নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিন মজুমদার

মমিন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

নিউ ইয়র্কের বহু মসজিদ পুলিশের তালিকায় সন্ত্রাসী সংগঠন

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

নিউ ইয়র্কের পুলিশ বেশ কিছু মসজিদকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় নামাজি (মুসল্লি), ইমাম ও তার খুতবার ওপর গোয়েন্দাগিরি করেছে পুলিশ। পুরো মসজিদটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ফলে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ ছাড়াই পুলিশ এসব মসজিদের নামাজি (মুসল্লি), ইমাম ও তার খুতবার ওপর গোয়েন্দাগিরি করতে পেরেছে। পুলিশের গোপন নথিতে দেখা যায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর অন্তত ডজনখানেক মসজিদ ও ইসলামী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর বছরের পর বছর ধরে এসব মসজিদ ও ইসলামী সংগঠনের ওপর গোয়েন্দাগিরি করলেও এখন পর্যন্ত একটির বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বার্তা সংস্থা এপির প্রাপ্ত তথ্যে দেখা যায়, মসজিদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে পুলিশ অনেক নিরাপরাধ মুসলমানের ওপর গোয়েন্দাগিরি বজায় রাখে। আমেরিকার নাগরিক অধিকার সংক্রান্ত সংগঠনগুলো এবং দুটি মসজিদ কর্তৃপক্ষ একে অসাংবিধানিক বলে উল্লেখ করে এর বিরুদ্ধে মামলা করেছে। তারা বলেছে, এর ফলে নির্বিঘনে মুসলমানরা ধর্ম পালন করতে পারেননি। তবে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং পুলিশ কমিশনার রেমন্ড ক্যালি এসব অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৩ সালের দিকে যেসব মসজিদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয় তার একটি হলো ইসলামিক সোসাইটি অব বে রিজ। পুলিশের ওই তালিকার কথা জানার পর মসজিদটির একজন নেতা জেইন রিমাউই আক্ষেপ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমি কখনো মুক্ত অনুভব করিনি।’



কয়েক দশক আগে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে যুক্তরাষ্ট্রে আসা ৫৯ বছর বয়সী রিমাউই বলেন, ‘ক্যালি তোমাকে লানত। আমি একজন আমেরিকান।’ আইনজীবী হিনা হাশমি বলেন, ‘এ ঘটনা প্রমাণ করছে- নিউ ইয়র্কের মুসলমানরা চরম ভীতির মধ্যে বাস করছে। বাসায় নামাজ পড়া থেকে বিবাহ অনুষ্ঠান-এমন কোনো জায়গা নেই যে নিউ ইয়র্কের পুলিশ মুসলমানদের ধর্মীয় ও ব্যক্তিগত জীবনের ওপর পক্ষপাতদুষ্ট গোয়েন্দাগিরি করেনি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

ঢাকাবাসী বলেছেন: এনওয়াইপিডি ঠিকই করছে। পোলাপান লেখাপড়া করতে গিয়া বোম ফুটাইবো আর ওরা বসে বসে তামাসা দেখবে? নিরীহ কাউকে ওরা হেনস্হা বা মাইর ধইর করেছে বলে শুনিনি।

২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

এস এইচ খান বলেছেন: লক্ষ্য করুন! মোনাফেকদের চেয়ে বিধর্মীরা অনেক ভাল X((

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

দুরন্ত সাহসী বলেছেন: হুম আরেকটা ব্যপার হলোমুসলিমরাও এই মসজিদ নিয়ে রাজনিতি শুরু করে দিয়েছে. এনও দেখেছি একিজায়গায় পাশাপাসি নিজ নিজ জেলানামকরনে মসজিদ আছে আবার একটা মসজিদের নাম লোক মুখে শুনেছি আওয়ামিলীেগের মসজিদ বলে সে যাই হোক আমরাই মসজিদকে বিত্রকিত করছি সেই ধর্মকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.