নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ আমার লেখার ও সাহসের ভিত্তি। সাদাকে সাদা, কালোকে কালো বলাই সত্যিকারের দেশপ্রেম মনে করি। সত্যম ব্রুয়ৎ!

মনোয়ার রুবেল

ফ্রিল্যান্স লেখক ও প্রাবন্ধিক

মনোয়ার রুবেল › বিস্তারিত পোস্টঃ

সালাহউদ্দিন আহমেদ মিডিয়ার সৃষ্টি???

২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২

'সালাহউদ্দিন আহমেদ মিডিয়ার সৃষ্টি। সালাহউদ্দিন আহমেদ নামে কোন ব্যক্তি কখনো ছিল না। নাই। পুরোটাই ফটোশপ!"

আওয়ামীলীগের কোন নেতা এমন বিবৃতি এখনো দেন নি। তবে যে দিবে না, সেটা মনে করার কোন কারন নাই। পিলার নেড়ে বিল্ডিং ফেলে দিতে পারে টাইপ নেতা আছে, এ টাইপ বক্তৃতা দেয়ার লোকও নিশ্চয়ই আছে।

সালাহউদ্দিন আহমেদ আহমেদ নিখোঁজ এর ব্যাপারে আওয়ামীলীগ বা সরকারের পক্ষ থেকে কোন দায়িত্বশীল প্রতিক্রিয়া নাই কেনো? শেখ হাসিনা বলেছেন, সালাহউদ্দিন আহমেদ সরকারের কাছে নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা। তিনি মিথ্যা বা অসত্য বিবৃতি দিবেন না। তার বক্তব্য অবশ্যই দায়িত্বশীল।

প্রশ্ন হল, তাহলে সালাহউদ্দিন আহমেদ কোথায় গেল? কেউ কি জানেনা? কারো মাথা ব্যাথা নাই?

এটা কোন বালখিল্য তামাশা নয়। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে?


তীব্র গ্লানি আর ক্লেদ নিয়ে বলতে হচ্ছে, আমরা কি এমন একটি সভ্য সরকার চেয়েছিলাম? আমরা চেয়েছি শত্রু মিত্র সবাই সরকারের কাছে নিরাপদ থাকুক। মুক্তিযুদ্ধের স্বপক্ষ বলে আমরা সেটা আরো বেশি করে চেয়েছি। অন্য আর আট দশটা আধুনিক সুসভ্য রাষ্ট্রে মত আমরা প্রতিটি নাগরিকের নিরাপত্তা সরকারের কাছে প্রত্যাশা করেছি।কিন্তু যা হচ্ছে, এটা মধ্যযুগীয় রাজনৈতিক চর্চা। সরকারের মন্ত্রীরা উদ্বেগের বদলে দাত কেলিয়ে হাসছে!!!! কটাক্ষ করছে। এটা দাত কেলিয়ে হাসার বিষয়? কালকে আপনি হারাবেন। পরশু তমুক হারাবে। এভাবেই চলবে?

রাষ্ট্রের পরিচিত একজন ব্যাক্তি হারিয়ে যাবে এটা হাসির বিষয় হলো? এর আগে ইলিয়াস আলী হারিয়েছে। তার জন্য সরকার কোন পদক্ষেপই নেয় নাই। তখনো হেসেছিল। কেন? এ লোকগুলা যায় কোথায়? এলিয়েন রা নিয়ে যায়?

টিভিতে পত্রিকায় অনেকেই দেখি নীতিকথা বলে। কিন্তু এ ব্যাপারে সুশীল কুশীল সবাই চুপ। আরে ভাই চুপ ক্যান? নিজের অবস্থান ক্লিয়ার করেন। সালাহউদ্দিন এদেশের লোক। সে অন্যায় করলে শাস্তি দেয়া হোক। বদমাইশি করে পালিয়ে থাকলে ধরে আনা হোক। কিন্তু নীরবতা, টিটকারী, কটাক্ষ করা, দাত কেলিয়ে হাসা এগুলা কেনো? এগুলা কি বোঝায়?

যেটা হচ্ছে এটা জাস্ট একটা অসভ্যতা। এটার ভবিষ্যৎ কী?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৮

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার সাথে একমত হয়ে আরও জানাচ্ছি যে, এই পরিস্থিতি একটি ভয়ংকর উদাহরন।

.. "এটা দাত কেলিয়ে হাসার বিষয়? কালকে আপনি হারাবেন। পরশু তমুক হারাবে। এভাবেই চলবে?" ...

সরকার সকলের জন্য এবং প্রত্যেকটি সরকারের পবিত্র দ্বায়িত্ব জনগনের সবধরনের হেফায়ত করা, তথা
অন্য
বস্ত্র
শিক্ষা
চিকিৎসা ও
বাসস্থান
জাতীয় মৌলিক অধিকার সংরক্ষন সহ প্রদান করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.