নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং টাইগার

When i was five years old my mother always told me that happiness was the key to life. When I went to school, they asked me what I wanted to be when i grew up. I wrote down happy. They told me I didn't understand the assignment, I told them they didn't u

উৎকৃষ্টতম বন্ধু

নামের সার্থকতা রক্ষার চেষ্টায় আছি।

উৎকৃষ্টতম বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রোয়ান অ্যাটকিনসন এবং তার অনবদ্য স্টেজ পারফরম্যান্স [একটি ভিডিও ব্লগ]

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯







ইউটিউবে ভিডিও দেখার বেলায় আমি একটি নিয়ম মেনে চলি। তা হল, বিষয়বস্তু নির্বাচন করে সে ভিডিও এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো এক বসায় যতটুকু সম্ভব, দেখে ফেলার চেষ্টা করা। তো গত পরশু বিকেলবেলা কয়েক ঘন্টাব্যাপী ইউটিউব অভিযানের শুরুতেই ভুত চাপল, মিস্টার বিনের এপিসোডগুলো একবার দেখার। মিস্টার বিন কার না ভালো লাগে বলুন? আমি যতবার দেখি ততবারই হাসি।



কিছুক্ষণ পুরোনো এপিসোডগুলো দেখার পর ইউটিউবের ডান পাশের সাজেশন বক্সের বদৌলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করি, রোয়ান অ্যাটকিনসন কর্তৃক সৃষ্ট ভিন্ন এক জগতে। এ জগতে অ্যাটকিনসন একজন স্টেজ পারফর্মার। স্টেজ পারফর্ম্যান্স করলেও এখানে কিন্তু তিনি বিন্দুমাত্র কম যান না। নিজের স্বকীয় অভিনয়বিদ্যার মাধ্যমে এখানেও তিনি দর্শকদের মন জয় করে নেওয়ার ক্ষেত্রে সমান পারদর্শীতার পরিচয় দিয়েছেন।



আজকের এই পোস্টটি আমি সাজিয়েছি, স্টেজে রোয়ান অ্যাটকিনসনের বেশ কিছু অনবদ্য কীর্তির নমুনা দিয়ে। আশা করি এগুলো দেখলে আপনাদের খারাপ লাগবে না।



****





রোয়ান অ্যাটকিনসনের সাথে একটি অদৃশ্য ড্রাম কিটের যুগলবন্দী করা হলে কি পাওয়া যাবে? জানতে হলে চটপট দেখে ফেলুন এই ভিডিওটি।



****





এটি একটি টকশো। আমন্ত্রিত অতিথি একজন মৌমাছি চাষি। বাজে উপস্থাপনা অধিকাংশ ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার কি তা হবে?



****





এবারের টকশোতে আমন্ত্রিত অতিথি হলেন, বিখ্যাত গায়ক এল্টন জন, থুক্কু জন এল্টন। না না এল্টন জন, হুম জন এল্টন না হওয়ার কথা ছিল তার সঠিক নাম.....?



****





রোয়ান আপনাদের শিখাবেন কি করে একটি ডেইটে গিয়ে আপনার সঙ্গীকে পাগল করে দিয়ে আসতে হয়।



****





বিথোভেনের নয় নম্বর সিম্ফোনি শুনুন অ্যাটকিনসনের গলায়, সরি সরি, অ্যাটকিনসনীয় ভাষায়। পুরাই পাঙ্খা।



****





একবার ভাবুন তো আমাদের আপাত দৃশ্যমান এই জগতে কোনো অদৃশ্য মানব বসবাস করলে কি হত? না ভাবাই যায় না...... বড্ড বেশী সুবিধা পেয়ে যেত সে। কি কি সুবিধা পেত তার সামান্য নমুনা চলুন দেখে আসি।



****





একটি ছেলের করুণ মৃত্যুর ঘটনা কি কেউ কখনো হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করতে পারে? তাও আবার ছেলেটির অসহায় পিতার কাছে? অ্যাটকিনসন থাকতে চিন্তা কোথায়? হাসিয়েই ছাড়বে আপনাকে।



****





যারা ইতিমধ্যে প্রথম ভিডিওটা দেখে ফেলেছেন তাদের নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না, এই ভিডিওটি কি নিয়ে। বুঝতে না পারলেও সমস্যা নেই, নির্দ্বিধায় দেখে ফেলুন। অ্যাটকিনসনীয় ভাষা সব বয়সের জন্যে, সব কালের জন্যে।



****





এবার অ্যাটকিনসনকে দেখুন পিজা রাধুনী হিসেবে। ছোট ভিডিও, কিন্তু হাস্যরস সেই আগের মতই আছে।



****





এবার অ্যাটকিনসনের অভিনয় দেখুন ইন্ডিয়ান হিসেবে।



****





অ্যাটকিনসন এবার আপনাদের নিয়ে যাবে নরকের অভ্যন্তরে। চিন্তা করবেন না। হাসতে হাসতে বের হবেন আপনি।



****





দেখুন কিভাবে বিথোভেনের পঞ্চম সিম্ফোনি পরিচালনা করতে হয়।



****





এ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে সবচেয়ে মজার মনে হয় এটাই। যারা সুশীলগিরি দেখাতে গিয়ে এই ভিডিও দেখবেন না সত্যি বলছি, বিরাট জিনিস মিস করে ফেলবেন। মারাত্মক হাসির এটা।



****



পাঠকগণ, আশা করি আপনারা প্রায় সবগুলো ভিডিও এরই মাঝে দেখে ফেলেছেন। পাঁচ নং ভিডিওটিতে অ্যাটকিনসন, খাতা আনতে ভুলে গিয়ে কিছু আবোল তাবোল ভাষা বলা শুরু করে দেয়। চলুন তবে দেখে আসি, পাগল মশাই সেখানে কি বলেছিলেন।



Berlin, Hamburg, Schuhmacher(একজন বিখ্যাত এফ১ রেসিং চালক), Baden-Baden(জার্মানির একটি শহর, স্পা নগরী হিসেবে বিখ্যাত), Lederhosen(এক ধরণের ঐতিহ্যবাহী জার্মান পোশাক), schnell schnell schnell(জার্মান শব্দ। অর্থ দ্রুত কর), ja ja(জার্মানঃ হ্যা হ্যা), nein nein(জার্মানঃ না না), apfelstrudel(আপেলের তৈরি পেস্ট্রি), Hoffmeister(সম্মানিত জার্মান নাম) und Holstenpils(বিখ্যাত জার্মান বীয়ার), Achtung(অ্যাটেনশন), Liebfrauenmilch(জার্মানির তৈরি একপ্রকার মদ) in Porsche(বিখ্যাত পোর্শে কোম্পানি), Umpa, Vorsprung durch Technik(জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি এর শ্লোগান। অর্থ হল প্রযুক্তির মাধ্যমে অগ্রগতি), Sonne(সূর্য) und Blitzen(সান্তা ক্লজের হরিণ), britischer Architekt(ব্রিটিশ স্থপতি), Schweinhund(জার্মান গালিঃ কুত্তা-শুয়োর), Dummkopf(গাধা), ein Bier bitte(একটি বীয়ার দিন প্লিজ), Jürgen Kliensmann(বিখ্যাত জার্মান ফুটবলার) ist kaputt(ধ্বংস), Babalsberger, Himmel(আকাশ অথবা স্বর্গ) Bumm-Bumm(মানুষের পশ্চাৎদেশ), ich bin ein Berliner(আমি বার্লিনের অধিবাসী), Kindergarten, Glühwein(মদ), Wo ist sein Skipass?(তোমার টিকিট কই?), Edelweiß singt Kapitän(ক্যাপটেন এদেলভিস গাচ্ছেন, এদেলভিস একটি জার্মান গান) von Trapp(জার্মান নাম), Dankeschön(ধন্যবাদ), auf Wiedersehen(খোদা হাফেয)।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১

ঢাকাবাসী বলেছেন: চমৎকার উপভোগ করলুম, ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

বোকামন বলেছেন:
রোয়ান অ্যাটকিনসন !!
দেখেছিলাম, আরেকবার সময় করে দেখার ইচ্ছায় পোস্ট সংগ্রহে ....।
১+ এবং পোস্টের জন্য কৃতজ্ঞতা :-)
ভালো থাকবেন।

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। রোয়ান অ্যাটকিনসনের এই শোগুলো বেশী হাসির। যতবার দেখি ততবারই হাসি পায়।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মাক্স বলেছেন: নেটের যে স্পীড অল্প কয়েকটা দেখলাম।
বুকমার্কড!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: পারলে সময় করে সবগুলো দেখে ফেলুন। নেটের স্পীড নিয়ে কিছু বললাম না। আমার এই পোস্ট দিতে আড়াই ঘন্টা লাগসে।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: মেগাবাইট শেষ হয়ে আসছে। দেখতে পারতেছি না। বুকমার্ক করে রাখছি পরে দেখব ভিডিও গুলো। পোস্টে ভাল লাগা। +++++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আশা করি দেখবেন। নিরাশ হবেন না ইনশাআল্লাহ।

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++ দিছি

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: প্লাসগুলো আপনার পক্ষ থেকে মিস্টার অ্যাটকিনসনকে উৎসর্গ করলাম।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

মিঃ বিন দারুন পোস্ট ভাই।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১৫

মাজহারুল হুসাইন বলেছেন: আপনে আসলেই উৎকৃষ্টতম বন্ধু ।

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হা হা হা। আপনাকে ধন্যবাদ।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ!! দারুন এলটন জনের টা দেখে আমি হাসতে হাসতে শেষ!
দারুন একটা পোষ্ট দিয়েছেন!!!! ভালো লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হুম এলটন জনেরটাও বেশ মজার। ধন্যবাদ আপনাকে।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার লাগলো। কোথায় যে পান এইসব! দারুন!

ভালো থাকবেন। আর হঠাৎ হঠাৎ ডুব দেন কোথায়?

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, খায় দায় কাজ কাম না থাকলে এসব করি আর কি।

তবে মজার জিনিস কি বলেন আপনি? মনটা ভালো করে দেয়।

ভাই, পড়াশুনার চাপে পিষ্ট। এই কারণে আসতে পারিনি এতদিন।

১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

সাদরিল বলেছেন: প্রিয়তে রাখছি।সময় নিয়ে দেখতে হবে।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জি ভাই, অবশ্যই দেখে নিবেন।

১১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫

আমি বাঁধনহারা বলেছেন:


সবগুলো দেখা হলো না।যে কয়টা দেখলাম ভালোই লাগলো।শেয়ার করার জন্য ধন্যবাদ ।আশা করি আল্লাহর অপার মহিমায় ভালো আছেন।দো'য়া করি সতত ভালো থাকেন.....।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

১২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

সমস্যাটা কী? বলেছেন: জার্মান থেকে আপনি অনুবাদ করলেন কেমতে???

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: কঠিন কিছু না রে ভাই। গুগল ট্রান্সলেটার থাকতে কষ্ট কিসের?

১৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: ভাল জিনিস দিয়েছেন । +++++

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ

১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

রাতুল_শাহ বলেছেন: চমৎকার।

সরাসরি প্রিয়তে।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

শাওণ_পাগলা বলেছেন: নেট এর যে স্পীড। বুকমার্কড করে রাখলাম। আসতে আসতে দেখবো! সুন্দর পোষ্ট।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি সবটুকুই দেখবেন। খারাপ লাগবে না।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪১

অ্যামাটার বলেছেন: বিন! কিছু জিনিস সারাজীবনই ক্লাসিক হিসেবে বিবেচিত হবে।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১১

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হুম।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

রাতুল_শাহ বলেছেন: নতুন পোষ্ট কখন পাবো ভাইজান?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এই মাসে সম্ভব না ভাই। আগামী মাসে ইনশাআল্লাহ। ভালো থাইকেন।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: জনাব,

একদম নাই হইয়া গেলেন ?

কৈ গেলেন ?

হিটলার কৈ ???????????????

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই, কেমন আছেন? অনেক দিন পর আজ আবার ফেরত আসলাম। আসলে এই কয়েকটা মাস সময় করে উঠতে পারি নাই। অবশ্য আপনাদের কথা আমি ভুলি নাই।

হিটলার আছে। নতুন লেখা আসিতেছে। আগামীকালই দেওয়ার ইচ্ছা ইনশাআল্লাহ।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া, কোথায় হারালেন ?? ব্লগে অনেকদিন পাইনা আপনাকে !! সেই সাথে আপনার চমৎকার পোস্টগুলো !! আশা করি খুব শীঘ্রই ফিরে আসবেন আমাদের মাঝে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই হারাই নাই আসলে। ব্যস্ততার কারনে সময় করে উঠতে পারি নাই। এই যা। আপনি কেমন আছেন?

নতুন লেখা লিখেছি। আগের সিরিজেরই অংশ এটা। কিন্তু আগের সিরিজ তো শেষ করি নাই। মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল। তাই দিব কি দিব না, এমন এক সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। কয়েক দিন আগে মনে হল, যা হবার হবে পুরোপুরি লিখে পোস্ট করেই দিই। সামান্য কিছু এডিটিং বাকি আছে। কালকের মধ্যে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: আপনাদের দোয়ায় ভালোই আছি ভাই। আশা করি আপনিও ভালো আছেন। ব্লগে আবার ফিরে এসেছেন জেনে ভালো লাগছে :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাই... কমেন্টে লাইক দেওয়ার নিয়ম দেখি নতুন যোগ করসে। ভালো

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

ড. জেকিল বলেছেন: মিস করে ফেলছিলাম তো, এখন দেখা সম্ভব না, প্রিয়তে নিলাম, পরে দেখবো।

ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অবশ্যই। সময় করে এক বসাতেই দেইখেন কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.