর্তুকি দিয়ে বরাদ্দ দিচ্ছে, যার প্রভাব পড়ছে বিভিন্ন খাতে। সাধারন ব্রাজিলিয়ানরাও এটা ভাল ভাবে নিচ্ছে না।





বিদেশি পতাকা এবং আমরা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৪২

সামুস কিং বলেছেন:
প্লাস ভাই।

সুন্দর কথা বলেছেন।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২

মোমের মানুষ-২ বলেছেন: ধন্যবাদ সামসু ভাই

২| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৪

বেপরোয়া বেদুঈন বলেছেন: আমার তো মনে হয় ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা নিয়ে আমাদের এই উন্মাদনাটা শুধু ফুটবল-প্রীতির মধ্যেই সীমাবদ্ধ । এখানে নিজ দেশকে অবজ্ঞা করে অন্য দেশ-প্রীতির কোন লক্ষণই নেই । সুতরাং এটা নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই ।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৫

মোমের মানুষ-২ বলেছেন: এটা ভাই সুস্পষ্ট বাংলাদেশের সংবিধান লঙ্গন
বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪)-এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না । একই সাথে আমাদের লাল সবুজের পতাকাকে অসম্মান

৩| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

মুরগির চামড়া ভেজে খাব আমরা বলেছেন: একমত++++

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

মোমের মানুষ-২ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

আমাদের মাঝে দেশপ্রেমটা খালি মেকি বুলি ছাড়া আর কিছুই না।

পোস্টে প্লাস :)

৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৪৮

কুর্দি আয়লান বলেছেন: আমরা যে মাছে ভাতে বাঙ্গালী, ভুলগুলো তুলে ধরেছেন ভাল লাগলো, এখন শুধরানোর অপেক্ষায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.