![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকারণ বিরহের শূন্য বেদীতে
কেন ঢালো অশ্রুজল
যারে তুমি শাপে মারো
সে তো নিত্য তোমারি তরে
নিত্য বিভাগী। হে নারী-
তবে কেন করো উতলা ধরণীতল!
কল্পনার দ্বীপে যে আলো জ্বালিয়ে তুমি
এসেছো বাস্তবের জলাভূমিতে
সেখানে দাড়িয়ে তব হৃদয়ে
অকারণ কেন জ্বালো এতো হুতাশন-দাবানল!
আমার মনোদ্বীপদেশের
যত ফুল-ফল হাশি-খুশি রাশি রাশি
সব তোমরি তরে শুধু
ঢালি সাজিয়ে রেখেছি
ওরে ক্ষেপা-বিরহী প্রেয়সী!
আমার মনোদ্বীপদেশের পুষ্প-কমলে
এসে যাক যত ফুলকুমারী,
সে প্রেমকুঞ্জ পুষ্প কমলের
মালিনী যে একমাত্র তুমি
ওগো শুধু তুমিই মনোবিহারীনি।
সে পুষ্পকুঞ্জে ঠাঁই নাহি আর কারো
এই ধরণীতলে-
পুষ্পসৌরভে বিমোহিত না হয়ে-
তুমি অকারণ ভাসো অশ্রুজলে।
তব প্রাণে বেধেছ যে বাধন
জ্বালিয়েছো নব আলো
সে বাধন কভু টুটিবে না ওরে
এ বিশ্বাসের প্রদীপ জ্বালো।
১১ আগস্ট ২০১৭।
©somewhere in net ltd.