| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আমার মনে একটি
কবিতা ছিল, লেখা
হয়নি তা।
আমার চোখের সামনে তুমি
ছিলে,
লিখতে গেলে যদি তুমি যাও
চলে দূরে!’
‘আমি হারাতে চেয়েছিলাম
সাগরের গভীরে,
হারিয়ে যাইনি আমি,
আমার হাতে তোমার হাতের
উষ্ণতা ছিল সৃতি হয়ে,
ধুয়ে মুছে যাক
তা, আমি চাইনি যে।’
‘ভুল হতে পারে ভেবে
কথা বলেনি কোন,
জানাতে পারিনি
কত ভালবাসি তোমায়’
‘মুগ্ধ হয়েছিলাম তা ছিল
মামুলি রুপ দেখে,
ভালবাসা বন্ধন হল
যখন গাড় তখন
মনটাই আসল বাকি সব
হল গৌণ’
‘এমনি যদি হতো! তবে
তুমি কোথায় আজ?
আর আমি আজ কোথায়!
এক বিশ্ব দূরে
এই ছোট্ট শহরে’
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
শাহ্রিয়ার বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
মাকড়সাঁ বলেছেন: দারুন হইছে