নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন শুরু...

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

মনের কথা

অনেক কথা 'মনের কথা' হলেও সবসময় তা প্রকাশ করা সম্ভব হয়না। কেননা তাতে তর্ক-বিতর্কের অবকাশ থাকে। তার মানে এই নয় বিতর্কে আমার অরুচি। তবে কক্‌টেলে আমার হ্যাঙ্গ ওভার হয়। তাই মনের কথা প্রকাশ করতে এই মাধ্যম বেছে নিলাম। মানুষের মন আর মনের মানুষকেও জানার ইচ্ছে রইল।

মনের কথা › বিস্তারিত পোস্টঃ

রাগ ভাঙ্গানোর ছড়া

১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৪৫

রাগ করেছে তনু মনা

চোখ করেছে লাল,

ঠোঁট ফুলেছে, চোখ ফুলেছে

ফুলছে দুটো গাল।



রাগ করেছে তনু মনা

মানু দাদার বোন,

ফেলছে ছুড়ে থালা বাটি

ছুড়ছে মোবাইল ফোন।



রাগ কোরনা মিষ্টি তনু

রাগ কোরনা আর,

মানছি আমি ভুলটা আমার

মানছি আমি হার।



ভুল হয়েছে, ঘাট হয়েছে

ধরছি আমি কান,

হাসো এবার মিষ্টি করে

ভাঙ্গো এবার মান।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪

এই আমি মীরা বলেছেন: কিউট ছড়া :)

২| ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৫৫

মনের কথা বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: এই কবিতা পড়ে কারও কি রাগ ভেঙ্গেছে?কবিতাটা সুন্দর।

৪| ১৭ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৫

মনের কথা বলেছেন: দুদিন আমার সাথে কথা বলেনি!

৫| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১:৪৯

সারিয়া তাসনিম বলেছেন:
এইটা পইড়া তো ফিক কইরা হাইসা দেওনের কথা । যারে ছড়িতা টা শুনাইছিলা হেয় কি হাসছিল ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.