নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনির হোসন

মনির হোসন › বিস্তারিত পোস্টঃ

"ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক"

০২ রা জুন, ২০১৬ রাত ২:৩৮

"ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক" বিশ্ব মানবতার পথ প্রদর্শক মহা গ্রন্থ আল করআনের আয়াত এটি। আল্লাহর রাসূল (স) এর উপর অবতীর্ণ সর্ব প্রথম আয়াত।অর্থ- " পড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।" আয়াতটির প্রথম শব্দ 'ইকরা' যার ইংরেজী Read, বাংলা পড়ুন। রাসূল (স) ছিলেন উম্মি। তিনি লেখাপড়া জানতেন না। যেমন আল্লাহ তাআলা বলেন, " হুয়াল্লাজি বাআশা ফিল উমিয়িনা রাসূলা"। অক্ষর জ্ঞানহীন একজন মানুষের কাছে 'ইকরা' শব্দ দিয়ে শুরু করা দ্বারা সহজেই প্রতিয়মান হয় পড়ার গুরুত্ব কত। আল্লাহর রাসূল (স) বলেন, শিক্ষা অর্জন কর যদিও তা চীন দেশে হয়।" অন্যত্র তিনি (স) আরও ইরশাদ করেন, "রাতে কিছু সময় জ্ঞান অর্জন করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম।" এরুপ অনেক হাদিসে আল্লাহর রাসূল (স) জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আর জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন 'ইকরা'অর্থাৎ পড়া। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহুম আজমাইন তা ভালভাবেই উপলব্ধি করেছিলেন। ফলশ্রুতিতে মুসলমানগন জ্ঞান বিজ্ঞানের সমস্ত প্রধান শাখার ফাদার হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু জন্ম দিয়ে পরিচর্যা না করে বিলাসিতায় নিমগ্ন হলো মুসলমানগন। আর সেটাকে নন মুসলমানগন পরম মমতায় বুকে টেনে নিয়ে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাকে প্রদান করল নব আকৃতি। এভাবে সৎ বাবা হয়ে গেল আসল বাবা। আজ আমেরিকা সুপার পাওয়ার কেন? কিসের বলে তারা বিশ্বকে নিয়ন্ত্রন করছে? কেন মুসলমানগন আজ তাদের উপর নির্ভরশীল? জ্ঞান বিজ্ঞানের কারণে। জ্ঞান বিজ্ঞানের চাবিকাঠিে তারা হস্তগত করেছে যার একমাত্র উত্তরাধিকারী মুসলমানগন। না, এটা আর মুসলমানদের দরকার নেই। তারা আজ উত্তরাধিকারী হয়েছে বিভিন্ন মাযহাব, দল ও উপদলের। এগুলো নিয়ে কাদা ছুড়াছুড়িতে তারা ব্যাস্ত। এই উত্তরাধিকার রক্ষার জন্য তারা জীবন কুরবান করতে প্রস্তুত। অন্য কিছু ভাবার সুযোগ তাদের নেই। ইসলাম বিদ্বেষিরা মুসলমানদের এই ভংগুরতাকে ভালভাবেই কাজে লাগিয়েছে। দলগুলোর মধ্যে ফেতনা ফাসাদ বজায় রাখার বীজ সুকৌশলে বপন করে দিয়েছে যাতে একদলকে শিকার করলে অন্য দল এগিয়ে না এসে শত্রুর বিনাশে আত্নতৃপ্তি লাভ করে। কখন আমাদের বোধউদয় হবে? প্রিয় মুসলিম ভ্রাতা ও ভগ্নিগন! আসুন আমরা আমাদের অভ্যন্তরীন সমস্ত হিংসা বিদ্বষ দূর করে জ্ঞান অর্জনে আত্ননিয়োগ করি। বিশ্বের নেতৃত্বের আসনের হকদার একমাত্র আমরাই। আল্লাহ তাআলা বলেন, " তোমরা সম্মিলিত আল্লহর রজ্জুকে দৃড়ভাবে আকড়ে ধর এবং পরস্পর বিছিন্ন হয়ো ন।"
পোস্টটি মুসলিম উম্মার উপকারে আসবে বলে মনে হলে শেয়ার করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.