![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবনের প্রথম ভুল,
তোমার হাতে তুলে দেয়া ফুল,
তারপর, আর দেইনি কাউকে ফুল,
তারপর আর করিনি ভুল!
ফুল এবং ভুলের অভাবে,
আমি কাতরাচ্ছি; যন্ত্রের দিকে,
তাকিয়ে থাকতে থাকতে,
ভুল হীন, ফুল হীন-- নিজেকে,
অন্ধ করে, বন্ধাত্বের দিকে
টেনে নিয়ে যাচ্ছি!
©somewhere in net ltd.