নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আমার লেখার ও সাহসের ভিত্তি। সাদাকে সাদা, কালোকে কালো বলাই সত্যিকারের দেশপ্রেম মনে করি। সত্যম ব্রুয়ৎ!

মনোয়ার রুবেল

ফ্রিল্যান্স লেখক ও প্রাবন্ধিক

মনোয়ার রুবেল › বিস্তারিত পোস্টঃ

নায়িকা দিপীকা পাড়ুকোনকে ব্রান্ড এম্বাস্যাডার হিসেবে নিয়োগ দিল জামায়াতে ইসলামী।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

নায়িকা দিপীকা পাড়ুকোনকে ব্রান্ড এম্বাস্যাডার হিসেবে নিয়োগ দিল জামায়াতে ইসলামী।



অতীতে রাজাবাদশাহরা ষড়যন্ত্রে নিয়োগ দিতেন পতিতা আর নর্তকীদের। পতিতার কাজ ছিল রাতে শুয়ে কর্ম সারার আগে রাজার বুকে ছুরি বসিয়ে ঘ্যাচাং!!!! গোপন সংবাদ আনা নেওয়ার কাজেও তাদের ব্যবহার করা হতো। যুগ পাল্টেছে, প্রযুক্তি পাল্টেছে, কিন্তু পতিত আর নর্তকীদের ব্যবহার পাল্টেনি।



ভারতের বিভিন্ন দলের বেশ কিছু প্রভাবশালী নেতার সাথে দহররম সম্পর্ক দিপীকা পাড়ুকোন এর। তাদের কাছে জামায়াতের ব্যাপারে ইতিবাচক তদবির করতে দিপীকা নিয়োগ পেয়েছেন। - সংবাদ, ডিনিউজ বিডি (সম্পাদক: গোলাম মাওলা রনি) । পুরো সংবাদের কপি পেস্ট নিচে দেওয়া হলো।



দিপীকার জামায়াত কানেকশন!

স্টাফ রিপোর্টার

২০১৩-০৩-২৭ ১৩:৫৪:১১



ঢাকা : আশ্চর্য খবর। তাও আবার নিশ্চিত করেছে ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো। হাল আমলের বলিউডের হার্টথ্রব নায়িকা দিপীকা পাডুকোন নাকি বাংলাদেশে জামায়াতে ইসলামী নামক দলটির ব্র্যান্ড এ্যাম্বাসিডর হিসেবে কাজ করছেন। দিল্লীর সঙ্গে একটি চমৎকার সম্পর্ক গড়ে তোলার জন্য দিপীকার ইমেজকে ব্যবহার করছে জামায়াত। বিনিময়ে দিপীকাও পাচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক। বিষয়টি নিয়ে মুম্বাই-দিল্লীর বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।



সূত্রমতে, ডেনমার্কের কোপেনহেগেন এ জন্মগ্রহণকারী দিপীকা পাডুকোন কেবলমাত্র তার গ্ল্যামারস বা অভিনয় শৈলীই নয়; মোহনীয় ব্যক্তিত্ব ও আভিজাত্যপূর্ণ ব্যবহারের দ্বারা ইতিমধ্যেই ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবীদদের সঙ্গে চমৎকার একটি সুসম্পর্ক গড়ে তুলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন জোট, বিরোধী বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় প্রভাবশালী অথচ ক্লিন ইমেজের অধিকারী রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে দিপীকার রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্কের কথা দিল্লী-মুম্বাইয়ের সংশ্লিষ্ট সকলেই জানেন। কিন্তু এ নিয়ে এ যাবৎ কোনো স্ক্যান্ডাল না হবার কারণে সবাই ধরে নিয়েছে যে দিপীকা অন্য আর দশটা নায়িকার মতো নন এবং যথেষ্ট প্রভাবশালী।



সাম্প্রতিককালে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কাজে ব্যাপক সময় দিচ্ছেন দিপীকা। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড এ্যামবাসাডর হিসেবে কাজ করছেন, যাদের কিনা ভারতের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এরই ধারাবাহিকতায়, ইদানিং দিপীকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দিল্লীর বিভিন্ন উঁচু মহলে একাধিক বৈঠক করেছেন বলে ঢাকার কূটনৈতিক সূত্রটি নিশ্চিত করেছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

নিয়ামুল ইসলাম বলেছেন: কস কি মমিন ???? B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

এম আর সুমন বলেছেন: নিউজটি নির্ভরযোগ্য না।আর কয়েকটি কারনে অয়ৌক্তিকও। দিল্লির জামাত তোষনের কোনো কারন নাই। আর জামাতেরও দিল্লিকে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারন নীতিগতভাবেই জামাত এমন একটা দল যাদের সাথে ভারতের কিছু রাজনৈতিক দলের অটো কানেকশন আছে। নতুন করে আর কি তৈরি করবে? ক্ষমতাসীন কংগ্রেস এর যে নীতি আদর্শ তাতে সরাসরি বাংলাদেশের জামাতের পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই। এটা বিজেপি হলে পারতো।
আর বাংলাদেশে প্রভাব বিস্তার করার মত কোনো রাজ্যে বিজেপি ক্ষমতায় নাই।
অনেক দিক বিবেচনা করলে দেখা যাবে এই খবরটি পড়তে ভাল লাগলো, মজা পাইলাম। তবে বিশ্বাস করার কোনো কারন নাই। সত্যি বলতে কি জামাতও কিন্তু তাদের নিষিদ্ধ করা হবে কি হবেনা, এটা নিয়া চিন্তিত না।
তারা যতটা না নেতাদের মুক্তির দাবিতে সোচ্চার , নিষিদ্ধের যে কথাবার্তা চলছে তা নিয়ে ততটা সোচ্চার না।
সম্ভবত হাম্বাদের সাথে তাদের এ বিষয়ে কোনো সমঝোতা আছে। পুরোনো দোস্তি তো !!

৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

মদন বলেছেন: জামায়াতের ভর্তি ফরম কই পাওয়া যায়??? :P

৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

আলাপচারী বলেছেন: khankir sathe jamati, bah, bhalo eto, bhalo na?

৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বাংলাদেশী দালাল বলেছেন: ম্যাশিন ম্যান এর পুরানা জিএফ

৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মুদ্‌দাকির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আপনি কই পাইলেন? লিন্ক দেন।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫

মিত্রাক্ষর বলেছেন: নিউজটা পড়তে যতই মজা বিশ্বাস করা ততোই হাস্যকর।

৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

সাদা কলো বলেছেন: হাসতেই আছি...।। হাসতেই আছি......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.