![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, “তারাই নাস্তিক, যারা ঈমান-ইনসাফে বিশ্বাস করে না, সাম্যে বিশ্বাস করে না।”
তিনি চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে ‘নাগরিক অধিকার রক্ষা কমিটি, চট্টগ্রাম’-এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশে মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতিবাদে এবং গণতন্ত্র, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় গঠিত ঐক্যবদ্ধ নাগরিক প্লাটফর্ম-নাগরিক অধিকার রক্ষা কমিটি, চট্টগ্রাম এ আলোচনা সভার আয়োজন করে। ফরহাদ মজহার বলেন, “আজ আমরা প্রীতিলতার কথা বলি, মাস্টার দা সূর্য্য সেনের কথা বলি। কিন্তু আমরা তিতুমীর, হাজী শরিয়তউল্লাহর কথা বলি না। আমাদের প্রকৃত ইতিহাস ঐতিহ্য বাদ দিয়ে বিকৃত ইতিহাস সৃষ্টি করা হচ্ছে। সময় এসেছে নতুন ইতিহাস সৃষ্টি।”
তিনি বলেন, “সারাদেশে সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য জালেম সরকারের বিরুদ্ধে চলমান লড়াই আরো তীব্র করতে হবে। এ লড়াইয়ে মজলুম জনতার বিজয় হবে। আমরা শুধু মুসলমানদের জন্য লড়াই করছি না, সারা বিশ্বে সাম্য প্রতিষ্ঠাই আমাদের উদ্দ্যেশ্য।”
তিনি বলেন, “নাস্তিক্যবাদ কাউকে সম্মান দেয় না, কাউকে মান্যও করে না। আমরা মানবিক মর্যাদা, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। এই আন্দোলনের কারণেই সারা বিশ্বে আজ বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে বলে প্রপাগান্ডা আর চক্রান্ত চলছে। কিন্তু এ চক্রান্ত থেকে সর্তক থাকতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি।”
সূত্র : Click This Link
©somewhere in net ltd.