![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগুন থেকে আসে গুন,
যেমন দেহের তপ্ত জলে,
আসে আমার জন্মের ভ্রণ।
মিলনের বিপ্লব থেকে
বেরিয়ে আসে বিদ্রহী আত্না,
তারি আকস্মাৎ আক্রমনে
মরে পচে গলে যায় দমন মহী জান্তা।
আকাশে মাটিতে চলে বিদ্যুত,
মিছিলে এগিয়ে চলে দেশী রজপুত।
বায়ূতে বহন করে মুক্তীর বার্তা
খেটে মরে সংসার প্রেমি সংসারী কর্তা।
যতই মারুক ভীরু বিদ্রুপের তীর,
তাতে মমত্ব জমে আরো হয় ক্ষীর।
লাভের মদ্ধে লাভ হ্নদর পুরে কাবাব,
তুমি চলতেই থাক বুকে ভর করে হে সাপ
কবি জন্মাক পরে নিয়ে নতুন পোশাক।
©somewhere in net ltd.