![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাকাল আশির দশকের শেষ ভাগে। যদিও চট্টগ্রাম শহরে থাকতাম, কিন্তু আমার পড়ালেখা শুরু একেবারে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। বাংলা, ইংরেজী, পরিবেশ পরিচিত সমাজ, বিজ্ঞান, আর ধর্ম। এই কয়টা বিষয়ই পড়েছিলাম পঞ্চম শ্রেণী পর্যন্ত। গ্রামার কি জিনিস সেটা জানতাম না। পঞ্চম শ্রেণীতে উঠে সর্বোচ্চ ইংরেজী জ্ঞান ছিলো The Cow নিয়ে ১০টা বাক্য রচনা করা পর্যন্ত। প্রাইভেট কোচিং টোচিং কিছু ছিলো না, যদিও শহরে থাকতাম। এর মধ্যেই জীবনের প্রথম ফেইল করে বসে ক্লাশ ফোরে থাকাকালীন অংকে। ২৭ পেয়েছিলাম। ইংরেজীতে বরাবরই কাচা, কিন্তু ফেইল করেছিলাম অংকে।
হাই স্কুলে ভর্তি হলাম একটা সাধারণ মানের বেসরকারী স্কুলেই। এর পরে ২য় ফেইল করলাম ইংরেজীতে যখন আমি ৭ম শ্রেণীতে পড়তাম। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিশেষ প্রজেক্টে কিছু কিছু বিদ্যালয়ে নতুন একটা টেক্সট বুক সাপ্লাই করেছিল। এক স্যার ঐ বই পড়াতো, কিছুই বুঝতাম না, ফলাফল স্বরূপ প্রথম সাময়িক পরীক্ষাতে ২৩ পেয়েছিলাম।
সপ্তম শ্রেণীতেই ইংরেজী ২য় পত্র। স্যার ক্লাশে আসলো, খাতা দেখালো। পেয়েছিলাম ২৯, (৩৩ এ পাশ)। স্যার বললো, সবাই খাতা যোগ করে দেখো, কারো ভুল থাকলে স্যার ঠিক করে দিবে। দেখা গেলো, অনেকেরই যোগ এ ভুল আছে, সবাই স্যারের কাছে যাচ্ছে খাতা নিয়ে। শেষে স্যার বিরক্ত হয়ে ছেলেরা যে যা বলছে, সেটাই বসিয়ে দিচ্ছিলো ফাইনাল শীটে। আমি ভাবলাম, সুযোগটা হাত ছাড়া করা ঠিক হবে না। তাই আমি ও বললাম, স্যার আমার ৩৩ হবে, দিয়েছেন ২৯। অতঃপর, আমি পাশ করলাম ঐ বিষয়ে।
এবং এই অভাগা কপাল গুণে অষ্টম শ্রেণীতে সাধারণ বৃত্তি পেয়ে গিয়েছিলাম। আর ঐ বার স্কুলে শুধু আমি একাই পেয়েছিলাম। অনেকে বৃত্তির জন্য স্পেশাল কোচিং করেছিল, আমি সেটাও করি নাই। স্কুলের স্যার রা হতভাগ, বাসায় বললাম, আমি বৃত্তি পেয়েছি, কিন্তু আমার বাসার কেউ বিশ্বাস করলো না, কারণ আমার মতো কম পড়ুয়া ছেলের পক্ষে বৃত্তি পাওয়া সম্ভব নয়।
পরদিন বড়ভাই স্কুলে গিয়ে খোজ করলো, ঘটনা ঠিক কিনা? তারপরে বিশ্বাস করলো।
এর পরেও ফেইল করেছি, নবম শ্রেণীর সমাপনী পরীক্ষাতে। ইংরেজীতে ১৫ তে পাশ (৫০ এ রিটেন হতো,), আমি পেয়েছিলাম ১৪। খাতা দেখেছিলো হেডস্যার, উনি দয়াপরবশ হয়ে ১ নাম্বার দেন নাই। তবে দশম শ্রেণীতে এলাউ করেছিল।
তবে সবচেয়ে লজ্জার ছিলো, সমাপনী পরীক্ষার ফল ঘোষনা করা হতো মাঠে, পুরো স্কুলের সব ছাত্র শিক্ষক দাড়িয়ে থাকতো। আর এর মধ্যেই হেডস্যার ঘোষণা করলো, আমাদের একমাত্র বৃত্তি পাওয়া ছেলে ইংরেজীতে ফেইল করেছে। কি লজ্জ্বা
এর পর কলেজের প্রথম বর্ষের পরীক্ষায় অংকে টেনে টেনে ৩৩ পেয়ছিলাম, টেস্ট পরীক্ষায় ফিজিক্সে ৩৪।
এর পর আল্লাহর রহমতে আর ফেল করি নাই।
এইবার লজ্জা শরমের মাথা খেয়ে বলে ফেলুন তো, আপনারা কে কয় বার ফেইল করেছেন?
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৫
মনিহার বলেছেন: ওয়াওওওও। ভালোই তো।
২| ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৫
বড় বিলাই বলেছেন: আপনার ফেইলবেলা দেখি বিশাল। তারপরও বৃত্তি পাওয়ার জন্য অভিনন্দন।
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১:০১
মনিহার বলেছেন: ধইন্যবাদ বড় বিলাই।
৩| ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১২
মিঠাপুর বলেছেন: আমি কোনদিন আসল ফেইলের স্বাদ পাই নাই---
স্কুলে একবার নতুন হেডস্যার খুব কড়াকড়ি করল হাজিরা নিয়া---আমি শুধু ঐ একবারই ফেইল করেছিলাম হাজিরার জন্য--
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৬
মনিহার বলেছেন: এটাকে তো সত্যিকারের ফেল বলা যায় না। পরীক্ষার খাতায় গোল্লা পেয়ে ফেইল করার স্বাদই আলাদা। এখনো বুকে লেগে আছে টেস্ট।
৪| ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৩১
ফেরারী... বলেছেন: ক্লাস ৯ এর প্রথম সাময়িক পরীক্ষায় পেয়েছিলাম ১৯ :!> :!> আগে থেকে রেজাল্ট ভালো ছিলো বলে স্কুলে সবাই চিনতো প্রথম সাময়িক এ অসামান্য কীর্তির
জন্য স্যার ভরা মজলিশে সবার সামনে ডেকে নিয়ে ইজ্জতের উপর একটু হামলা চালাইছিলো
। মনে মনে কইছিলাম "মিস্ত্রী...তোর একদিন কি আমার একদিন
" তোরে আমি দেইখা লমু । দ্বিতীয় সাময়িকী তে পেয়েছিলাম ঠিক উলটা মানে ৯১
। মিস্ত্রী খাতা দেয়ার সময় খুব মনঃকষ্ট পাইছিলো মনে হয়
আর এস.এস.সি তে সাধারন গনিতে পেয়েছিলাম ৯৯
,উচ্চতর গনিতে ৯৭
। এই দুইটা ক্লাস ই সে নিতো ।
বিঃদ্রঃ নিরঞ্জন স্যারের কাছে কৃতজ্ঞতা আজীবনের যা প্রকাশ করার ভাষা জানা নেই । সেইদিন সবার সামনে ওভাবে অপমান না করলে হয়তো আজ এখানে আসতে পারতাম না । গনিতের যে ভিত তিনি তৈরি করে দিয়েছিলেন সেটার উপর দাঁড়িয়ে আছে আমার এইস.এস.সি, পরবর্তীতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেটগুলো । এস.এস.সি'র পরে অংক দেখে ভয় পেয়েছি বলে মনে নেই । মনের সেই শক্তিটুকু আপনিই যুগিয়েছিলেন স্যার। ভালো থাকবেন । আপনার দীর্ঘায়ু আর সুস্থ জীবন কামনা করছি ।
পুনশ্চঃমেজাজ খারাপ হলে স্যারকে আড়ালে মিস্ত্রী বলে ডামতাম । স্যার নিশ্চয়ই মাফ করে দিবেন ।
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০৯
মনিহার বলেছেন: হা হা হা, ব্যাপক অভিজ্ঞতা। আমরা ছিলাম এসএসসিতে (১৯৯৮) নতুন বইয়ের প্রথম ব্যাচ, নবম শ্রেণীতে বই পেয়েছিলাম জুলাই মাসে।
তবে এস এস সিতে সাধারণ গনিতে পেয়েছিলাম ৯৮ (১০০ নাম্বার এর উত্তর করেছিলাম, ২ নাম্বার কাটা গেছিলো।)
আর উচ্চতর গণিতে ৯৫ (প্রাকটিক্যালে ২৫, খাতায় ৭০ (৭১ এর আনসার করেছিলাম, ৪ নাম্বারের ভেক্টর পারি নাই :!> :!> ))
৫| ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০৩
অহন_৮০ বলেছেন: ক্লাশ সেভেনে থাকতে একবার অংকে ২২ পাইছিলাম.......তারপর ক্লাশে স্যার কি মাইর টা নাই দিছিল..
এরপর আর ফেল করি নাই
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২১
মনিহার বলেছেন: মাইরে কাজ দিছে, তাই না?
৬| ১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০৭
ঘুমন্ত আমি বলেছেন: ক্লাস এইট পর্যন্ত অংকে ফেল করা ছিল আমার জন্য ডাল ভাত
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫৮
মনিহার বলেছেন: অংক তো সোজাই লাগে।
৭| ১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০৭
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: কেজি তে একবার ড্রয়িং এ ফেল করছিলাম।
১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০৯
মনিহার বলেছেন: হাই হাই, আপনার তো হাতে কড়ি সেই বাল্যকাল থেকে।
৮| ১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৩
সাকিন উল আলম ইভান বলেছেন: মেইন নিক থেকে কমু না লজ্জা লজ্জা
১৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০৪
মনিহার বলেছেন: কইয়া ফেলান, শরমের কিছু নাই, পরীক্ষার পাশ ফেল কিন্তু বিয়ে শাদীতে কোনো অন্তরায় নয়।
৯| ১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৬
প্রতিভাবান বলেছেন: ১ম ফেল করি ইসলামিয়াত এ ক্লাস সিক্স এ :!> :!> :!>
সেভেন এ গনিত আর সামাজিক বিজ্ঞান এ :!> :!> :!>
এইট এ করি নাই
নাইন এ প্রথম সাময়িক এ গনিত ও উচ্চত্তর গনিত
দ্বিতীয় সাময়িক এ পদার্থ বিজ্ঞান
আর কলেজের কোন সাময়িক এই ২/৩ সাবজেক্ট এর নিচে ফেল করি নাই।
বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ....
শেষ পর্যন্ত বন্ড সাইন কইরা এইচ এস সি দিছি
কিন্তু এখন আমি পাবলিক ভার্সিটিতে অনার্স পড়তেছি !!!!
ছয়মাস পরে গ্র্যজুয়েট হব ইনশাল্লাহ
বিদ্রঃ আমাদের দেশে পড়ার সিস্টেম ই এমন যে বই এ যা আছে তা বুঝেন আর না বুঝেন ঝাড়া মুখস্ত করে পরীক্ষার খাতায় বমি করে দিতে পারলেই আপনি ভালো স্টুডেন্ট !!!
যা আমার কখোনই ভালো লাগে নাই, এখনো লাগেনা
১৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৩
মনিহার বলেছেন: আপনার তো দেখি ব্যাপক অভিজ্ঞতা আছে এই লাইনে।
সালাম আপনাকে।
১০| ১৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১৫
নিশাচর০০ বলেছেন: এখনও পর্যন্ত ফেইল করতে না পেরে আমি অত্যন্ত দুঃখিত । তবে আশা করি অতিসত্বর করব ।
১৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫০
মনিহার বলেছেন: শুভ কামনা রইলো, আশা করি আপনি শ্রীঘই কামিয়াব হবেন।
১১| ১৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩৯
মাহবু১৫৪ বলেছেন: ১ম বারের মত ইংরেজীতে ৮ এ থাকতে করেছিলাম। সে এক অন্যরকম অনুভুতি।
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৬
মনিহার বলেছেন: হা হা হা
১২| ১৫ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৩
মাহবু১৫৪ বলেছেন: ১ম বারের মত ইংরেজীতে ৮ এ থাকতে করেছিলাম। সে এক অন্যরকম অনুভুতি।
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১০:৪৫
মনিহার বলেছেন: একটু বর্ণনা করেন, শুনি আপনার অনুভূতি।
১৩| ১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:২১
ফেরারী... বলেছেন: আমিও এস.এস.সি ৯৮ ব্যাচ । মূলত বই দেরিতে পাবার কারনে ও নতুন সিলেবাস সব মিলিয়ে আমার প্রতিভার বহিঃপ্রকাশ :!>
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩০
মনিহার বলেছেন: আসেন ভাই, কুলাকুলি করি। :!> :!> :!>
১৪| ১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩২
মাহী ফ্লোরা বলেছেন: আমি ফেইল করি নাই।
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৪০
মনিহার বলেছেন: ফেইলের মজাটাই তো পেলেন না।
ফেল করার পর রিপোর্ট কার্ডটা অভিভাবকের কাছ থেকে সিগনেচার করার কি যে একটা অনুভুতি হয়, সেটা তো বুঝলেনই না।
আজীবন তাহলে পাকা আমটাই খেয়ে গেছেন, কাঁচা আমের স্বাদ পেলেন না।
১৫| ১৬ ই আগস্ট, ২০১১ ভোর ৫:২৪
কামরুল হাসান শািহ বলেছেন: বলতে গেলে অনেক বার।
২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
মনিহার বলেছেন: বলেই ফেলেন, সমস্যা নাই।
১৬| ২২ শে আগস্ট, ২০১১ সকাল ৯:২৬
জাহুমুজামা বলেছেন: ভাইরে...ছোট থাকতে ভালো ছিলাম না বলে মাদ্রাসায় ভর্টি করাইছিলো যাতে GPA 2 পেয়ে পাস করে middle-east যেতে পারি। পরে ৮ম বৃত্তি পাইছিলাম, আর শুরু..
ফেল করছিলাম অংকে
২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫২
মনিহার বলেছেন: চালিয়ে যান, শুভ কামনা রইলো।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৬
হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: আমি ফেইল করেছিলাম নটরডেম কলেজে ১ম বর্ষ সমাপণী পরিক্ষায় । বিষয়টা ছিল গণিত ।
১০০ এর মধ্যে ১৬ পেয়েছিলাম।
স্যার রা নিজেইরাই বলতেন এই প্রশ্ন এইচ এস সি তে করলে বাংলাদেশের ১/২ % ছাত্রও পাশ করবে কিনা সন্দেহ ।
অন্য সেকশনের স্যার প্রশ্ন করেছিলেন।
পুরো কলেজে বিজ্ঞানের ১২০০ ছাত্রের মাঝে মাত্র ৩০০-৩৫০ জন পাশ করেছিল গনিত বিষয়ে ।
এই ফেল করা নিয়ে অপমানবোধ নেই, বরং অনেক গর্ব ও সম্মান আছে আমাদের ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫২
মনিহার বলেছেন: হা হা হা।
এই ফেল করা নিয়ে অপমানবোধ নেই, বরং অনেক গর্ব ও সম্মান আছে আমাদের ।
মজা লাগলো এই কথটা শুনে।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬
শাহরুজ বলেছেন: স্কুলে ফেল করি নাই,কিন্তু কলেজে উঠে টেস্ট পরিক্খা ছাড়া ম্যাথে আর পাশ কইরা দেখলাম না। । । ।
কলেজে প্রতিবার অভিভাবক ডাকত ফেলের জন্য আর শেষ বেলায় কলেজ আরেকবার ডাকছিলো অভিভাবক।
বাট ওইটা ইন্টারে A+ পাওয়ার জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
মনিহার বলেছেন: হা হা হা, ভালোই তো।
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪২
মিজভী বাপ্পা বলেছেন: করা ধরা ফেল করছিলাম ক্লাস নাইনে।হাইয়ার মেথ এ দুইখান আন্ডা পাইছিলাম
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৪
মনিহার বলেছেন: আর যাই পান, আন্ডা কেমনে পাইলেন?
ইউনিভার্সিটিতে একবার এক ক্লাশটেস্টে কোর্সটিচার এক ছেলেকে সাদা খাতায় ২ নাম্বার দিয়েছিল। কারণ সে তার নাম লিখেছিল খাতায়।
২০| ২২ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৪২
সুদীপ্ত কর বলেছেন: স্কুল কলেজে করি নাই। ভার্সিটিতে এর শোধ নিতাসি। ধুমায়া ড্রপ।
২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪৫
মনিহার বলেছেন: শুভ কামনা রইলো/
২১| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১২
tshahrear বলেছেন: কেমুনডা লাগে......... হালার ফেল করসি ২ সাবজেক্টে.......... মাগার অব্জেক্টিভ আর মাসিক পরীক্ষার লেইগা ফেল দেহায় ৪ টাতে .......... তার উপ্রে সাব্জ. মোটে ৬ টা ......... এর আগে জীবনেও ফেল করিনাই ........ আর এইচএসসি ১ম বর্ষ ১ম পরীক্ষায় ই এইরম ডাহা ফেল .............
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৯
মনিহার বলেছেন: আপনি তো দেখি বিদ্যার জাহাজ।
২২| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৪৯
tshahrear বলেছেন: টিটকারি দিলেন নি ভাইডি ?????
২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০০
মনিহার বলেছেন: নারে ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫০
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আমি ক্লাস ৬ এ ইংলিশ আর গণিত এ করেছিলাম
স্যার কইছিল তোর মত পোলা কি করে গভমেন্ট স্কুল এ চাস্ন পায়
পরে ৮ম শ্রেণীতে বৃত্তি এসএসসি তে A+ এইচএসসি তে A+ পাইছি