নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।\nhttps://www.awesomepic4u.com/

আমিই রানা

আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা

সকল পোস্টঃ

চিঠি - ৪(রূপালি চাঁদ)

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

চিঠি - ৪(রূপালি চাঁদ)

পূর্ণিমার চাঁদে বিরহ আছে
বন্ধু তুমি, দেখেছ কি কভু চেয়ে?
বিশাল আকাশে সে যে একা, একাই থাকে
মেঘ গুলো শুধু যায় দূরে কোথাও ভেসে।

রূপালী এ চাঁদ, এ যে বিরহেরই...

মন্তব্য২ টি রেটিং+০

আমার মেঘলা আকাশ, আর তুমি!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

আমার মেঘলা আকাশ, আর তুমি!

আজো মনে পড়ে, সেই দিন সে ক্ষণ।
ফেব্রুয়ারির ৭ তারিখ- বিকেলবেলা।
দেখিয়ে দিলে তোমার অজান্তেই-
আমার প্রতি তোমার ভালোবাসা।

আজো চোখে ভাসে সে ক্ষণ,
কথা হয়নি, তবে দেখেছিলাম।
চাপা হাসি; যা...

মন্তব্য৬ টি রেটিং+১

ছোট কবিতা - ১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

ছোট কবিতা - ১



সেদিন সম্ভবত সপ্তমির চাঁদ ছিলো আকাশে
তবে ছিলোনা তেমন আলো।
যখন অভিমানে ঘর হতে বের হয়ে এলাম-
জানালার পাশে তোমাকেই দেখলাম।
মুখখানায় যেন দুখের ছায়া পড়েছে
হয়তোবা মোর মনের...

মন্তব্য৬ টি রেটিং+০

প্রিয়তম সুরবালা- ২(হারিয়ে যাওয়া গান)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

প্রিয়তম সুরবালা- ২(হারিয়ে যাওয়া গান)


ক্লান্ত শরৎ ভ্রান্ত পথে-
হারিয়ে গেলো শেষে।
অলস কালের শীতের বুড়ি-
বসলো চেপে রথে।

শিউলী ফোটা শীতের প্রাতে-
চঞ্চল মনের চাওয়া,
ওম লাগা ঐ কাঁথার আরাম-
বিলাসীতায় পাওয়া।

ভোরের মাঠে শিশির ঘাসে-
মুক্তোদানা জ্বলে,
সূর্য্য...

মন্তব্য৪ টি রেটিং+০

আসবে বলে তুমি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

আসবে বলে তুমি

সুখের নায়ে ভেসে চল বন্ধু,
দুঃখের সাম্পান ছেড়ে।
হাসি আনন্দে মাতোয়ারা হয়ো, শুধু
আমারে যেয়ো না ভুলে।

পাবো কি না জানি না তোমার নায়ের দেখা,
তবু আশা নিয়া থাকি বসে।
কোন ঝড়ো বাতাস...

মন্তব্য৭ টি রেটিং+০

ইতি- তোমার পাগল ভালোবাসা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

ইতি- তোমার পাগল ভালোবাসা


তোমার ভালোবাসায় আমায়-
সিক্ত করবে বুঝি!
আমার ভালোবাসার তুফান, তুমি-
যুঝতে পারবে কি?

সাগরের ভালোবাসা দেখেছো;
ঢেউয়ের সাথে।
যতই তুলুক ভয়াল গর্জন-
মিশে যায় কিন্তু তারই বুকে।

আকশের বিশালতায়;
শুনেছো কি মেঘের গর্জন!
সেই তো...

মন্তব্য৪ টি রেটিং+০

সেই তো চলেই গেলে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

সেই তো চলেই গেলে


অবশেষে তো তাই হল,
যা হওয়ার কথা ছিলোনা।
ফুল যেমন সৌরভ বিলিয়েও-
ভালোবাসা পায়না।

সেই তো চলেই গেলে,
পেছন ফিরে আর তাকালেনা।
শত যত্নে পোষা পাখিটি-
খাঁচার আদর যেমন বোঝেনা।

বেশ ভালো’ই তো আছো,
ভুলে’ই...

মন্তব্য২ টি রেটিং+০

চিঠি - ৩(তব আসার আশায়)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

চিঠি - ৩(তব আসার আশায়)

বন্ধু, সময় বয়ে যায়, তব আসার আশায়।
যবে বারবার আসি ফিরে, আমারি এ কুঁড়ে ঘরে,
...

মন্তব্য৪ টি রেটিং+০

চিঠি - ২(নির্ঘুম রাতের কথা)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

চিঠি - ২(নির্ঘুম রাতের কথা)


নিশ্চুপ নিশিতে নিস্তব্ধ বিথীতে
টুপ-টাপ-টুপ ঝরিছে বর্ষার বারি।
জেগে আছি আমি চুপচাপ, শুধুই একাকী।
বন্ধু, মোর হৃদয়ের আত্মনাাদ তুমি শুনতে পাও কি ?

নাহি চাঁদ, নাহি জোনাক। তারা গুলো...

মন্তব্য২ টি রেটিং+০

প্রিয়তম সুরবালা-১(শুভ শরতের সকাল)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

প্রিয়তম সুরবালা-১(শুভ শরতের সকাল)

শরতের সকালে আজও একটাই সূর্য।
হয়তো দূরে কোথাও ডাকছে পাখি।
তার কণ্ঠে বাজছে ঘুম ভাঙ্গানি গান।
অলসতা কেটে স্নিগ্ধ প্রভাত মেলছে আঁখি।

নতুনত্ব কি কিছু আছে? আজকের এ দিনে।
তবে; দেহ...

মন্তব্য২ টি রেটিং+০

চিঠি - ১(বন্ধু কেমন আছো তুমি)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০

চিঠি - ১(বন্ধু কেমন আছো তুমি)

বন্ধু, কেমন আছো তুমি।
ভালো নিশ্চয়। চারিপার্শ্বের শত আনন্দের সাথে।
বন্ধু, মনে পড়ে কি আমায়,
নিশ্চুপ নিরালায়, একাকী নিশিথে।

বন্ধু, স্মৃতি গুলো বড়ই বেয়াড়া।
ছাড়িতে চাহেনা মোর পিছু।
বন্ধু,...

মন্তব্য৪ টি রেটিং+০

তবু মনে রেখ!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

তবু মনে রেখ!

ভেবোনা, আমি-
মনে রেখেছি আজো তোমায়।
ভুলে গেছি, সেই কবে!
চম্পা, চামেলির মধুর ঘ্রাণে-
বৃষ্টি ঝরেনা আর এ বুকে।

ভেবোনা, আমি-
আজো তোমার অপেক্ষায় আছি।
রাত জাগি মেসেজের আশায়!
প্রেম, ভালোবাসার মধুর স্মৃতিতে-
বুক কাঁদেনা আর সেই...

মন্তব্য৫ টি রেটিং+১

তবুও আসে বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

কতো বসন্ত এলো গেলো,
ভালোবাসা তো ফুরোয় না!
ভালোবাসতে যে, মন লাগে,
বয়স তো আর লাগে না।

কতো ফুল ফোটে বনে,
মালি\'র যত্ন যে লাগে না!
মধু খেতে ফুল\'ই তো লাগে,
রঙের বাহার আর খোঁজে না।

কতো কোকিল...

মন্তব্য২ টি রেটিং+০

প্রজাপ্রতি - ১

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

প্রজাপ্রতি;
আবারও তো এলো বসন্ত।
বছরে শুধুই একবার!
তবে, মনের বসন্ত -
কেনে, আসে ফিরে বারবার!

তুমি, মধু নাকি রেণু খোঁজ!
তুমি দেখোনি কি ঐ গাঁদার বাগান!
হলুদের চাঁদরে মোড়ানো-
ভালোবাসার উদ্দ্যান।

তুমি, সবুজের ঝর্ণা ধারা খোঁজ!
তবে ছুঁয়ে দেখ...

মন্তব্য১ টি রেটিং+০

সততার কি কোন পুরস্কার নাই!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩

আমি কে এম মন্জুর হোসেন খান, সহকারী শিক্ষক, পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা। সেই সাথে আমার বর্তমান আরেকটি পরিচয় আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী...

মন্তব্য৪ টি রেটিং+২

full version

©somewhere in net ltd.