![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘দামতুয়া জলপ্রপাত ও ঝর্ণা’র অবস্থান আলীকদম-থানচি সড়কের ১৮ কিলোমিটার এলাকায়। আদু মুরুং পাড়া থেকে কমপক্ষে দুই ঘন্টা দুর্গম পাহাড়ি পথ হেঁটে যেতে হয় ‘দামতুয়া জলপ্রপাত ও ঝর্ণা দেখতে। দামতুয়া জলপ্রপাত ও দামতুয়া ঝর্ণা দুটির অবস্থান কাছাকাছি। ‘দামতুয়া জলপ্রপাত ও ঝর্ণা’ দেখার পর মনে হলো আল্লাহ’র সৃষ্টির কী অপার লীলা তা স্বচক্ষে না দেখে বুঝা যায় না! দুর থেকে হয়ত উপলব্ধি করা যাবে মাত্র।
পার্বত্য আলীকদমের পাহাড়ের কন্দরে কন্দরে লুকিয়ে আছে পর্যটনের অপার সম্ভাবনা। এতদিন অনেকটা লোকচক্ষুর অন্তরালেই ছিলো এসব পর্যটন স্পট। শুধুমাত্র ওখানে বসবাসকারি সীমিতসংখ্যক মুরুং অধিবাসীরা ছাড়া কেউ জানতোনা এসবের কথা।
এলাকার পর্যটনপ্রেমি তরুন-যুবকদের দুর্নিবার আকাঙ্খায় ক্রমান্বয়ে বেরিয়ে আসছে আলীকদমের পর্যটন স্পটগুলো।
শুক্রবার সকালে আমরা ৯ জন উৎসাহী তরুন-যুবক একজোট হই ‘দামতুয়া জলপ্রপাত ও ঝর্ণা’র শীতল জলে গা ভাসাতে। আগের রাতে পরিকল্পনামতে শুক্রবার সকালে মোটর বাইক নিয়ে যাত্রা শুরু করি
©somewhere in net ltd.