নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্ আকবার। আল্লাহ্ সর্বশক্তিমান।

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

আবদুল্লাহ আল মনসুর

দূরের পাখি হইয়্যা যহন উড়াল দিমু আসমানে, তহন হয়তো বন্ধু আমার আইব খুঁজতে এইহানে... [email protected]

আবদুল্লাহ আল মনসুর › বিস্তারিত পোস্টঃ

"আকাশনীলা" __ জীবনানন্দ দাস

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

সুরঞ্জনা, ওইখানে যেয়োনাকো তুমি,

বোলোনাকো কথা ওই যুবকের সাথে;

ফিরে এসো সুরঞ্জনা;

নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;



ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;

ফিরে এসো হৃদয়ে আমার;

দূর থেকে দূরে -- আরো দূরে

যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।



কি কথা তাহার সাথে? তার সাথে !

আকাশের আড়ালে আকাশে

মৃত্তিকার মতো তুমি আজ;

তার প্রেম ঘাস হয়ে আসে।



সুরঞ্জনা,

তোমার হৃদয় আজ ঘাস;

বাতাসের ওপারে বাতাস-

আকাশের ওপারে আকাশ।





..জীবনানন্দ দাস -এর "আকাশনীলা" কবিতাটি আমার অসম্ভব প্রিয় একটি কবিতা। সকলের সাথে শেয়ার করলাম..

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

অচেনা সৈকত বলেছেন: আকাশনীলা???!!!! আরেকবার ভেবে দেখবেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :)

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

হেমায়েতপুরী বলেছেন: আকাশনীলা ?????

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩

ত্রিশোনকু বলেছেন: আমারও খুব প্রিয়। ৩০ বছর মুখস্থ ছিল।

জীবনানন্দ আমার বিরাট একটা ক্ষতি করে গেছে। কৈশরে তার ভক্ত হবার পর থেকে আর কারও কবিতা পড়তে ইচ্ছে করেনা। যদিও জোড় করে পড়ি এবং প্রশংসা করি (শামসুর রাহমানের "স্বাধীনতা তুমি ছাড়া")

ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৫

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: আমার আবার অন্য রোগ.. সবার কবিতাই আমার ভাল লাগে। আমার কাছে কবিতা মানেই হচ্ছে এক অনন্য সুখের নাম। ভাল লাগে খুব..

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.