নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু নেই

শাহ্‌রিয়ার

আমি জিসান শাহরিয়ার।

শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ভাই আমার, একটু দেখো সবুজ বাংলার প্রান্তর আর তার সহজ সরল মানুষগুলোর মুখের দিকে!আর নিজের ঈমান আর দেশপ্রেমকেও একটু হাতরে দেখো!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

শিবিরের ভাইদের প্রতি আমার কিছু কথাঃ



শিবিরের যে সব ভাইয়েরা ইসলামের প্রচার ও প্রসার চাও তাদেরকে তাবলীগে সময় দেয়ার আহ্বান জানাচ্ছি!

তাবলীগের মাদ্ধমেই তোমরা এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিশ্বের পূর্ব থেকে পশ্চিম-উত্তর হতে দক্ষিন, আজ থেকে কেয়ামতের আগ পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে পারবে!



শিবিরের ভাইয়েরা তোমরা সিআইএ মোসাদের মত নিজেদের ছদ্মবেশে রেখে ইসলামের কোন উপকার তো করতে পারবেইনা বরং তোমাদের ঘিরে একটি রহস্যময় বোরকা তৈরি হবে যাতে তোমরাই ঢাকা পড়ে যাবে!



মনে রাখবে ম্যাকিয়াভেলির মত ছলবাজি করে ইসলামের কোন সেবা হবেনা!

কথার তিনটি প্রকার আমরা দেখতে পাই মিথ্যা, সত্য ও সত্য গোপন!



মিথ্যাবাদীকেউ সত্যবাদী বলেনা আর সত্য গোপনকারি কৌশলী নয় মুনাফেক হয়ে থাকে!



তোমরা একটু চিন্তা কর যে আমাদের থেকে কত শত সত্য গোপন করে থাকো কৌশলের নামে?

আমাদের কাছে আসার জন্য আমাদের তোমাদের দলে ভেরাবার জন্য কত কৌশল তোমরা নাও?

তোমাদের সাথে কি আমাদের কূটনৈতিক সম্পর্ক?



যদি মনে কর যে হা আমাদের সাথে তোমাদের কূটনৈতিক সম্পর্ক তাহলে আমরা সর্বদাই তোমাদের সব কথাই সন্দেহের চোখে দেখবো, সাদা চোখে তোমাদের সেই কথা যতই সরল দেখা যাক না কেন!



তোমরা বল হিকমা/হেকমত বা কৌশল আসলে কৌশলের নামে শরিয়ত থেকে দূরে সরে যেয়ে তোমরা স্থায়ি একটি ফেতনায় জড়িয়ে পড়ছো!



জামাতের আচরণ অনেকটা রাষ্ট্রযন্ত্রের মত আর সেই রাষ্ট্রযন্ত্রের মাথা-মোতারা তাদের ছাত্র সংগঠনের অল্প বয়েসি তরুণ রিক্রুটদের দিয়ে গোয়েন্দা স্পাই ও গেরিলাদের মত কাজ করাচ্ছে!

এঁর মাদ্ধমে তোমরা হয়ে যাচ্ছ রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্রকে চ্যালেঞ্জকারি আর ইসলামের ইতিহাসের দৃষ্টিতে খারেজিদের মত চরমপন্থি!



শিবিরের ভাইয়েরা তোমরা আমাদের থেকে বয়সে খুব বেশি বড় তো হবেইনা বরং ছোট হবে তাই বলছি গোয়েন্দাদের মত কৌশলে নয় স্পাইদের মত ফাঁদ পেতে নয় মাস্তানের মত গায়ের জোরে নয় চোরের মত রাতের আধারে নয় ভদ্রলোকের মত দিনের আলোয় সাদা মন নিয়ে ধার্মিকদের প্রচলিত পোশাক লেবাস সুরত ধারন করেই ইসলামকে নবীজির পথেই তরীকাতেই পৌছাতে হবে এই দুনিয়ার মানুষের কাছে!



দ্বীনের হেদায়ত ও দেশ প্রেম আমাদের সবাইকেই সুফল দিতে পারে!

কারন দ্বীনের মাঝে মানবতার স্থান সর্ব আগে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

মহাজাগতিক মুসাফির বলেছেন:
তখন শিবির, শিবির ইজতেমা করতে পারবে। তখন হাসিনা স্বর্গে যাওয়ার জন্য আর্ন্তজাতিক মুনাজাতে অংশ নেবে কারো বাড়ীর ছাদের উপর। পাশে থাকবে সুরঞ্জিত বাবু।
তাবলিগের আমীর। হায় ! এ যাবত বাংলাদেশ একজন আমীরের জন্ম দিতে পারল না। শুধু ভারতেই জন্ম হয়।
প্রতি বৎসর মোসাদের চর আর র এর চরেরা ঢুকে তাবলিগের বিদেশি মেহমান হিসেবে। এর পর চিল্লার নামে ছড়িয়ে পড়ে দেশের আনাচে-কানাচে।
তথ্যের অবারিত দ্বার খুলে গেছে কিন্ত লিখতে ই্চ্চে হচ্ছে না ---------

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

শাহ্‌রিয়ার বলেছেন: জামাত-ই-ইসলামিই এই দেশে এমেরিকার ওপেন সিক্রেট দালাল, প্রমানিত ৭১ এ এবং এখনো কারন এমেরিকাই ওদের জন্য মায়া কান্না করে থাকে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

এ জাফর বলেছেন: ভাইজানের বক্তব্য শুনে ভালই লাগল। তবে ভাই বলি কি আমরা নিজেরা সঠিক ইসলাম জেনে এবং আমল করে তারপর অন্যদেরকে দাওয়াত দেই। আজকের তাবলীগ জামাতের মত যদি আল্লাহর রাসুল নরম নরম এবং মিষ্টি সুন্নতের দাওয়াত দিতেন তাহলে কাফেরদের সাথে কখনই সংঘাত হতো না। আল্লাহর রাসুলকে যথাযথ অনুসরন করুন দেখবেন সারা দুনিয়া আপনার শত্রুতে পরিনত হবে। আমার কাজকর্মে যদি অমুসলিমরা খুশী হয় বা চুপ থাকে তবে বুঝতে হবে আমি ইসলামের ক্ষতি করছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

শাহ্‌রিয়ার বলেছেন: ভাই আমরা দেখেছি এমেরিকা সর্বদা আন্তর্জাতিক বিশ্বে ইসরাইল আর আমাদের দেশের প্রেক্ষাপটে জামাত-ই-ইসলামিকেই মিত্র মনে করে!
আর এমেরিকার মিত্র যে সে তো গন শত্রু
আর জামাত-ই-ইসলামি এই দেশের দেশপ্রেমিক ধর্মপরায়ণ মানুষদেরকেই জবেহ ও ধর্ষণ করেছে গনিমতের অপব্যাক্ষা করে?
এক জন মুসলিম আরেকজন মুসলিমকে গনিমত কিভাবে বানায়?
আর মউদুদি জামাত তো ইসলামের অপব্যাক্ষাকারি!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

এ জাফর বলেছেন: আপনি ইসলামের সঠিক ব্যাখাকারী হলেন কিভাবে? আপনারা তো কোরআন ও হাদিসের ধার ধারেন না। আছেন এক তাবলীগী নেছাব আর ছয় উসুল নিয়ে। ইসলামের পাঁচ স্তম্ভ্য বাদ দিয়ে ছয় উসুল পেলেন কোথায়? সারা বছর জুড়ে এই এক কিতাব থেকে সব সত্য মিথ্যা আর জাল হাদীসের বয়ান করে যাচ্ছেন। আপনাদের সাথে তো ভালমানের কোন আলেমকে ও দেখি না। বাতিলের তাবেদারি না করে বরং ইসলামের পথে আসুন। আর যদি জ্ণানপাপী হয়ে থাকেন তবে আখিরাতের দিন পর্যন্ত অপেক্ষা করুন। সেখানেই যথাযথ জবাব পাবেন। অবশ্য সেদিন আপসোস ছাড়া আর কিছুই করার থাকবেনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

শাহ্‌রিয়ার বলেছেন: দেউবন্দ মাদ্রাসার ফতুয়া অনুযায়ী মউদুদি পথভ্রষ্ট!
শিয়া সুন্নির মাঝে যেমন দুরুত্ত তেমন আমাদের সাথে জামাত শিবিরের! এদের সাথে আত্মীয়তা বন্ধুত্ব সম্পূর্ণ বর্জনীয়।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

এ জাফর বলেছেন: দেওবন্দের হাজার হাজার আলেম জামাত শিবিরকে সমর্থন করেন। কিন্তু আপনাদের দলেতো কোন আলেম নাই। তার কারনকি আলেমরা আপনাদেরকে সহীহ মনে করেন না?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

শাহ্‌রিয়ার বলেছেন: গাঁজায় দম দেয়া বাদে কেউ বলতে পারবেনা যে দেউবন্দিরা জামাত শিবির করে!
হা হিকমা'র জোরে শিবিরের পথভ্রষ্টরা মিথ্যা দাবি করতেই পারে!
জামাত শিবির হিকমা বলে ম্যাকিয়াভেলি হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.