![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের কথা ছিল, কিন্তু প্রায়ত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিবস বলে এই দিনে শপথ গ্রহনের অনুষ্ঠান দু'দিন পিছিয়ে দিয়েছেন। প্রায়ত প্রধানমন্ত্রীর প্রতি তাঁর এই রাজনৈতিক শ্রদ্ধাবোধ, বেক্তি নরেন্দ্ মোদী কে ভারতবাসীর কাছে অনেক উপরে নিয়ে যাবে নিস্সন্দেহে। মোদীর উগ্র জাতীয়তাবাদী নীতি ভারতকে পৃথিবীর কোন আসনে বসাবে তা নির্ভর করবে তার আগামী ৫ বছরের রাজনীতির উপর।
তবে না বললেই নয় যে, নরেন্দ্র মোদী চা-ওয়ালার সন্তান, নিজেও চা-বিক্রী করেছেন, পাশ্চাত্যের দেশগুলোতে কারো পেশা নিয়ে কৌতুক বা বিদ্রূপ করা হয়না, আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ছিল হলিউডের দিতীয় শ্রেনীর অভিনেতা, জিমি কার্টারের বাবাও ছিলেন বাদাম চাষী, পিতার এই ব্যবসা একসময় ছেলে কার্টারকেও চালিয়ে যেতে হয়েছিল। একজন চা-ওয়ালার মধ্যেও রাজনৈতিক যে শিষ্টাচার আছে, তা প্রমান করে তাঁর আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিলের মাধ্যমে।
এ প্রসঙ্গে মনে পরে আমরা বাংলাদেশীরা এক প্রধান মন্ত্রীর হত্যা দিবসকে আর এক প্রধানমন্ত্রীর জন্মদিবসে রুপান্তরিত করি । থাক, বাকীটুকু বাংলাদেশ জানে।
২| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৫০
হামিদ আহসান বলেছেন: আমাদের কোনো নেতার মধ্যেই এমন রাজনৈতিক শিষ্টাচার নেই............
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ সকাল ১০:১৯
ঢাকাবাসী বলেছেন: এক দলের এক নেতার প্রয়ান দিবসের ছুটিকে আরেক দল এসে বাতিল করে! মোদির মত রাজনৈতিক মেধা প্রজ্ঞা দূরদৃস্টি আর দেশপ্রেম মানবিক গুনাবলী সম্পন্ন নেতা এদেশে নেই বললেই চলে! আদর্শ ভিন্ন হতেই পারে!