নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

মনিহার

মনিহার › বিস্তারিত পোস্টঃ

সুখী দাম্পত্য জীবনের জন্য ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত?

৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৪

কোথায় যেন একটা প্রবাদ পড়েছিলাম, মানুষ জীবনে তার লক্ষ্য কিংবা কতটুকু সফল হতে পারবে, সেটা ৩৩-৩৫ বছর বয়সের মধ্যেই বুঝতে পারে। ব্যাপারটা এমনই, আপনি এই বয়সে এসে অদূর ভবিষ্যত নিয়ে হালকা পাতলা চিন্তা করতে পারবেন,জীবনের শেষ গন্তব্যে কি করবেন, সেটা চিন্তা করতে পারবেন। ফ্ল্যাট বাড়ীর জন্য কিস্তি জমা দেওয়া শুরু করতে পারবেন। গাড়ি কিনার চেষ্টা করতে পারেন, নেহায়েৎ ব্যাংক লোন নিয়ে হলেও।





একটু গোড়া থেকে শুরু করি,



১৮ বছর বয়স শেষে একজন যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, তার ২২-২৩ বছর বয়সে শিক্ষাজীবন শেষ হয়ে যাওয়ার কথা। গড়ে বাংলাদেশী ছেলেদের চাকুরী পেতে পেতে ২৪-২৫ বছর হয়ে যায়। তারপরও অনেক সময় পছন্দমতো চাকুরী পায় না, এই অফিস, ঐ অফিস ঘুরা ঘুরি করে। ধরলাম আলটিমেট চাকুরীটা পেতে তার ২৭ -২৮ বছর হয়ে গেল।



তারপর বলে একটু গুছিয়ে নিই, তারপরেই বছর ২-১ পরে বিয়ে করবো। গুছিয়ে নিতে গিয়ে দেখা গেল, সংসার চালানো অনেক কঠিন। তখন বলে একটা প্রমোশন পেলেই বিয়ে করবো। প্রমোশন পেতে পেতে ৩২ বছর হয়ে যায় অনেকের। তারপর ভদ্রলোক এইবার বিয়ের ঘোষণা দেন।



মিয়া এখন বিয়াতে রাজী, আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশী সকলে ঝাপিয়ে পড়ে বিবি খুঁজতে। এই মেয়ে দেখে, ঐ মেয়ে দেখে, পছন্দসই মেয়ে খুঁজে পেতে ৩৩ পার হয়ে যায়। তারপর বিয়ের পিড়িতে বসেন মিয়া ভাই।আমি এমনও দেখেছি, ৩৫-৩৮ বছর পরেও অনেক পুরুষ নিজেকে বিয়ের জন্য যোগ্য মনে করেন না। তারা মনে করেন, আর একটু প্রতিষ্ঠিত হয়ে নিই আগে, তাহলে বিয়ের বাজারে নিজের দামটা আরো একটু বাড়বে, আরো একটু সুন্দরী, গুনবতী, কচি মেয়ে পাবো।



একটা চরম সত্য কথা বলি, অনেক পুরুষ মানুষ আমার উপর ক্ষেপেও যেতে পারেন। সত্যটা হলো, যাদের বয়স ৩৫-৩৮ এর কোটায়, তারা বউ হিসেবে ২১ -২৪ (সর্বোচ্চ) বছরের মেয়েদেরই বেশি পছন্দ করে। মানে অনার্স পাশ করা মেয়ে, মাস্টার্স পাশ করা মেয়ে অনেকের পছন্দ নয়। অনেকে আবার অনার্স পড়ুয়া মেয়ে পছন্দই করেন না, তাদের পছন্দ ঐ ১২ ক্লাশ পাস, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত।কারণ ঐ ১৮ বছরের মেয়েদের ইচ্ছে মতন শেইফ দেওয়া যায়। যেমনি বলবেন, তেমনি চলবে।





স্বামী স্ত্রীতে ১২-১৪ বছর বয়সের পার্থক্য অনেক সময় অনেক জটিলতা সৃষ্টি করে। দুই জনের মানসিক চাহিদাটা মিল না হলেই এই সমস্যাগুলো প্রকট হয়ে যায়। নিজের থেকে ১২ বছরের কারো সাথে এডজাস্ট করাটা অনেক সময় সত্যিই কষ্টকর।



আবার ৩৫+ বয়সে অনেকের ভীমরতিও হয়। আমি একজনকে চিনি, যিনি বউকে সান গ্লাস কিনে দিয়েছেন, বউ বায়না করে নাই। কোথাও বাইরে গেলে সান গ্লাসটা আবার চোখে পড়া যাবে না। কপালের উপরে মাথায় রাখতে হবে (যেমনটা বাংলা সিনেমাতে দেখা যায়)। স্বামীর নির্দেশ। স্ত্রীর মানতে কষ্ট হলেও উপায় নেই। মুরুব্বী বলে কথা।এই ধরণের জুটিকে রাস্তাঘাটে দেখলে মানুষজন অনেক সময় কনফিউজড হয়ে যায়। বুঝতে পারে না, মেয়েটা কার সাথে বের হয়েছে? বাবার সাথে? নাকি জামাই এর সাথে?





আমার মতে ২৫ পেরুলেই ছেলেদের বিয়ে করে ফেলা উচিত। প্রতিষ্ঠা পেতে পেতে আরো ৫-৮ বছর নষ্ট না করে যৌবনটাকে উপভোগ করুন। সময় চলে গেলে তা আর পাওয়া যাবে না। আর স্ত্রীর সাথে বয়সের গ্যাপ যতই কম হয়, তত ভালো, তত বেশী বুঝাপড়া হবে আপনাদের। ভালোভাবে সংসার করার জন্য মেন্টাল বয়সটা সমবয়সী হওয়া অনেক জরুরী।





ধন্যবাদ।



যে কোনো দ্বিমত, মতামত, পরামর্শ সাদরে গৃহীত হবে।















মন্তব্য ১৫৭ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১৫৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৮

ইনকগনিটো বলেছেন: ২৫ কেন ভাই ?? আমার মতে ২৩ -২৪ এই করে ফেলা উচিত । :P

যাই হোক ,২৫ হলেও অসুবিধা নাই ।

আমরা তো বুঝি ,তয় বাপ মা রে বুঝাইব কেডা ?? /:) /:)

৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৩২

মনিহার বলেছেন: আপনার মা বাবাকে আপনাকেই বুঝাতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি বউ পালতে সক্ষম।

২| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৪

নিষ্‌কর্মা বলেছেন:

যারা ৩০-৩৫ বছরে যেয়ে কচি কচি ইন্টার পাশ মেয়ে বিয়ে করতে চায়, তারা আসলেই খারাপ লোক।

৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৪

মনিহার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৫

ইন্টারনেট বলেছেন: ইনকাম সোর্স ভাল থাকলে তারাতারি করাই ভাল

৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:৩৮

মনিহার বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৭

মো: মাসুদুর রাহ্‌মান বলেছেন: ২৫ বছরের সদ্য পাশ করা একজন বেকার গ্রাজুয়েটের সাথে মাইয়া দিবো কেডায়?

৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:০০

মনিহার বলেছেন: পারলে আর একটা গ্রাজুয়েটকে বিয়ে করেন, ২জনে মিলে চাকুরী করেন। ইচ্ছা থাকলেই উপায় হবে।

৫| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৭

একাকী বালক বলেছেন: আমার মতে ২৫ পেরুলেই ছেলেদের বিয়ে করে ফেলা উচিত। প্রতিষ্ঠা পেতে পেতে আরো ৫-৮ বছর নষ্ট না করে যৌবনটাকে উপভোগ করুন।

>>> এরপর কি বাপের কান্ধে উঠব? বিয়া করা ছাড়াই আজকাল পোলাপান দুমাইয়া যৌবনটাকে উপভোগ করছে। খ্যাক খ্যাক।


দিন যত যাইব বিয়াতে অনিহা তত বাড়ব।

৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:০৬

মনিহার বলেছেন: বাস্তববাদী হোন, ভবিষ্যতে কাজ দিবে।

অনিহা বাড়বে, আবার একসময় গিয়ে অনিহা চলে যাবে, এটাই প্রকৃতির নিয়ম।

৬| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৮

একাকী বালক বলেছেন: নিষ্‌কর্মা বলেছেন:

যারা ৩০-৩৫ বছরে যেয়ে কচি কচি ইন্টার পাশ মেয়ে বিয়ে করতে চায়, তারা আসলেই খারাপ লোক।

>>>> সমাজে পরকীয়া বাড়ায় দেয় এরাই।

৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:১৪

মনিহার বলেছেন: সন্দেহ নাই। তবে পরকীয়ার জন্য এটাই একমাত্র কারণ নয়।

৭| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:০৮

ইন্টারনেট বলেছেন: পুরুষ লোকের ৩০-৩৫ বছর কোন ব্যাপার না

৩১ শে মার্চ, ২০১১ সকাল ৯:৫৩

মনিহার বলেছেন: তাহলে কত বছরে ব্যাপার হয়?

৮| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:০৯

আকিল- বলেছেন: 25 age e Maiya debona kew!

৩১ শে মার্চ, ২০১১ সকাল ১০:৪০

মনিহার বলেছেন: ken Dibe na?

৯| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১০

শহীদ শোভন বলেছেন: ভাই আমি একমত। আমার ও ধারনা করে ফেলা উচিৎ। কিছু অন্তঃত পাওয়া উচিৎ।যার জীবনে প্রতিষ্ঠা যে পাবে সে ২৫-২৮ এই পাবে।প্রমসোন,ওয়েট করা ইত্যাদি বাজে কথা।যারা জীবন নিয়ে কোন প্রকার চিন্তা করে না তারা ৩০ বছর থেকে চিন্তার শুরু করে তাই দেরি করতে বাধ্য হয়। আর বিয়ে করলে লাইফ অনেক গুছিয়ে যায়।নিজে চিন্তা না করলেও বউ এর চিন্তায় মানুষ সামনের দিকে এগিয়ে যায়।এবং সেটাই ভালো আমি মনে করি।আর বউ মানে কোন বোঝা ঘারে নেয়া যারা মনে করেন তাদের কপালে দুঃখ আছে। বউ হলো এমন এক বন্ধু যাকে সব সময়ে পাওয়া যাবে সুখে দুঃখে। যদি এমন মেয়ে পাওয়া না যায় তাহলে অন্য মেয়ে দেখা উচিৎ।যদিও সে প্রেমীকা হয়।জানি না আমার বোঝা ভুল কিনা।

ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৩

মনিহার বলেছেন: পুরোপুরি সহমত। মনের কথাটাই বলেছেন, যেটা আমি পোস্টে লিখি নাই। ধন্যবাদ।

১০| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১০

নাসরীন খান বলেছেন: ভাল লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১:০৫

মনিহার বলেছেন: ধন্যবাদ।

১১| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১০

রিয়েল ডেমোন বলেছেন: ভাই ঠিকই বলছেন।

২৫ই সই।

তয় কয়েকবছর পরে এই প্রস্তাবের কথা আমার বাবা মায়েরে একটু কষ্ট কইরা বুঝাইয়েন।

আম্মু কয় ৩০ এর উপ্রে না গেলে বিয়া দিবে না :(( :(( :(( :(( :(( :(( :((

৩১ শে মার্চ, ২০১১ বিকাল ৫:১০

মনিহার বলেছেন: আপনি বিয়ে করার জন্য ফিট আছেন, এটা প্রমাণ করেন , তাহলেই হবে।

১২| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১১

মো: মাসুদুর রাহ্‌মান বলেছেন: আপনার পোষ্টের সাথে আমি পুরোপুরি একমত। কিন্তু প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করলে ভালো ফ্যামিলি থেকে মেয়ে পাওয়া কঠিন।(আমাদের মত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের গ্রাজুয়েট করাতে ফ্যামিলির ১২ টা বেজে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে ফ্যামিলি, এটাকে গুছিয়ে নেয়াটা ফ্যামিলির চাওয়া থাকতেই পারে।)
এক্ষেত্রে আমি বাধ্য হয়েই বয়সটা ৩০ পর্যন্ত অ্যালাউ করবো। যদি ফ্যামিলি সলভেন্সি থাকে তবে আমিও অবশ্যই ২৫ রিকমেন্ড করবো।
ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৪

মনিহার বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করবেন, আপনিও পারবেন।

১৩| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১১

একাকী বালক বলেছেন: ইন্টারনেট বলেছেন: পুরুষ লোকের ৩০-৩৫ বছর কোন ব্যাপার না

>>>> ব্যাপার না ঠিক আছে ধরেন ৩৫ বছরে বিয়া করল ২২ বছরের মেয়েকে। ১০ বছর পর মেয়ে ৩২ ছেলে ৪৫। হাতে আছে মোবাইল। পাড়ায় অাছে অনেক হুলো বিড়াল। পরকীয়া ঠেকায় কে?

০১ লা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৫

মনিহার বলেছেন: পরকীয়াটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে মনে হয়। যে যত স্মার্ট, সে পরকীয়াতে তত বেশি পারদর্শী।

১৪| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১২

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:


মিয়া ভাই, আমার মতে ২৫ পেরুলেই ছেলেদের বিয়ে করে ফেলা উচিত।


আমি কই, খাওয়াইপ কেঠায়!!! /:) /:)

ইলিশ মাছের কেজি পয়লা বোশেখে কত অয় জানেন? গতবার আছিল ২০০০ টেকা এইবার কত অইব!!!

মাইয়াগো যা ডিমান্ড!!! লাগপ তো লাগপই... /:) /:) :P :P

৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:২৫

মনিহার বলেছেন: দেখুন, ইলিশ মাছ খেতেই হবে, এমন কোনো কথা নাই।

আপনি ১৫,০০০- ২০,০০০ টাকা বেতন পেলে এই ঢাকা শহরে বিয়ে করে বসাবাস করা সম্ভব। হয়ত একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টের মাঝে যে সুখটা আপনি পাবেন, সেটা ২০০০ টাকা দামের ইলিশ মাছে পাবেন না।

১৫| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১২

রেজওয়ান করিম বলেছেন:
২৫ বছরের সদ্য পাশ করা একজন বেকার গ্রাজুয়েটের সাথে মাইয়া দিবো কেডায়?
বাপ মা রে বুঝাইব কেডা

০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৫

মনিহার বলেছেন: আপনিই বুঝাবেন।

১৬| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১২

স্বপ্নতরী (রাজু) বলেছেন: bhai onek try kore o bangla type active kortay parlam na (coz ami Apple Mac OS X use korsi) tai english a bangla comments kortay hosse bolay sorry.

ami apnader sobar sathay e ek-mot. amar nijer bia korar oviggota boli...

BD te chalay bia-luk hoy job pawar por.

r mayara bia-luk hoy HSC te uthlay.

ami 28 age er tai parents k bolsi 22 thakay 26 age er maje maya khujtay

but sundiri maya (choice) kora jai emon sob olpo age a bia hoye jai - tai ami bollam 20 thakay suru korun - ta o pawa galo na

2/1 ta ja payase - kono ta naak baka to kono ta khato

r amra to city te maya bia kortay kaw raji na - coz ora age e boyfriend er sathay nightout koray 'recondition' hoye thake


jara ekhane boro boro kotha bolsen - biar jonno field a namun - same obostha apnar o hobe

১৭| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:১৫

ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমার মতে, একজন ছেলে যখন প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারে, তখন বিয়ে করা উচিত। প্রয়োজনীয় অর্থ উপার্জন না করেই বাপের পয়সায় বউকে নিয়ে হানিমুনে যাওয়া কিংবা শাড়ি কিনে দেয়া আর বাপের হোটেলে বসে বসে খাওয়াটা চরম অবমাননাকর।

৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:২৯

মনিহার বলেছেন: দেখুন, আমি একবারও বলি নাই, বাপের টাকায় বিয়ে করতে কিংবা সংসার করতে।

বিয়ে করবেন নিজের টাকায়। টাকা বেশি না থাকলে আড়ম্বরতা কমিয়ে ফেলুন। আমি এমনও অনেক মানুষকে দেখেছি, বিয়ের জন্য ব্যাংক লোন নিছে। কিংবা টাকা জমিয়ে বিয়েতে ঢাকঢোল পিটানোর জন্য দেরীতে বিয়ে করছে।


হানিমুন করতে সিঙাপুর, ব্যাংকক আর মালয়েশিয়া যেতে হবে কেন?
নিজের টাকায় দেশেই হানিমুন করেন।

সন্তুষ্টিটা নিজের উপর।

১৮| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:২২

অস্থির পৃথিবী বলেছেন: আমার মতে ২৭-২৮ ভাল......তবে তার আগে অবশ্যই উপার্জনক্ষম হতে হবে।

১৯| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:২৫

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:

ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমার মতে, একজন ছেলে যখন প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারে, তখন বিয়ে করা উচিত। প্রয়োজনীয় অর্থ উপার্জন না করেই বাপের পয়সায় বউকে নিয়ে হানিমুনে যাওয়া কিংবা শাড়ি কিনে দেয়া আর বাপের হোটেলে বসে বসে খাওয়াটা চরম অবমাননাকর।


কমেন্ট অব দ্য ব্লগ। B-) B-) B-)
ভাইজান, ধইন্যা লন।

২০| ৩০ শে মার্চ, ২০১১ রাত ৯:২৮

কাজলভোমোরা বলেছেন: ছেলেদের কামাই শুরু করবার সাথে সাথেই বিয়ে করা উচিত। আর বয়সের পার্থক্য সর্বোচ্চ ৫ বছর হওয়াই ভাল।

ছেলের অভিভাবক ছেলেকে ৩০ এর নিচে বিয়ে করাতে চায় না। ভাবে, বিয়ের পর ছেলে 'পর' হয়ে যাবে।এটা একটা সমস্যা।

সারাদিন মেয়ে নিয়ে ঘোরো, অসুবিধা নাই, কিন্তু বিয়ের কথা বলতে পারবে না।

আর যারা বিয়ের আগেই ফুর্তি শুরু করেছে তাদের সম্পর্কে আর বলার কি আছে।ওরা নিজের করছে যেমন, পাবেও তেমন।

আজকাল মানুষকে বোকা বানানো আর এত সোজা না।

২১| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:১৯

কালীদাস বলেছেন: আপনার এই পোস্ট আমার বাসার লোকজন দেখলে আমার খবর আছে :P :P আমার উচ্ছশিক্কা/খ্যাড়িয়াড় সব লাটে উঠবে;)

৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:২৬

মনিহার বলেছেন: যতটুকু জানি, আপনি শিক্ষকতা করেন।

আপনার নামের আগে ড. লাগিয়ে যদি বিয়ে করতে চান, তবে কপালে খারাপি আছে। আপনার এখন কত চলছে? ভবিষ্যত পরিকল্পনা কি?

২২| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:২১

নীলসমুদ্র বলেছেন: ভাইজানেরা যে বয়স নিয়া মাতামাতি করতাছেন, এইটা কি আসল বয়স না সার্টিফিকেটের বয়স???

৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:২৪

মনিহার বলেছেন: আমি আসল বয়সের কথা বলছি, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন।

২৩| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:৩০

কালীদাস বলেছেন: ২৫ এর আশেপাশে;)

৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৩

মনিহার বলেছেন: তাহলে দেরী করা ঠিক হবে না, মেয়ে খুঁজবো ? নাকি পছন্দের কেউ আছে?

২৪| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৫

কালীদাস বলেছেন: খিকজ :D :D , এইজন্যই বলেছিলাম; আপনার এই পোস্ট আমার বাসার লোকজন দেখলে আমার খবর আছে :P :P আমার উচ্ছশিক্কা/খ্যাড়িয়াড় সব লাটে উঠবে;)

৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৮

মনিহার বলেছেন: আপনি কিন্তু বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, বলে ফেলুন, সেন্সরড কিছু হলে না হয় আমি মুছে দিবো।

২৫| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৫

সুিমর সূত্রধর বলেছেন: আমার মতে, একজন ছেলে যখন প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারে, তখন বিয়ে করা উচিত।

আমি এই কথাটির সাথে একমত না। কারন অর্থ উপার্জন করার পরেও পরিবারের প্রতি একটি দায়িত্ব আছে। অনেক সময় সময় এর চাওয়া ওর চাওয়া পুরণ করতে বেলা বয়ে যায়...

৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:১৩

মনিহার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

যাই করেন, নিজের মা-বাবা পরিবারকে অবহেলা করে নয়, এটা মনে রাখা উচিত সবার।

আমি অস্বীকার করছি না, অনেকের পরিবারের প্রতি কর্তব্য পালন করতে গিয়ে দেরী হয়। আমার এই পোস্টটা যারা ইচ্ছাকৃতভাবে দেরী করে তাদের জন্যই।

২৬| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:০১

রাষ্ট্রপ্রধান বলেছেন: :(( :(( :(( :((

৩১ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৫২

মনিহার বলেছেন: কি হলো?

২৭| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:১১

বিপ্লব জামান বলেছেন: সমবয়সী ভালো? আমার গার্লফ্রেন্ডের সাথে বয়স ১১ মাসের পার্থক্য। তিনি বড়। এই জন্য এখনই গ্যাঞ্জাম!

২৮| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:৩০

শিবলী বলেছেন: মন এর মিল টাই আসল, যদি মনের মিল থাকে তাহলে অতিরিক্ত উচ্চাকাংখা -র জন্য বিয়েটাকে বিলম্বিত করার কোন মানে নেই।

২৯| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৭

এন এইচ আর বলেছেন: B-) ;) :D
২৫ শে বিয়ে করে আছি সুখে
আপনিও করুন........।
তবে নিজের কামাই এ বউকে খাওয়াতে পারলে........

৩১ শে মার্চ, ২০১১ সকাল ৮:৫০

মনিহার বলেছেন: আমিও করে ফেলেছি ২৫ বছর ৬ মাস বয়সে।

বিয়ের খরচ, বউয়ের খরচের জন্য কারো মুখাপেক্ষী ছিলাম না।

এবং আমি সুখে আছি।

৩০| ৩০ শে মার্চ, ২০১১ রাত ১১:৩৯

সাইফুল ইসলাম রুবেল বলেছেন: কাজলভোমোরা বলেছেন: ছেলেদের কামাই শুরু করবার সাথে সাথেই বিয়ে করা উচিত। আর বয়সের পার্থক্য সর্বোচ্চ ৫ বছর হওয়াই ভাল।

ছেলের অভিভাবক ছেলেকে ৩০ এর নিচে বিয়ে করাতে চায় না। ভাবে, বিয়ের পর ছেলে 'পর' হয়ে যাবে।এটা একটা সমস্যা।

সারাদিন মেয়ে নিয়ে ঘোরো, অসুবিধা নাই, কিন্তু বিয়ের কথা বলতে পারবে না।






সহমত

৩১| ৩১ শে মার্চ, ২০১১ রাত ১২:০৪

িসনথীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে @ শিবলী ,মন এর মিল টাই আসল, যদি মনের মিল থাকে তাহলে ।

ধন্যবাদ আপনাকে @ লেখক......যাই করেন, নিজের মা-বাবা পরিবারকে অবহেলা করে নয়, এটা মনে রাখা উচিত সবার। সে ছেলে হোক আর মেয়ে হোক।

ধন্যবাদ আপনাকে @ এন এইচ আর, ২৫ শে বিয়ে........তবে নিজের কামাই এ বউকে খাওয়াতে পারলে........

ধন্যবাদ আপনাকে @ লেখক......হানিমুন করতে সিঙাপুর, ব্যাংকক আর মালয়েশিয়া যেতে হবে কেন?নিজের টাকায় দেশেই হানিমুন করেন।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৮

মনিহার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩২| ৩১ শে মার্চ, ২০১১ রাত ১২:১০

ডিগবাজি বলেছেন: আমি ভাই সম বয়েসি বিয়ে করেছি। বউ যে আমার চেয়ে দ্রুত বুড়ি হয়ে যাচ্ছে ।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৬

মনিহার বলেছেন: এটা ভাই মন মানমানসিকতার ব্যাপার। আপনি কি তরুণ হয়ে যাচ্ছে? আপনি নিজেও তো বুড়িয়ে যাচ্ছেন। নিজের দিকে আগে খেয়াল করেন।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩২

মনিহার বলেছেন: আপনি জানেন, আপনি সমবয়সী বিয়ে করেছেন, তাহলে আপনার বয়স যত, আপনার স্ত্রীর বয়সও তত। আপনি যদি বুড়িয়ে না যান, স্ত্রী কেমনে বুড়িয়ে যাবে?

৩৩| ৩১ শে মার্চ, ২০১১ সকাল ৮:২৩

অপলক বলেছেন: দেখি কি করা যায়..................আমি বিয়ের টিকিট কাউন্টারের লাইনে দাড়িয়েছি, ঠিক ইস্টিশনে দাঁড়াইছি কিনা জানি না, টিকিট পাব কিনা তাও জানি না। তবে যে কোন একটা ট্রেন ধরতেই হবে, ব্যাচেলর শহরটাকে ছাড়ব এটাই চিন্তা। কেন ছাড়ব ভাবছেন? আসলে ব্যাচলর শহরে একটাই সমস্যা, একান্ত ভালবাসার মানুষ নাই।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৬

মনিহার বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য।

৩৪| ৩১ শে মার্চ, ২০১১ সকাল ১০:৩৫

সফটকোন আইসক্রীম বলেছেন: ভাই, আমিও ঠিক ২৫ বছর বিয়া করুম। এটাই আমার ছুডকালের স্বপ্ন। আর মুসলমানদের জন্য তো আরো সুখবর।
আমাদের নবীজী ২৫ বছর বয়সে বিয়া করছিলেন। তাই ওই বয়সে করা মানে, একটা সুন্নত পালন করা। ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৬

মনিহার বলেছেন: ঠাট্টাটা ভালো হলো না। ধন্যবাদ দিতে পারছি না।

৩৫| ৩১ শে মার্চ, ২০১১ সকাল ১১:৪২

বাজেকাম বলেছেন: আমার মতে ২৫ পেরুলেই ছেলেদের বিয়ে করে ফেলা উচিত। প্রতিষ্ঠা পেতে পেতে আরো ৫-৮ বছর নষ্ট না করে যৌবনটাকে উপভোগ করুন। সময় চলে গেলে তা আর পাওয়া যাবে না। আর স্ত্রীর সাথে বয়সের গ্যাপ যতই কম হয়, তত ভালো, তত বেশী বুঝাপড়া হবে আপনাদের। ভালোভাবে সংসার করার জন্য মেন্টাল বয়সটা সমবয়সী হওয়া অনেক জরুরী।[/si

জীবনের অভিজ্ঞতা থেকে বলছি একমত

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:১৩

মনিহার বলেছেন: আমিও যা বলেছি, নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলেছি। আমার সাড়ে আঠাশ চলছে। ২৫শে বিয়ে করেছি। আমার বন্ধুরা যারা এখনো বিয়ে করে নাই, তাদের লাইফ স্টাইল দেখছি, নিজেরটাও দেখছি। হয়ত বন্ধুদের মতো অতো সচ্ছল নই, বন্ধুরা সিএনজিতে আসা যাওয়া করে, আমি বাসে যাই--- এই রকম ছোটখাটো তফাৎ আছেই। তারপরও বলবো, সুখে আছি। অবশ্য এর পিছনে আমার জীবনসঙীর ভূমিকাটাও অনেক বড়। আমরা মোটামোটি সমবয়সী। আমার বউ জানে, আমার সামর্থ্য কতটুকু। আজ পর্যন্ত সে আমার কাছে এমন কিছু দাবী করে যেটা আমার সামর্থ্যের বাইরে।

নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রিত মনে হয়। ব্যাপারটা উপভোগ করছি। এমনকি রাস্তা পার হওয়ার সময়েও আগের থেকে এখন অনেক বেশী কেয়ারফুল থাকি।

ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

৩৬| ৩১ শে মার্চ, ২০১১ সকাল ১১:৫৩

একাকী বালক বলেছেন: ডিগবাজি বলেছেন: আমি ভাই সম বয়েসি বিয়ে করেছি। বউ যে আমার চেয়ে দ্রুত বুড়ি হয়ে যাচ্ছে ।

>>> খ্যাক খ্যাক।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩০

মনিহার বলেছেন: কাউকে উপহাস করতে নাই, আর ডিগবাজী একটা ভুল ধারণা নিয়েই আছেন।

৩৭| ৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৬

মোঃ তৈমুর রেজা বলেছেন: দেশটাকে রক্ষা করতে হবে..এখন বলবেন কিভাবে ইন্ডিয়ার জনসংখ্যা ১০০কোটির উপরে আর আমাগো কত চিন্তা করছেন।ইন্ডিয়ার জনগন আমাগো উপর দিয়া হাইটা গেলেইত বাংলাদেশ তাগো দখলে ..বুম..কামান কিছু লাগব না...তাই দেশের নিরাপত্তা বজায় রাখতে.. যুবক বয়সে বিয়ে করে জনসংখ্যা বাড়াতে হবে।

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৯

মনিহার বলেছেন: বিয়ে করলেই জনসংখ্যা বেড়ে যাবে, এটা ভুল ধারণা। যদি আপনি এটাকেই সত্য মনে করে থাকেন, তবে আপনি এখনো মধ্যযুগে বসাবাস করছেন।

আপনি বলুন, আপনি নিজে কত বছর বয়সে বিয়ে করতে চান? ৩৮ বছরে নাকি ৪০ বছর বয়সে?

তখন আপনার পছন্দ হবে নিশ্চয় ২১ বছরের কোনো মেয়েকে।

৩৮| ৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪২

জামিল আহমেদ জামি বলেছেন: ২৫

৩৯| ৩১ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫৪

মিঠাপুর বলেছেন: আপনারা খারান ভাই ........আমি আমার আম্মাকে ডাইকে নিয়ে আসি। উনারে একটু বুঝায়ে কয়ে দিন সকলে মিলে...



আমার যে ২৫ এ পড়ল। ঠিক করেছি ইনকাম টা ৫০০০ টাকা বাড়লেই শুভকাজ টা করে ফেলব।


দোয়া রাখবেন...........

৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৮

মনিহার বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য।

৪০| ৩১ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৪

েপচাইললা বলেছেন: নিজের অভিজ্ঞতা বলি।

২৫-এ লেখাপড়াই শেস করতে পারি নাই...শ্লার ইউনিভার্সিটি পড়তে গিয়া লাইফ তামাতামা হয়া গেসে..
যাউকগা ২৬-এই অবশ্য চাকরি পাইলাম...অনেকের মতেই ভাল চাকরি...তখন বিয়া করলে হয় বউ না খায়া মরত নাইলে আমার ঠ্যাঙ চিবাইয়া খাইত...তাই সাহস পাই নাই...

২৯-এ পা দিয়া আরো এক-দুই বছর পর বিয়ার চিন্তা করতেছিলাম...ওনার আর সহ্য হল না... ধুমধাম করতে পারলাম না, ধুম করেই বিয়া হয়া গেল...ওনার বিয়া ঠিকই হইল...আমার কোমর এখনও বাঁকাই রয়া গেল...

তয় সুখী আছি...

আর একখান কথা, এজ-গ্যাপ ১০ বছর হইলে সমস্যা কি? আমার তো ২৯ তার ২১... আমাদের তো কোন অসুবিধা হচ্ছে না... বরং ওই দেখলাম সুবিধা নিচ্ছে (আসলে পাচ্ছে) বেশি... তবে আরো ৫ বছর পড়াইতে আমার কলিজা ভাজাভাজা হয়া যাইব... হের আবার এখনই বাচ্চা নেবার শখ হইছে... অবশ্য জনসন এন্ড জনসন-এর এ্যড দেখা নিষিদ্ধ ঘোষনা করছি....

৪১| ৩১ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩৫

আলীেহােস বলেছেন: ভাই Bsc. in CSE final year টা শেষ হতে যাচ্ছে এই বছরে। পাশাপাশি চাকরি ও চালাইয়া যাচ্ছি। তয় বিয়েটা ২০১৩ সালে করুম। কি বলেন?

৪২| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:৪১

পারভেজ বলেছেন: সুখী দাম্পত্য জীবনের চিন্তা করলে বিয়ে না করাই ভালো ;)
আসলে সুখ দুখ দুটো মিলে মিশেই থাকবে। তাই বিয়ের বয়সের সাথে সুখের খুব বেশী সম্পর্ক নাই।
তবে বেশী ইঁচড়ে পাকা না হওয়াই ভালো। সরকারের বেঁধে দেয়া বয়সের পর বিয়ে করা উচিত :)

৩১ শে মার্চ, ২০১১ রাত ৯:২৫

মনিহার বলেছেন: আপনি কি তাহলে ছেলেদের জন্য ২১ বছর বয়সকে সাপোর্ট করছেন?

সালাম আপনাকে।

৪৩| ৩১ শে মার্চ, ২০১১ রাত ১০:১৮

হারানোপ্রেম বলেছেন: আমার মতে ২৫ পেরুলেই ছেলেদের বিয়ে করে ফেলা উচিত। প্রতিষ্ঠা পেতে পেতে আরো ৫-৮ বছর নষ্ট না করে যৌবনটাকে উপভোগ করুন।

০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৭:৩৪

মনিহার বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

৪৪| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৭:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ছেলেদের ১৮ বছর বয়সেই বিয়ে করা উচিত,যেকোন ১৫-১৬ বছরের মেয়েকে ;) ;)

০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৯

মনিহার বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪৫| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৮:৪১

অতি সাধারণ মানুষ বলেছেন: এইবার আমার দুঃখের কাহিনী বলি :(

সমাজে প্রতিষ্ঠিত বলতে যা বুঝায় সেটা মনে হয় হয়ে গেছি :)

মাগার সমস্যা হইলো আমার বড় ভাই, হেই এইবার B.Sc Engineering শেষ করলো মাত্র :|

এখন নাকি বাইরে যাইব M.Sc করতে ............ লেখাপড়া শেষ করবো তারপর চাকরি...... তারপর বিয়া 8-|

ও বিয়া করলে আমার সিরিয়াল /:)

এপ্রিলে আমার ২৪ হবে ......... অবস্থা দেইখা মনে হয় বিয়া করতে করতে ২৭-২৮ হইয়া যাইব :((

বাড়ীতে সিরিয়াল ব্রেক করতে কইলে আম্মা নির্ঘাত জুতা দিয়া পিটাইবো :(( :((

৪৬| ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ৯:২০

সাঈফ শেরিফ বলেছেন: ৩৫ বছরের পুরুষ ২১ বছরের মেয়ে খুঁজে

১. একটা ব্যাপার মাথায় রাখা দরকার, এটা তথাকথিত মুবাইলের যুগ। আপনি আপনার পাশের বাড়ির জুলেখাকে বেড়ে উঠতে দেখলে ১৬ বছর হতে না হতেই মানসিকভাবে দখলের চিন্তায় থাকবেন। ১৮ বছরের মাথায় মুবাইল নম্বর যোগাড় করে ২০ এর মাঝেই কিছু একটা করার প্রাণান্তকর চেষ্টা করবেন। তাতে করে কী হবে?

২. আপনারা যদি যথেষ্ঠ পরিমাণে সিন ক্রিয়েট করতে পারেন, হয়তো বিয়েটা হয়ে যাবে, অথবা আপনাকের ভবিষ্যত ভাবনার কথা বলে ঝুলিয়ে রাখবে, অথবা আপনি প্রেম/বিয়ে করতে চেয়েছেন মানেই আপনি খারাপ ছেলে ----এমন ধারণা মাথায় নিয়ে মেয়ের বাপ-মা মেয়েকে উদ্ধার করতে হুট করে সো কলড কচি মেয়েকে কোন প্রতিষ্ঠিত পুরুষের সাথে বিয়ে দিয়ে দিবে। সেই পুরুষের বয়স কাকতালীয়ভাবে ৩৫ হলে, আপনারা হুংকার শুরু করবেন, শালা আমাদের মাল নিয়ে গেল বলে!


৩. মুবাইলের যুগে বখাটেদের জয়-জয়কার, শিক্ষিত-অশিক্ষিত, প্রতিষ্ঠিত-অপ্রতিষ্ঠিত যাই হোন না কেন কলেজ পড়ুয়া মেয়েদের পিছে লেগে লেগে সময় ব্যয় করা, মুবাইল দিয়ে বখাটেপনা করে বাপের টাকায় কচি বয়সে কচি মেয়ে বিয়ে করে ফেলা যায়। এবং সবাই তাই করছে। এখন পেটের দায়ে, চাকুরির টানাপোড়েনে যার প্রতিষ্ঠিত হতে ৩৫ বছর লাগলো এবং জীবনযুদ্ধের কারণে মেয়েদের পিছনে কচি বয়স থেকে ধর্না দিতে পারেনি, বাপ-মার অস্বচ্ছলতার কারণে জীবনে অনেক কঠিনভাবে মেনে নিতে হয়েছে, তাদের জন্য ৫/৬ বছরের ব্যবধানের মেয়ে খালি পাবেন কই? বাপের টাকায় বখাটেরা সব সুন্দরী, গুণবতী, কচি মেয়ে গুলোকে কচি বয়সে মুবাইল দিয়ে দখল করবে, নোংরামি করবে আর জীবনযুদ্ধ করে আসা পুরুষের জন্য তথাকথিত বয়সের ব্যবধান মানতে ডিভর্সি, এক সন্তানের জননী, ছ্যাক-পোড় খাওয়া বুড়ো মেয়ে ছাড়া কী বা অবশিষ্ট থাকে?

৪. ভাল মেয়ে পেতে হলে, সঠিক বয়সে বিয়ে করার সুশীলতা ু**তে হলে, শুধু বাপের টাকার লাটসাহেবী নয়, সাথে নিজের চরিত্রের অধঃপতন, নির্লজ্জতার চর্চা, বখাটেপনা সব কিছু এক সাথে চালু করুন, ফলবান হবেন। মেয়েরাতো প্রেমে পাগল, নির্লজ্জ বখাটেদের প্রতি বিশেষ মায়াবান হয়, নোংরামির মাঝে ভালবাসার পবিত্রতা খুজে, তাই ছেলেদের সেদিকেই অগ্রবর্তী হওয়া উচিত।

থ্যাঙ্কস গড, আই অ্যাম অ্যাবাভ অল দিইজ ননসেন্স এন্ড নুইসেন্স!

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৫৮

মনিহার বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার সুবিস্তৃত মতামতের জন্য।

৪৭| ০১ লা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৮

চতুষ্কোণ বলেছেন: বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ২৫ বছর একটু কমই হয়ে যায় মনে হয়। তবে বেশি দেরি করা আমিও সমর্থন করি না। ২৮-২৯ এর মধ্যেই বিয়েটা সেরে ফেলা উচিত। আর স্বামী স্ত্রীর কাছাকাছি বয়স হওয়াটাও জরুরী।

০২ রা এপ্রিল, ২০১১ সকাল ৮:৩১

মনিহার বলেছেন: ধন্যবাদ।

৪৮| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:২১

সেই পথিক বলেছেন: এটা যার যার লাইনের জন্য ভিন্ন...যেমন আমি টক্সটাইল এ আছি...আমি যাকে বিয়ে করতে চাই, তার বাবার আবার এ লাইনটাকেই বেশী পছন্দ....আর আমার লাইনে যত তাড়াতাড়ি বিয়ে করা যায়, ততই ভাল....না হলে বয়স বুঝা যায় না.....মানে বুইড়া হইয়া যায়...হা হাহাহা


তবে ২৫ ই হচ্ছে বিয়ের উপযুক্ত বয়স.... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩৮

মনিহার বলেছেন: ধন্যবাদ

৪৯| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:২৮

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:

@সেই পথিক, মিয়া বিবি রাজি তো দেরি করছেন কেন?? সেরে ফেলুন তাড়াতাড়ি। ;)

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:১৫

মনিহার বলেছেন: বলুন কবুল।

৫০| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১১:৪১

সেই পথিক বলেছেন: এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন:

@সেই পথিক, মিয়া বিবি রাজি তো দেরি করছেন কেন?? সেরে ফেলুন তাড়াতাড়ি। ;)
...

সেই অপক্ষোতেই আছি.... :) :)

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:১৯

মনিহার বলেছেন: সানাই বাজুক তাড়াতাড়ি।

৫১| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৫

শাহেদ৬৯ বলেছেন: আচ্ছা ... আপনার এই পোস্ট আমার ফ্যামিলিকে কিভাবে দেখতে পারি ....?? /:) /:) /:) /:) .... আমার এখনি ২৪ চলে ... অনার্স মাস্টার্স কম্পিলিট করতেই ২৭ হয়ে যাবে ....... /:) /:) /:) /:) /:) ........ কি হপে আমার ....

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:০১

মনিহার বলেছেন: অবশ্যই দেখাতে পারেন। কোনো সমস্যা নাই। দেখানোর ব্যাপারে কোনো কপিরাইট কার্যকর নয়।

৫২| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৮

চাঙ্কু বলেছেন: এডি কইতাম পারি না।

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৯:২৭

মনিহার বলেছেন: keno?

৫৩| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৩৩

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: চরম পোস্ট! আমি এখন ১৮+, আশা করি ২৫ এর মধ্যে. :!> :!> :#>

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৭:০৫

মনিহার বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

৫৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ ভোর ৬:১৩

অবিবর্তিত বলেছেন: হুমমমমমমমমমমমমমমম

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৭:৪০

মনিহার বলেছেন: ধন্যবাদদদদদদদদদদদদ।

৫৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৭:৫০

নীল_পদ্ম বলেছেন: ৩৫ পার হতে চলল, উচিৎ/অনুচিৎ এখনও বুঝতে পারছি না।

বাকীটা ৪৬ নং কমেন্ট (সাঈফ শেরিফ)।

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৮

মনিহার বলেছেন: চুল কি পরিমানে পাকছে? কত বছরের মেয়েকে বিয়ে করতে চান?

৫৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৮:২৮

গুরুত্বহীন বলেছেন: ভাই, পি এইচ ডি শেষ হইতে আরো ৫/৬ বছর (৩০/৩১), তার আগে প্রতিষ্ঠিত হওয়ার কোন আশা দেখি না, নিজেরি চলে না, আরেকজনকে নিয়ে কি করবো...

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৮:৩২

মনিহার বলেছেন: যারা পিএইচডি করে না, তারা কি প্রতিষ্ঠিত হতে পারে না?

যার ২৬ এ হয় না, তার ৫৬ তেও হবে না।

৫৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৮:৩২

গুরুত্বহীন বলেছেন: সাঈফ শেরিফের সাথে কঠিন সহমত, বাপের টাকা না থাকলে এইসব ভুলে যান, যা করতেসেন তাই করেন...

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৪

মনিহার বলেছেন: যার বাপ নাই, বাপের টাকাও নাই, সে কি করবে?

৫৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৯:২৭

গুরুত্বহীন বলেছেন: প্রতিষ্ঠা জিনিসটা আপেক্ষিক, আপনি ম্যাট্রিক পাস করে চোখে সানগ্লাস লাগিয়েও নিজেকে প্রতিষ্ঠিত ভাবতে পারেন। আর যার বাপের টাকা নাই, তাকে ৩০/৩৫ পর্যন্ত অপেক্ষা করতেই হবে

০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৮

মনিহার বলেছেন: হা, আপেক্ষিক, কতটাকা হলে নিজেকে প্রতিষ্ঠিত ভাববেন, সেটাও আপেক্ষিক।

৫৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:০৫

মুহিব বলেছেন: বিয়ে না করাই উচিৎ।

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:১৪

মনিহার বলেছেন: কেন ভাই? ছ্যাঁকা খাইছেন নাকি?

৬০| ০১ লা মে, ২০১১ রাত ২:১৮

অ্যাডলফ বলেছেন: এত্ত ঝামেলার চেয়ে যতদিন প্রতিষ্ঠিত হতে না পারি ততদিন লিভ টুগেদার , তারপর প্রতিষ্ঠিত হলে তার সাথে মিললে তাকে আর তা না হলে অন্যকে বিয়ে করবো। আর তাও না হলে সারাজীবনের জন্য লিভ টুগেদার এর অপশন তো থাকছেই। সবাই কেই যে বিয়ে করে সংসারী হতে হবে এমন তো কোন কথা নেই।

সাপ ও মরবে লাঠি ও ভাঙ্গবে না। বেশ।

০১ লা মে, ২০১১ রাত ৯:৫৭

মনিহার বলেছেন: বুদ্ধিটা খারাপ না, তবে কিন্তু আপনি নিজে কি এইরকম করবেন?

৬১| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৪৫

কলম.বিডি বলেছেন: েপচাইললা বলেছেন: নিজের অভিজ্ঞতা বলি।

২৫-এ লেখাপড়াই শেস করতে পারি নাই...শ্লার ইউনিভার্সিটি পড়তে গিয়া লাইফ তামাতামা হয়া গেসে..
যাউকগা ২৬-এই অবশ্য চাকরি পাইলাম...অনেকের মতেই ভাল চাকরি...তখন বিয়া করলে হয় বউ না খায়া মরত নাইলে আমার ঠ্যাঙ চিবাইয়া খাইত...তাই সাহস পাই নাই...

২৯-এ পা দিয়া আরো এক-দুই বছর পর বিয়ার চিন্তা করতেছিলাম...ওনার আর সহ্য হল না... ধুমধাম করতে পারলাম না, ধুম করেই বিয়া হয়া গেল...ওনার বিয়া ঠিকই হইল...আমার কোমর এখনও বাঁকাই রয়া গেল...

তয় সুখী আছি...

আর একখান কথা, এজ-গ্যাপ ১০ বছর হইলে সমস্যা কি? আমার তো ২৯ তার ২১... আমাদের তো কোন অসুবিধা হচ্ছে না... বরং ওই দেখলাম সুবিধা নিচ্ছে (আসলে পাচ্ছে) বেশি... তবে আরো ৫ বছর পড়াইতে আমার কলিজা ভাজাভাজা হয়া যাইব... হের আবার এখনই বাচ্চা নেবার শখ হইছে... অবশ্য জনসন এন্ড জনসন-এর এ্যড দেখা নিষিদ্ধ ঘোষনা করছি....

হা হা হা

০৩ রা অক্টোবর, ২০১১ রাত ১১:৫২

মনিহার বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো।

৬২| ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১২:১৪

বটতলার টারজান বলেছেন: এক্কেবারে দিলের কথা বলছেন, :P X((
যৌবন কি ৩৫ বছর হইলে উপভোগ করব ??? X(

০৪ ঠা অক্টোবর, ২০১১ সকাল ৯:১৪

মনিহার বলেছেন: তাই তো বলি, শুভ কাজে দেরী করতে নাই।

৬৩| ২২ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৯

সুদীপ্ত কর বলেছেন: পারলে তো আজকেই কইরা ফালাই। ৩৫-৩৮ এ বিয়ে করার চেয়ে না করাই ভালু /:) /:) /:)

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪৬

মনিহার বলেছেন: শুভ কামনা রইলো।

৬৪| ১১ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৬

বাদ দেন বলেছেন: ঘরজামাই হমু

১৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৪

মনিহার বলেছেন: এইটা কিন্তু শর্টকাটে বড়লোক হওয়ার সবচেয়ে ভালো উপায়।

৬৫| ১১ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১৯

সাকিন উল আলম ইভান বলেছেন: লিভ টুগেদারে ক্ষতি কি ? !!!

১৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৪

মনিহার বলেছেন: কোনো ক্ষতি নাই, আপনিই শুরু করুন।

৬৬| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১২

আহসান২০২০ বলেছেন: মুই কিন্তুক ২৬শেই বিয়েডা কইরা হালাইছি। মেয়েডা ্ওই বছর এস.এস.সি দিল। বয়স মাত্র ১৫। ভায়েরা আমার কোন দোষ নাই। আমার একজনের সাথে সম্পর্ক ছিল। সে ২০১০ এ ইন্টার পাস করে। আমি ও মোটামোটি পড়াশোনা করে বিদেশে ভালো বেতনে কর্মরত। প্রেমিকার সাথে পরামর্শ করে ৪ই সেপ্টেম্বর, ২০১০ দেশে যাই। ওর পরিবারকে জানাই আমাদের সম্পর্কের কথা। প্রথমে একটু গাই গুই করলে ও পরে এর বাবা মা রাজি হয়। উল্লেখ্য ওর বাবা আমার চেয়ে একটু বেশী ধনী ছিল। কারণ জেলা শহরে তাদের ৪ শতাংশ জমির উপর ১তলা বাড়ি আর গ্রামে বাড়ি এই তফাত। তো বিয়ের দিন ক্ষন ঠিক হলো। আত্মীয়রা সবাই এসে গেছে আমার বাড়ি, ওর বাড়ি। আমাকে বরযাত্রী সাজানোর জন্য গোসল করাবে এমন সময় ও ফোনে জানাল সে এই বিয়ে করবে না। আমি অনেক কাকুতি মিনতি করলাম। ওর বাবা মাকে, কাজিন, আন্টিকে কত রিকোয়েষ্ট করলাম কেউ আমার কথা শুনল না। বিয়েটা ভেঙ্গে গেল। মেয়েটি আমার ফোন পর্যন্ত রিসিভ করল না। যদিও তার সাথে আমার সম্পর্ক গবীরতর পর্যায়ে ছিল এবং সম্পর্ক ছিল ৫ বছর। ৩ বছর দেশে ২ বছর প্রবাসে। পরে ওইদিন আমার এক বন্ধুকে ফোনে জানালাম এই কথা এবং বললাম আমি আজ বা কালকের মাঝেই বিয়ে করব। তোর কাছে কোন মেয়ে থাকলে সন্ধান দে। বন্ধু বলল যে তার খালাতো বোন আছে কিন্ত অল্প বয়স। বন্ধুকে খোলাখোলি বললাম যে জিদ করে বিয়ে করব বয়স অল্প হলেও সমস্যা নাই। পরে ওই দিন বিকেলে মেয়ে দেখি আমার প্রেমিকার বাসার খুব কাছেই এবং ঠিক তার পরদিনই বিয়ে করি। ১৫ বছরের মেয়েকে ঘরে এনে তো আমি পুরো পুরি বোকা হয়ে যাই। এতো একেবা্ই ছোট। তারপর থেকে আজ পর্যন্ত কোন সমস্যা হয় নাই। একবেলার জন্য ও ২ জনের মনোমালিন্য হয় নাই।

১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯

মনিহার বলেছেন: সুখে থাকলে কোনো সমস্যা নাই।

অনেক শুভ কামনা রইলো আপনাদের জন্য।

পুরোনো কথা ভুলে যাওয়ার চেষ্টা করবেন।

আপনারা সুখী হোন।

৬৭| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১৭

আহ্‌মদ বলেছেন: আমারতো মাত্র ২৫ শেষ হল। বিবাহ উপযোগী। চাইছিলাম করতে।

কিন্তু যাকে বিয়া করবার চাই তার তো বয়স হয় নাই। তইলে আমি কি করুম। বাধ্য হইয়া আমাকে ২৭-২৮ এ বিয়া করতে হইব.... :( :( :( :(

কোন উপায়???

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

মনিহার বলেছেন: সবুরে মেওয়া ফলে।

৬৮| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০

যে আছো অন্তরে বলেছেন: আমার মতে ছেলেদের ২১ আর মেয়েদের ১৮ হলেই বিয়ে দিয়ে দেয়া উচিত।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

মনিহার বলেছেন: হুমম।

৬৯| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৫

আহ্‌মদ বলেছেন: @আহসান২০২০

আপনার কমেন্টে একইসাথে খুশীও হইলাম এবং আপনার প্রতি সহানুভূতিও রইল। আপনের যেহেতু সমস্যা হয় নাই আমারও হবে না আশা করি।

কিন্তু আমার সমস্যা মাইরে তো এত আগে বিয়া দিব না। আর এখন পালাইয়া বিয়া করলে মান ইজ্জ্বত থাকব না। পালায় বিয়া করার বয়স আমার নাই।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

মনিহার বলেছেন: ধন্যবাদ

৭০| ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৪

ফেরারী... বলেছেন: নো বিয়াশাদী B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫১

মনিহার বলেছেন: ডরান নাকি?

৭১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৯

লেহালুয়া বলেছেন: আপনার হিসাব বুঝলাম।কিন্তু এই হিসাব বুঝবে কেডা?

সোনার ভরি ৬০,০০০/- । এবার হিসাব করেন কয় ভরি গয়না কিনতে কত টাকা লাগে আর আপনে কামাইতে পারছেন কত?১০ ভরি কিনলেন তো গেলো ৬লাখ, খাওন দাওন বাবদ ৩লাখ, বাকি খরচাপাতি আরো ৪লাখ । এবার কন এই টাকা কামাইতে আপনার কতদিন লাগে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩১

মনিহার বলেছেন: সোনা ছাড়া কি বিয়ে হয় না?


অট: আপনি কি চাটগাইয়া?

৭২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

সর্বহারা:৭১ বলেছেন: মুর বয়স ৪২।তবুও বিহা করি নাই!!!!!!!!সব মাইয়্যা কই মুই নাহি বুইড়া!!!!!!!১ :P :P :P :P :P :P :P :P

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

মনিহার বলেছেন: হা হা হা, তাহলে আর বিয়া না করাই ভালো।

৭৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

রিফাত হোসেন বলেছেন: ভালই চাকরি করি, ব্যবসা করি + বয়স যখন অল্প তাই পড়াশুনাও করি :) কিন্তু কোন মেয়েকে বিশ্বাস পাই না + পরিবারও এখন রাজী না ।

বলে এখ্নও আমি বাচ্চা ! যদিও আমি দাবীও করি নাই স্ট্রং ভাবে ,শুধু জিজ্ঞাসা করেছিলাম , তাদের মতামত কি ! :#>

তবে এটা শিওর তারা ৩০-৩২ এর আগে বিয়ে দেওয়ার জন্য চাপ দিবে না । যেহেতু কোন নির্দেশ দিচ্ছে না অমতেও যাব না ।

ততদিনে তারা আমার থেকে ফ্ল্যাট তৈরী আসা করছে । ........ যদিও তাদের ভিউও সঠিক । চাইলে ব্যাংক থেকে ১০-৩০ লক্ষ টাকা লোন নিয়ে কামটা তামা করতে পারি কিন্তু ঋন একবার নিয়েছিলাম আর নিব না । কানে ধরেছি । :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

মনিহার বলেছেন: অনেক ফ্যামেলিই আছে, যারা ছেলেদের সহজে বিয়ে দিতে চায় না।

এর একটা ভিন্ন কারণও আছে, শুনতে হয়ত খুব রূঢ় শুনাবে।

কিছু কিছু পরিবার মনে করে, যে ছেলে ভালো ইনকাম করছে, তাকে যদি বিয়ে দিয়ে দেয়, তবে পরিবারের প্রতি তার দেওয়া মাসিক আর্থিক পরিমাণটা হয়ত কমে যাবে। এই কারণে অনেকে ছেলেকে ৩৫ পেরিয়ে গেলেও বিয়ে দিতে চায় না।

৭৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

লজিক মানুষ বলেছেন: ২৫ পেরুলেই ছেলেদের বিয়ে করে ফেলা উচিত। প্রতিষ্ঠা পেতে পেতে আরো ৫-৮ বছর নষ্ট না করে যৌবনটাকে উপভোগ করুন। সময় চলে গেলে তা আর পাওয়া যাবে না।

কথাটা সঠিক। কিন্তু এখনকার সমাজে ছেলের গাড়ি-বাড়ি না থাকলে তার কপালে বোউ জুটে না। মেয়ের বাবা-মা রাজি হবে না। আর গাড়ি-বাড়ি করতে করতে ছেলে ৩২+ হয়ে যায়। তখন তো আবার শরীরে বার্ধক্য ছুই ছুই করে। এভাবে চলতে থাকলে এক সময় দেখা যাবে যাদের বাবার গাড়ি-বাড়ি আছে শুধু তারাই বিয়ে করে সংসার করতে পারছে। আর বাকি রা সারা জিবনই হস্তমৈথুন, পতিতা গমন ইত্যাদি করেই পার করে দিবে। তবে টেকনলজির যুগে এমনও হতে পারে কৃত্বিম বৌ এসে যাবে। অথবা অনেকে পুতুলের ২পা এর মাঝে ফুটা করে নিবে।

তবে এই গাড়ি-বাড়ি না হলে যে মেয়ের বাবা-মা বিয়ে দিতে রাজি হয় না, বিশ্বাস করুন বা নাই করুন, এটা পরোক্ষ ভাবে সমকামিতাকে উষ্কানি দিচ্ছে।
এর থেকে বের না হলে সমস্যা প্রকট রূপ ধারন করতে বেশি দিন লাগবে না।

একটা বিষয় কেন সবাই বুঝে না, এই যে গাড়ি-বাড়ি না হলে বিয়ে করা যাবে না বা দেওয়া যাবে না বলে মনে করে, বিয়ের পর দিনই যদি ছেলে/মেয়ে টির ১জন মারা যায় তাহলে এই অঢেল সম্পত্তি দিয়ে কি হবে???

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

মনিহার বলেছেন: সৎ উপায়ে আয় করলে খুব কম চাকুরীতে আপনি ৩২ বছর বয়সে বাড়ী গাড়ির মালিক হতে পারবেন।

মেয়ের বাপমাদের এই ব্যাপারটা বুঝা উচিত।

৭৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

ইয়াংিক বলেছেন: আমি ২৮শে করব। তখন তার বয়স হবে ২৯। কেমন হবে বলুনতো?

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

মনিহার বলেছেন: খারাপ না। আমি কোনো সমস্যা দেখছি না।

৭৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

বিডি আইডল বলেছেন: বিয়া না করলেই একমাত্র সুখী দাম্পত্য জীবন সম্ভব। তাই চিরকুমার থাকুন। অন্যকে চিরকুমার থাকতে উৎসাহিত করুন। হাত থাকতে বৌয়ের দরকার কি??

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

মনিহার বলেছেন: হা হা হা, কানাডিয়ানরা কি এভাবেই চালায়?

৭৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

দিশার বলেছেন: সুখী দাম্পত্য জীবন একটা মীথ ! জীবন মানে যুদ্ধ আর পলিটিক্স। দাম্পত্য জীবন য়ে সুখের কাছাকাছি যাওয়া যায় যদি একজন তার বেক্তিত্ব সম্পূর্ণ বিসর্জন দিতে পারে তবে।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮

মনিহার বলেছেন: এটা পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে, এতো হতাশ হলে কি চলবে?

৭৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

মিজভী বাপ্পা বলেছেন: একটা সাজেশন পেলাম।ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

মনিহার বলেছেন: সাজেশন সময় মতো কাজে লাগাবেন, ধন্যবাদ।

৭৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

নিমচাঁদ বলেছেন: নিজের বিয়ে নিয়ে আমার দুইটা ব্লগ লিখা আছে । গ্রাজুয়েশন শেষ করে ২৪ বছর বয়সে , ৩৩০০ টাকা বেতনের বিমানের নতুন চাকুরি নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করি । একটা সহজ সুবিধা ছিলো তা হোল ঢাকা শহরে বাপের বিল্ডিং এ নিজের ফ্ল্যাট পাইছিলাম ।তবে জীবনের সব সমীকরণ মিলে না ।১৭ বছরের সংসার জীবনে খুব একটা টাকা পয়সার ঝামেলা হয় নাই তবে প্রথম সন্তান অটিজমে আক্রান্ত এই তথ্যটা পাই নিজের ২৮ বছর বয়সে । ছেলেকে নিয়ে যখন দেশ বিদেশ দৌড়াদৌড়ি করতেছি , তখন আমার অনেক বন্ধুই বিয়ে করে নাই । তারা বিয়ে করলো আরো পরে ৩২/৩৩ এর দিকে , তখন আমার অলরেডি সংসার জীবন ৮/৯ বছর পার হয়ে গেছে এবং ছেলের ট্রিটমেন্টের পারপাস আমি ঋণে জর্জরিত ।বিভিন্ন ঝামেলায় আমাদের অফিসিয়াল হানিমুন হয় নাই তবে আমার কখনোই নিজেদের বঞ্চিত ভাবি নাই ।এক সময় চাকুরি ছাড়লাম , নতুন করে আবার বিদেশের লেখাপড়ায় নিজেরে জড়িত করলাম ।দেশে বিদেশে ব্যবসা শুরু করলাম এবং ধারাবাহিকভাবে সাফল্য আসতে লাগলো ।বউ ও তার জীবন ছেলের জন্য অন্য ভাবে গড়ে নিলো ।সংসার মানে শুধু বউকে নিয়ে জীবন উপভোগ নয় , এর মানে আরো ব্যাপক গভীর, অনেক সমস্যা , অনেক প্রতিকূলতার মুখোমুখি হওয়া ।তবে যুদ্ধ জয় করার আনন্দ ও আছে ।১৭ বছর পরে পেছনে ফিরে যখন তাকাই , প্রতিষ্ঠা বলেত যা বোঝায় তার সব ই হয়েছে এই কয় দিনে । আমার বন্ধু রা হয়তো এর কাছাকাছি ও পৌছাতে পারে নাই , তবে ব্যক্তিগত সাফল্য অনেক টাই ম্লান হয়ে যায় নিজের ছেলের কথা ভাবলে । সেটা অন্য জিনিশ ।
বিমানে চাকুরির সময় আমার এক স্যার বলতেন , পুরুষ মানুষের বিয়ে করাটা এই রকম , যদি সে পারে বিয়েটা না করেই জীবন পার করুক , অনেক দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত সে টের পাবে না । তবে বিয়ে যদি করতেই হয় , তবে তা খুব দ্রুত করা উচিত । কতো টাকা বেতন হলে বিয়ে করা যাবে , এর কোন মানদন্ড নেই ।আমার কাছে সব কিছু সিকিউর করে বিয়ে করা মানে , আপনি ওইখানে থেমে যাওয়া , সামনে আগোনো নয় ।প্রায় শুন্য হাতে কারো সাহায্য ছাড়া জীবন শুরু করা মানে একটা যুদ্ধে নামা ।একটা সিকিউরড জীবনের চেয়ে , যুদ্ধে জয়ের অর্জনটার দাম ,আমার কাছে অনেক বেশী ।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২২

মনিহার বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

সুখ ব্যাপারটা আপেক্ষিক। অনেকে সামান্যতেই সুখী হয়, অনেকে অনেক থাকার পরও সুখী হয় না। সবকিছু জোগাড় যন্ত্র করে তারপর বিয়ে করবেন, এতে সুখী হতে পারবেন কিনা, তার কি কোনো নিশ্চয়তা আছে?

৮০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

তাসজিদ বলেছেন: বিয়ের রাইট বয়স ২৮-৩২।

তার আগে বিয়ে করলে হয়ত শারীরিক satisfaction থাকবে।

কিন্তু তার সাথে অভাব তাও থাকবে।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

মনিহার বলেছেন: দ্বিমত পোষণ করছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অভাবটাও রিলেটিভ। অনেকে ২০,০০০টাকা ইনকাম করে ও সুখে আছে, অনেকে ৯০,০০০ টাকা ইনকাম করেও অভাবে আছে, বউয়ের চাহিদা মেটাতে পারে না।

আপনি মাসে কত ইনকাম করলে বিয়ের জন্য নিজেকে ফিট মনে করবেন?

৮১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

তাসজিদ বলেছেন: তবে কোন মতেই ৩৫+ হউয়া উচিত নয়।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

মনিহার বলেছেন: হুমম।

৮২| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

জায়েদ ইকবাল বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক প্রথম বর্ষের প্রথম ক্লাসে জিজ্ঞাসা করলেন তোমরা বড় হয়ে কি হতে চাও তখন এক শিক্ষার্থী উঠে বললেন স্যার নিজের পায়ে নিজে দাড়াতে চাই। এরপর স্যার ক্লাসে সবার সামনে বললেন নিজের পায়ে
দাড়াতে দাড়াতে "নিচেরটা" আর দাড়াবেনা !!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মনিহার বলেছেন: হা হা হা। সেই রকম।

৮৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

তাসজিদ বলেছেন: কম বয়সে বিয়ে করা অনেক কে আমি চরম সমস্যায় দেখেছি..................... কেন??????????????

because the get married in immatured age.

and marriage brings great responsibility.

যে দায়িত্ত নিতে পারে না তার কোন মতেই বিয়ে করা উচিত নয়।

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মনিহার বলেছেন: আপনার নিজের ম্যাচুরিটি কত বছর বয়সে আসবে বলে মনে হয়?

৮৪| ০১ লা জুন, ২০১৮ রাত ২:৪৩

ইমসান বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট কেননা একটি পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে, এখন আমার ব্যাপারে কিছু আলোচনা করবো,সবাই মন্তব্য করুন খুবই উপকৃত হব কারন বন্ধুদের সাথেও শেয়ার করিনি কিছু পাবনা জেনে।তাই ইন্টারনেটে এসে সহায়তা চাচ্ছি।
আমি ২০১৪ তে HSC দেয় তারপর থেকে আমি ফটোগ্রাফি তে মনোনিবেশ করি এর মধ্যে ভার্সিটি তেও ভর্ততি হলাম, ১বছর এর মাঝে আমি ওয়েডিং ফটোগ্রাফি তে খুবি ভালো করতে লাগলাম এবং এখন ও এটি কোম্পানি হিসেবে আছে, ভালোই ব্যবসা করছি,পড়ালেখা অনেক আগেই অফ,এখন বয়স ২৩!
কিছুদিন আগে ৪বছরের প্রেম সমাপ্তি হয়,বাসায় সবাই জানে সেটা।এখন আমার অবস্থা পরিবর্তন দেখে আমার মা ৩দিন আগে হঠাত ডিসিশন নিলো আমার বিয়ে দিবে, এক আত্মিয়ের মেয়ের সাথে যাকে তিনি ছোটবেলায় আমার জন্য পছন্দ করে ছিলেন, আমি পুরোপুরি অবাক সেদিনই মেয়ের মার স্থে কথা বলে ফেলে তারাও রাজি,
আমি ত কোনোমতেই রাজি না,মাকে অনেক বুঝালাম তাও বুঝে না,শেষমেশ বড়বোনকেও ফোন দিলাম, বোন-দুলাভাই কেউ আমার পক্ষে নেই,তারাও বলছে বিয়ে করে ফেলো,আমি অসহয়ায়,আমি মোটেও প্রস্তুত নই,মূল সমস্যা আমার মাঝে আমি শারীরিক ভাবে এখনও প্রাপ্ত বয়স্ক দেখতে নই,তার উপর আমি মেয়ের ছবিও দেখতে রাজি হইনি,নামও জানি না, মা শুধু তার শারীরিক অসুস্থতা, দুর্বলতার কথা বলে আমাকে চুপ করিয়ে দেয়,
আমি কিভাবে কি করবো কিভাবে জীবন গোছাবো কিছুই বুজ্জতেসি না আমার কি করা উচিত???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.