নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রক

আমি আমার দেশের জন্যে

মন্ত্রক › বিস্তারিত পোস্টঃ

বাঁশেরকেল্লার নেপথ্যে জমির টেলিকম!

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৪

বাঁশেরকেল্লার নেপথ্যে জমির টেলিকম!

আইনি জটিলতার ফাঁদে ফেলে বিটিসিএলের 370 কোটি টাকা আত্মসাতের চেষ্টা

রাশেদ মেহেদী

মিথ্যা তথ্য, বিকৃত ছবি প্রচারের মাধ্যমে ধর্মীয় উস্কানি দিয়ে বিভ্রান্তি ছড়ানো অনলাইন 'বাঁশেরকেল্লা' র নেপথ্যে রয়েছে জমির টেলিকম! সম্প্রতি অনলাইন তথ্য অনুসন্ধানে বাঁশেরকেল্লার রেজিস্ট্রান্ট হিসেবে লন্ডনপ্রবাসী জমির টেলিকমের হেড অব টেকনিক্যাল সাপোর্ট সারওয়ার আলমের নাম থাকার তথ্য পাওয়া গেছে. কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে সে সময় আলোচনায় আসে 'বাঁশেরকেল্লা'. অনলাইনের পাশাপাশি 'বাঁশেরকেল্লা' নামে একটি ফেসবুক ও পেজ খোলা হয় এবং ফেসবুকে মূল অনলাইনের বিকৃত ছবি ও ভুয়া তথ্য প্রচার করা হয়. বর্তমানে সেই বাঁশেরকেল্লার লিংক (নধংযবৎশবষষধ. পড়. ঁশ) বন্ধ থাকলেও ফেসবুক পেজ এখনও চালু রয়েছে. একই সঙ্গে সারওয়ার আলমের ফেসবুক টাইমলাইনে ব্যক্তিগত পছন্দের তালিকায় 'কিক লতিফ সিদ্দিকী আউট' নামে একটি ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে, যেখানে জমির টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যসংবলিত বিভিন্ন ওয়েবসাইটের লিংকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অসংখ্য পোস্ট ও কার্টুন রয়েছে .

তবে জমির টেলিকমের হেড অব টেকনিক্যাল সাপোর্ট সারওয়ার আলমের সঙ্গে তার লন্ডনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, বাঁশেরকেল্লা নামে কোনো অনলাইনের নাম তিনি আগে কখনও শোনেননি, এর সঙ্গে জড়িত থাকার বিষয়টিও অবান্তর. বাঁশেরকেল্লার রেজিস্ট্রান্ট হিসেবে যে সারওয়ার আলমের নাম আছে, সেটা তার নয় বলেও তিনি জানান. তিনি বলেন, ফেসবুক টাইমলাইনে তার নাম 'সারওয়ার আলম' থাকলেও তার প্রকৃত নাম সারওয়ার ই আলম এবং

দাফতরিক যে কোনো কাজে তিনি এই নাম ব্যবহার করেন. যেহেতু বাঁশেরকেল্লার রেজিস্ট্রান্ট সারওয়ার আলমের নামের ক্ষেত্রে 'ই' অক্ষরটি নেই, এ কারণে ওই নামটিও তার নয়. তিনি দাবি করেন, জমির টেলিকমের কোনো পর্যায়ের কেউই বাঁশেরকেল্লার সঙ্গে জড়িত নন. ২ 008 সাল থেকে এই প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতায় তিনি এ ব্যাপারে নিশ্চিত. 'কিক লতিফ সিদ্দিকী আউট' নামে ফেসবুক পেজে তার 'লাইক' থাকার কথা তিনি স্বীকার করেন. তবে পেজটি কারা খুলেছে, সেটি তিনি জানেন না.

এদিকে, জমির টেলিকম প্রতারণার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএলকে 370 টাকা পরিশোধ করেনি. সূত্র জানায়, বকেয়া পাওনা পরিশোধে আদালতের আদেশ কৌশলে পাশ কাটিয়ে বিটিসিএলের বিলে আপত্তি দিয়ে আইনি জটিলতার ফাঁদে ফেলে পুরো টাকা আত্মসাতের চেষ্টা করছে জমির টেলিকম. সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে বন্ধ জমির টেলিকমের সিগন্যাল লিংক বন্ধ করে দেয় বিটিসিএল. এ সিদ্ধান্তের বিরুদ্ধেও আদালতে যায় জমির টেলিকম এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি বিচারাধীন রয়েছে. এ ব্যাপারে বিদায়ী ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক সমকালকে বলেন, জমির টেলিকমের বিষয়টি আদালতে বিচারাধীন. বিটিসিএল রাষ্ট্রীয় স্বার্থ ও সম্পদ রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবে. জমির টেলিকমের অন্যতম আইনজীবী ব্যারিস্টার নওশাদ সমকালকে বলেন, তারাও জমির টেলিকমের পক্ষে ন্যায় প্রতিষ্ঠার জন্য আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন.

বাঁশেরকেল্লা ও জমির টেলিকম: লন্ডনপ্রবাসী সারওয়ার আলমের ফেসবুক টাইমলাইনে ব্যক্তিগত তথ্যের তালিকায় তার পদবি দেওয়া আছে হেড অব টেকনিক্যাল সাপোর্ট, জমির টেলিকম. আবার বাঁশেরকেল্লার (নধংযবৎশবষষধ. পড় ঁশ.) ডোমেইন - সংক্রান্ত বিস্তারিত তথ্যে দেখা যায়, এ সাইট রেজিস্ট্রি করা হয়েছে সারওয়ার আলমের নামে. ডোমেইন খোলার তারিখ ২ 013 সালের ২ 1 ফেব্রুয়ারি, মেয়াদ উত্তীর্ণের তারিখ ২ 1 ফেব্রুয়ারি ২ 015. ঠিকানা দেওয়া হয়েছে _ 65 রবার্ট স্ট্রিট, রিজেন্ট পার্ক এস্টেট, লন্ডন, ক্যামডেন.

এ ব্যাপারে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আইটি প্রধান হিসেবে সারওয়ার আলমের নামে বাঁশেরকেল্লার ডোমেইন রেজিস্ট্রান্ট হলেও তিনি এ সাইট পরিচালনার সঙ্গে ছিলেন না. মূল সাইট পরিচালনায় ছিলেন জমির টেলিকমের অন্য কয়েকজন কর্মকর্তা. বাংলাদেশেও 8-10 জনের একটি গ্রুপের কাছে বাঁশেরকেল্লা ওয়েবসাইটের এন্ট্রি পাসওয়ার্ড দেওয়া হয়. ফলে বাংলাদেশ থেকেও অসংখ্য বিকৃত ছবি ও তথ্য এখানে দেওয়া হয়. একই সময়ে ফেসবুকে বাঁশেরকেল্লা পেজ খোলা হয়. জমির টেলিকমের সংশ্লিষ্টরা প্রথমে লন্ডন থেকে বাঁশেরকেল্লার মূল সাইটে ভুয়া তথ্য ও বিকৃত ছবি আপলোড করতেন এবং পরে দেশে ছাত্রশিবিরের একটি বড় বাহিনী ফেসবুকে খোলা বাঁশেরকেল্লা পেজে এসব তথ্য ও ছবি শেয়ার করত. চলতি বছরের 5 জানুয়ারি জাতীয় নির্বাচনের পর বাঁশেরকেল্লা অনলাইনটি হঠাৎ বন্ধ হয়ে যায়. তবে ফেসবুকে বাঁশেরকেল্লা পেজ চালু থাকে. বর্তমানে বাঁশেরকেল্লা ফেসবুক পেজের মাধ্যমে একইভাবে অপপ্রচার চলছে. একই সঙ্গে ফেসবুকে খোলা হয়েছে 'কিক লতিফ সিদ্দিকী আউট' নামে আরেকটি পেজ. সারওয়ার আলমের ফেসবুক টাইমলাইনে তার পছন্দের ফেসবুক পেজের তালিকায় এ পেজটিও আছে. পেজটির প্রতিটি পোস্ট বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কটাক্ষ এবং কঠোর সমালোচনা করে লেখা. পেজটিতে টেলিযোগাযোগ খাতে বর্তমান সরকারের দুর্নীতির অভিযোগ করে জমির টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নওফেল জমিরের দেওয়া সাক্ষাৎকারও আছে.

জমির টেলিকমের আর্থিক কেলেঙ্কারি: সংশ্লিষ্ট নথিপত্র অনুসন্ধানে দেখা যায়, বর্তমানে জমির টেলিকমের কাছে বিটিসিএলের পাওনার পরিমাণ 370 কোটি ২ 4 লাখ 57 হাজার 841 টাকা. ২ 010 সাল থেকে বকেয়া বিল পরিশোধ না করে পুরো টাকা আত্মসাতের চেষ্টায় একের পর এক কৌশলের আশ্রয় নিয়েছে জমির টেলিকম.

অনুসন্ধানে দেখা যায়, জমির টেলিকমের সঙ্গে বৈদেশিক কল আদান - প্রদানের চুক্তি স্বাক্ষর হয় ২ 007 সালের 16 জানুয়ারি. কিন্তু ধারাবাহিকভাবে বিল বকেয়া রাখার কারণে ২ 010 সালে জমির টেলিকমের সিগন্যাল লিংক বন্ধ করে দেয় বিটিসিএল. পরে জমির টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্বিট্রাল ট্রাইব্যুনাল গঠিত হয়. হাইকোর্ট আর্বিট্রাল ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি না পাওয়া পর্যন্ত জমির টেলিকমের সিগন্যাল লিংক চালু রাখার নির্দেশ দেন.

এর পরে ২ 013 সালের মার্চ থেকে ২ 014 সালের মার্চ পর্যন্ত জমির টেলিকম কোনো বিলই জমা দেয়নি. ফলে আগের 11 ২ কোটি টাকা থেকে পাওনার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে. ফলে চলতি বছরের মার্চ পর্যন্ত পাওনার পরিমাণ দাঁড়ায় প্রায় 370 কোটি টাকা. শেষ পর্যন্ত ২ 014 সালের ২ 0 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে জমির টেলিকমের সিগন্যাল লিংক আবারও বন্ধ করে দেয় বিটিসিএল.

বিটিসিএল সূত্রে জানা যায়, জমির টেলিকম ২ 007 থেকে ২ 014 সাল পর্যন্ত বিটিসিএলের সঙ্গে চুক্তিবদ্ধ 106 টি বিদেশি ক্যারিয়ারের কাছে প্রায় দেড় হাজার কোটি টাকা পাওনা রয়েছে. এই কোম্পানিগুলো গত সাত - আট বছরে বাংলাদেশে বৈদেশিক কল আদান - প্রদান করে প্রায় ছয় হাজার কোটি টাকা আয় করেছে. উপরন্তু বিটিসিএলের পাওনাও পরিশোধ করছে না. পাওনা চাইতে গেলেই একের পর এক জড়িয়ে ফেলছে মামলায়. (তথ্যসূত্র: দৈনিক সমকাল)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার মনে হয় কাদের সিদ্দিকীর বদলে ভুলে কাদের মোল্লার ফাঁসি হয়ে গেছে। নাম বিভ্রাট এমনই সব ঝামেলার জন্ম দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.