নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও সুন্দরের পক্ষে...

ডা: এনামুল

ডা: এনামুল › বিস্তারিত পোস্টঃ

মাদ্রাসা বন্ধের দাবির মত কি সুশীলদের মুখে বিশ্ববিদ্যাল​য় বন্ধের দাবি উঠবে ?

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯


২০১৩ সালে হেফাজতে ইসলাম নামে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন ঢাকায় বিশাল সমাবেশ করলে তা সবার নজরে আসে। এবং নাগরিক জীবনে অনেকটা উদ্বেগ ও আতঙ্কের ভাব লক্ষ্য করা যায়। সরকার ও প্রশাসনকে কয়েকদিন নির্ঘূম রাত কাটাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীকে নামাতে হয়েছিল। মধ্যরাতে ব্যাপক অপারেশনের মাধ্যমে তাদের ঢাকা থেকে বিতাড়িত করতে হয়েছে।

মূলত এরপর থেকেই মাদ্রাসা নির্মূলে উঠেপড়ে লেগে যায় বামগোষ্ঠী। পত্র-পত্রিকা, মিডিয়া ব্যবহার করে তারা ক্রমাগত প্রচার চালাতে থাকে যে , মাদ্রাসা হল জঙ্গী তৈরীর কারখানা। মাঝে মাঝে পুলিশ দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক ও সাজানো হয়েছে (http://goo.gl/AkZta8, http://goo.gl/8iOoTz, http://goo.gl/7DhS7P, । তবে সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে , কখনো কোন সন্ত্রাসী তৎপরতায় কোন মাদ্রাসা ছাত্রের গন্ধ পেলেই দেশের সুশীল (!?) সমাজ সেই প্রতিষ্ঠান এবং দল বন্ধের দাবি নিয়ে উঠেপড়ে লেগে যান !!

অপরদিকে সোমবার ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় তোলা একটি ছবি মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়। ছবিতে শাহজালাল হলের তৃতীয় তলার বারান্দায় দুই ব্যক্তিকে রামদায় শাণ দিতে দেখা যায়। এদের একজনের নাম শ্রাবণ মিজান ও অন্যজন মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা।শ্রাবণ মিজান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মোফাজ্জল হায়দার চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত (http://goo.gl/DvqvvU)।

চিন্হিত ব্যক্তি এবং দল অস্ত্রসহ ধরা পরেও তাদের দল / প্রতিষ্টান বন্ধ বা শাস্তির দাবি এইসব জ্ঞানপাপী সুশীলদের মুখে আসে না । এরাই তো সমাজের দুমুখো সাপ !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভয়ে কিচু করেনা!

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: ইসলাম ধর্ম বিস্বাস করে নবীর ঘরে জন্ম নিলে নিজের পাপের ক্ষমার জন্য সদাসর্বদা আল্লাহ কাছে রুখ করে মাফ চাইতে হয় ,নবীর ঘরে জন্ম নিয়েও নিজের পাপের পথ পরিহার নাকরলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবেনা সে ইসলাম ও মুল্লা মৌলুভী মাদরাসার ছাত্র সন্ত্রাসী ??? না যারা এই সব সুশীল সমাজের ধজাধারী রাতের আধারে টকশো টিভি ক্যামেরার সামনে বসে মিনিটে সত্তুর টা মিথ্যে বলে তারা সন্ত্রাসী ??? এরা হল তথ্যসন্ত্রাসী এরা সমাজের কিট ,এদের টুপি দাড়ি পাঞ্জাবি দেখলেই গাঁজলে <<
কখনো কেহ দেখেছেন কোন মাদরাসার ছাত্র রাস্তা ঘাটে বা মারকেটে অথবা শিক্ষাঙ্গনে কোন মেয়েকে উক্তক্ত বা শিস বা ট্রিজ করতে <<<

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১

নতুন বলেছেন: ছাত্র এবং শিক্ষক রাজনিতি বন্ধকরা দরকার এই মুহুতে`...

এই ক্যান্সারের জন্য দেশের শিক্ষাব্যবস্তা এবং রাজনিতিও ধংষ হয়ে যাচ্ছে।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

আবু শাকিল বলেছেন: ঘুণেধরা সমাজ থেকে ভাল আশা করাটা ক্রমেই হ্রাস পাচ্ছে।
জাতি হতাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.