নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমিনুল হক মমিন

আমি মোঃ মোমিনুল হক, পিতঃ মোঃ আতাউল হক,মাঃ নুরুন্নাহার বেগম, থাকি সাভার, ঢাকাতে

মমিনুল হক মমিন › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের ভালবাসা

২৪ শে জুন, ২০১৫ রাত ২:৪৫

কোন মেয়ে যে এতটা ভালবাসতে পারে- আমি কখনো কল্পনাই করিনি।
যারা কোন মেয়ের ভালবাসা পাননি তারা
বিশ্বাস করতে পাবেননা,
এ তরুনীরা যখন কাওকে ভালবাসে,
ভালবাসা তাদের মন আত্নাকে কতটা তোলপার
করে দেয়,
সব কিছু সব কিছু, তার চারপাশের সব কিছুকে সে উপেক্খা করতে থাকে,
সে ভুলে যায় তার আত্ন পরিচয়,
সে ভুলে যায়,
কে সে?
কোন পৃথিবীর মানুষ সে?
তার ধর্ম কি?
তার ভবিষ্যত কি?

ভালবাসার মানুষের হাত ধরে অচেনা দেশে
পাড়ি জমাতে ব্যকুল হয়ে উঠে,
একা একা হাসে,
মাঝে মাঝে বাড়ির কাজে অকারনে মনযোগি হয়,
সামান্য ব্যপারে মন খারাপ করে বসে থাকে,
সামান্য কথায় বুক ফুলিয়ে কাঁদে,
খুব সহজেই কাওকে বিশ্বাস করে-
মনের কথা বলে।

অদ্ভুত এক স্বপ্ন খেলা করে তার কাজল কালো চোখে,
মনের মানুষ খুজতে থাকে তার হাত পা চোখ,
ভালবাসার জন্য খুব কাতর থাকে,
কারো মুখে প্রশংষা শুনলে ভাল লাগা খেলা
করে চোখে মুখে,
আবেগী ছিনেমা নাটক বা গান শুনে-চোখের জল ধরে রাখতে পারে না

বাংলার এমন মেয়ের ভালবাসা যে পুরুষ পায় শুধু সেই বুঝবে, সেই বিশ্বাস করবে,
এ মেয়েরা কতখানি ভালবাসতে পারে,
কতটা ভালবেসে নিজেকে উজার করে
দিতে পারে !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.