![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
knowledge is virtue.
ভাঙ্গনের সময় হলো
এবার তুলতে হবে গত-সময়ের
যত্নে স্নেহে প্রোথিত মায়ার শেকড়
এবারের জোয়ারেই চলে যাবো
মায়ের ভেতর
পলি পড়া নতুন গর্ভে
নরম আর স্বপ্নের মাঝে।
জাতিস্মর আমি, প্রতি জোয়ারেই
স্বপ্নের ঘরবাড়ি তুলি
তারপর স্বপ্ন-বাস্তবে মিল করে
ভাটার টানে চেয়ে থাকি
চাঁদ উঠবে, জোয়ার আসবে,
মায়া কাটবে, পাড় ভাঙ্গবে।
.
..
...
সুর ছবি গান এবং সবকিছু
আমার নদী মাটি এবং পৃথিবীর।
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
জেনো বলেছেন: কি অসাধারন শব্দকল্প। প্রথম আমি এবং আজকের আমি।
সে পাঁজর কোথায়....
পথতো শেষে বেঁকে বেঁকে যায়,.......।
স্মৃতির ভারে অস্থিরতা যে কি বিষয়, যে পেয়েছে সেই বুঝে।
খুব ভাল লাগল
প্রশান্তিময় সময়ের কামনায়।
২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
বোকামন বলেছেন:
তারপর স্বপ্ন-বাস্তবে মিল করে
ভাটার টানে চেয়ে থাকি
ভালোলাগা .........
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
জেনো বলেছেন: 'প্রতিটি অক্ষর আর সুর মেপে চলি'
.................
ভাই, ভাল থাকবেন।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
শেরজা তপন বলেছেন: 'জাতিস্মর আমি, প্রতি জোয়ারেই
স্বপ্নের ঘরবাড়ি তুলি
তারপর স্বপ্ন-বাস্তবে মিল করে
ভাটার টানে চেয়ে থাকি'
বেশ ভাল লাগল!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
জেনো বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জীবন-ভ্রমন বিষয়ক লেখা গুলো আমার খুবই পছন্দের। অপেক্ষায় থাকি।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
আমিনুর রহমান বলেছেন:
অনন্য +++
১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫
জেনো বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
উদাসী স্বপ্ন বলেছেন: মনে হইলো একখান চর কিভাবে জাগে সেইটা নিয়া পড়লাম। আপনি কি ওয়াটার সায়েন্সের ওপর পড়ালেখা করছেন?
তাইলে একটা কুশ্চেন, যদিও নতুন কুনো এক্সোপ্লানেট টেরাট্রান্সফর্ম করা হয় তখন ঐ গ্রহপৃষ্ঠে ব হমান পানির ঘনত্বের সাথে গ্রাভিটির কোনো সম্পর্ক থাকবে? যদি থাইকাই থাকে তাহলে জলোচ্ছ্বাস বা টর্নেডোর গতি কি পৃথিবীর থেকে বেশী না কম হইবো?
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
জেনো বলেছেন: ইহাও বেড়াছেড়া হইছে। কোরিয়ান একটা মুভিতে দেখছিলাম, বুড়া তীর মারে আকাশে আর পড়ে জায়গামত।
(লিসানি ভাই এর কমেন্টসটা পড়ে একটু বুঝায় দিয়েন তো)
প্রশ্ন ১- না, ২-হা(শর্ত প্রযোজ্য), ৩-শর্ত অনুযায়ী।
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: লিসানী ভাইরেই জিগান। শব্দ নিয়া খেলা করা আমার ডিপার্টম্যান্ট না
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
জেনো বলেছেন: এইটা একটা কথা হইল।
পৃথিবীটা তো একটা খেলার মাঠই।
প্রশান্তি আসুক বিশ্বপ্রাণ জুড়ে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জাতিস্মর আমি, জাতপাত সব হাঁটুজলে যায় ভেসে,
আর শব্দে বুনে শব্দ এগোই অক্লান্ত, অক্লেশে।
কত ঝঞ্ঝা শত ঝড় বয়েছে না চাখতে গন্ধম,
টুঁটে কর্কশ সব শব্দ করে অদৃশ্য বন্ধন।
আমি নিপতিত হই, নিপাতিত হই, নেমে আসি বসুধায়,
আর তোমাকেই খুঁজি, বুকের পাঁজর, কোথায় তুমি? হায়!
গুহাবাসী হই, নিজেই নিজের সাথে লড়ি প্রতিদিন
দেখি বাড়ছে তৃষা, চাওয়া ও দিশা- বাড়তে থাকে ঋণ।
আমি শিকার এবং শিকারীর রূপে জনপদে জনপথে,
পিচঢালা ঢাকাতে অথবা গহীন আফ্রিকাতে।
স্মৃতির ভারে অস্থির আমি, জাতির ভারে নোয়া-
পথতো শেষে বেঁকে বেঁকে যায়, চন্দ্রালোকে ধোয়া।