![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার: উর্বর (!) মস্তিক্ব থেকে সাহিত্য রচনা বা কিছু লিখার মত কোন গুণ মহান স্রষ্টা দিয়েছে বলে মনে হয় না। পৃথিবীতে ৩টা জিনিস বড় প্রিয়: ঘুম, দিবাস্বপ্ন, রোমান্টিকঘুম আমার প্রিয় বই: এডভ্যান্স কোয়ান্টাম মেকানিকস। (যেই বই ধরলে, কিছুক্ষনের মধ্যে ঘুম আসে। প্রিয় ব্যক্তি: রিপ ভ্যান আংকেল। কারণ আংকেল একটানা ২০বছর ঘুমাইয়া কাটাইছে। প্রিয় খাবার: ভাত। আল্লাহর কি রহমত ভাত খাবার পরই একটা ঘুমের আমেজ আসে। প্রিয় কাংখিত মুহুর্ত: সূর্যোদয়; যা এখনো দেখিনি। https://www.facebook.com/monzurul.shohel
Massshooting আর multiple fatalities এই দুইটা বাক্য ছাড়া আর কোন বিস্তারিত দেখতে পেলামনা কোন নিউজেই। CBC news, ABC, BBC, CNN, Guardian কোনটাইতেই কোন সংখ্যা নাই কতজন মারা গেছে, ঘটনার ঘন্টা খানেক পরও! একটাতেও দেখলামনা Terrorist ওয়ার্ড এর কোন উল্লেখ্য। ব্যাপারটা যে এবারই দেখতেছি তা না। সবসময়ই পশ্চিমা নিউজগুলার এই দ্বিমুখীতা দেখে আসছি। ক্যানাডা'র মন্ট্রিয়লের মসজিদে যখন হামলা করে ৬জন মেরে ফেলল তখনও দেখেছি এই একই আচরণ। এবারও কিছু মনে করার কারন ছিলনা যদিনা কিলারের Live video stream টা দূর্ভাগ্যক্রমে দেখতাম। পুরটো দেখার মত মানসিক শক্তি আমারও নাই তাও দেখলাম, কি করে একটা মানুষ video games খেলার মত করে একটা একটা করে মানুষকে গুলি করতেছে! একটানা গুলি করতে করতে মসজিদে ঢুকেতেছে আর জুম্মার সময়ে মানুষে ভর্তি ভিড়ের মধ্যে নৃশংস্যভাবে ফায়ার করছে! প্রথমবার গুলির ম্যাগাজিন শেষ হয়ে গেলে আবার তার গাড়ি থেকে আরেকটা অটোমেটিক গান এনে তখনও যারা আহত হয়ে মসজিদের ভিতর পড়ে আছে তাদের গুলি করছে। এই ভিডিওটা শেয়ার দিচ্ছিনা, শুধু তিনটা screenshots দিলাম এই নৃশংস্যতা কতটা অমানবিকা এবং অবিশ্বাস্য তা বোঝার জন্য। একটা তে এক আহত মায়ের (হয়ত) কোলে ধরা তার সন্তানকেও দ্বিতীয়টার্মে গুলি করছে!
হতাহত প্রতিটা ফ্যামিলিকে আল্লাহ রক্ষা করুন।
.আশংকা এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে kind of butterfly effect এর মত। মুসলিম এবং অভিবাসী'দের প্রতি পশ্চিমাদেশগুলোতে যে ধরনের বর্ণবাদী মনোভাব বাড়তেছে তা সময়ের সাথে আরও বাড়তে থাকবে। মাঝে মধ্যে নামধারী দু' একটা মুসলিম জঙ্গিভ্রাতা ও তাদের কর্মকান্ড এগুলোতে ইন্ধনদিবে।
১৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:০১
মন্জুরুল আলম বলেছেন: আসলেই রাজীব ভাই।
--অফটপিক পোষ্টে কয়েকটা ছবি এড করেছিলাম, কিন্তু কিছুই দেখি এড হয় নাই। কোন কারণ?
২| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮
আমি মুক্তা বলেছেন: নিহতদের আল্লাহ বেহেশত নসীব করুন! আর আমাদের সর্বদাই এ ধরণের বিপদ থেকে মুক্ত রাখুন।
৩| ১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: পশ্চিমা মিডিয়ার কাছে মুসলিম উগ্রপন্থিরাই সন্ত্রাসী। বাকিরা....
এই সন্ত্রাসীর মতো পাবজি আসক্ত গেইমার মানুষ খুন করতে পারবে। পাবজি আসক্ত আমার এক কলিগ প্রায়ই স্বপ্নে দেখে সে ফায়ার করে মানুষ মারছে। এরিয়া দখল করছে।
৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: মনটা ভীষণ রকমের খারাও হয়ে গেল।
মহান আল্লাহ মৃতদের পরিবারকে ধৈর্য দান করুন।
৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ কাফিরদের ধ্বংস করুন।
১৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:০২
মন্জুরুল আলম বলেছেন: তাদেরও বোঝার ক্ষমতা দিক এই দুয়া করাই উত্তম
৬| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২২
নতুন বলেছেন: নিউজিল্যান্ডের প্রধান মন্ত্রী এটাকে টোরোস্টি এটাক বলেছে...https://www.bbc.com/news/world-asia-47578798
সিএনএন এ টেরো্এটাক বলেছে...
https://edition.cnn.com/asia/live-news/new-zealand-christchurch-shooting-intl/index.html
১৭ ই মার্চ, ২০১৯ রাত ২:৫৯
মন্জুরুল আলম বলেছেন: নতুন ভাই... এইটা টেরোস্টি আক্রমন বলার জন্য তাদের এতক্ষন অপেক্ষা করার কি। আমি কয়েকঘন্টা ধরে বিভিন্ন মেইনস্ট্রিম নিউজ পেপার ফলো করেও এই ধরনের একটা বাক্যও না পেয়ে এটা লিখেছি।
আর দ্বিচারীতা কিন্তু আজকের না অনেক দিন ধরে চলছে। ....
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।