নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ের প্রতিধ্বনী

মমতাজ-কলি

ভাল করে বাঁচতে চাই

মমতাজ-কলি › বিস্তারিত পোস্টঃ

জীবনের কাছে আমার প্রার্থনা

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২২

হে জীবন, তুমি যদি দ্রুত পক্ষ ঈগলের মত
অভীষ্ট অভিমুখে বাতাসে ভর করে ছুটতে না পার,
সেইখানে থেমে যাও।
কর্মহীন, গর্বহীন আমাকে কেউ যেন
জীবিত দেখতে না পায়।
আমি যেন লোভের কাছে, মোহের কাছে,
হীনতা, পরবশ্যতা এবং আলস্যের কাছে
পরাজিত না হই।
প্রতিদিন জীবনের দিকে যে ম্যাগনিফায়িং গ্লাস দিয়ে তাকাচ্ছি,
এতে একটি লাভ হচ্ছে-
নিজেকে আরো ঘনিষ্ঠভাবে চিনতে পারছি।
দায়িত্ব এবং লক্ষ্যের চেহারা
আর মাঝপথের ধাপগুলো স্পষ্ট আকার নিচ্ছে।
লোকে যা-ই বলুক, যা-ই অনুভব করুক
নিজের কাছে আমি অনন্য।
দুঃখগুলো হজম করতে পারি বলে,
ব্যথাকে অপমান করিনে বলেই
আমার সবটাই আমার।
আমার জীবন আমার নির্দেশ মেনে চলবে
এ রকম ভরসা অন্তত করতে পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.