![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপরীত বিনাশ গ্রন্থের 'মৃতদের দেশ' কবিতা
মৃতদের মতো দরাজ ঘুমের দেশে
আমার অনেক যুগ ক্ষয়ে গেল অবশেষে
বুকের হাঁপরে ক্লান্তি ছিলো
পায়ের পাতাতে জয়ের জড়তা
চোখের শহরে জলের সহজ শব্দ নিয়ে
হেঁটে গেছি অনেক সীমানা-প্রাচীর
মৃতদের দেশে কেবল আযান শুনি
হাঁটতে হাঁটতে প্রার্থনা মন্দিরে
এখনি বুঝি এ শব-বিশ্বে শুরু হবে
বিমুক্তির সমাপনী কৃত্য ।
২| ১৫ ই জুন, ২০০৬ দুপুর ২:০৬
রুপা বলেছেন: আমিও জলিল সাহেবের সাথে একমত।
ব্লগে একে অপরের প্রতি কাঁদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকলে হলে
কবিতা অপশন টি ভাল.....কি বলেন?
৩| ১৫ ই জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: ঠিক।
৪| ১৫ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
নুপা আলম বলেছেন: আমি গ্রন্থটি পড়েছি। শানিত শব্দের কারুময় খেলা পাঠকে মুগ্ধ করে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০০৬ দুপুর ২:০৬
অতিথি বলেছেন: কবিতাটি পড়ে মনে হচ্ছে বইটি সুখপাঠ্যই হবে। ধন্যবাদ মনোজ মুকুট।