নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমারেই চিনি না...চিনিবার জন্য ঘুরছি--- দ্বারে দ্বারে---

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই

মুনসী১৬১২

অসুর দিয়ে অসুর দমন সেই অসুরই গাড়ে আসন

মুনসী১৬১২ › বিস্তারিত পোস্টঃ

আমি বেয়াদব বখাটে হতে চাই

০১ লা আগস্ট, ২০১২ ভোর ৫:১৯



আমি বেয়াদব হতে চাই

সমাজের জীর্ণ মুখোশটাকে

টেনে ছিড়ে বেয়াদব হতে চাই



আমার ভীষণ থাপড় দিতে ইচ্ছে করে

ওই বুড়োটার গালে, যার মোটা কাঁচের আড়ালে

প্রাচীণ জগদ্দল পাথর লুকিয়ে থাকে

সুশিলতার চাদরে মোড়া প্রতিটি প্রবীণ পশ্চাদ দেশে

কোসে লাথি দিয়ে আমি বেয়াদব হতে চাই



স্বেচ্ছাচারী অনাচারে আমার

ভোতা ভালটাকে কবর দিতে চাই

আমি বেহায়া বেতমিজ বখাটে হতে চাই



লজ্জ্বার মাথা খেয়ে সত্যের উলঙ্গ দেহটাকে

লোক সম্মুখে আনতে চাই

আমি বেহায়া বেতমিজ বখাটে হতে চাই



আঁধারে বেশ্যার বুকে মুখ লুকানো

কপট মহাপুরুষদের ন্যাংটো ঘোরাতে চাই

আমি বেহায়া বেতমিজ বখাটে হতে চাই





বুড়ো ভামগুলোর পক্ক কেশের

কলপ মুছে দিয়ে আমি

ইঁচড়ে পাকা হতে চাই



আমি বেয়াদব হতে চাই



নিরব গাম্ভীর্যের মলাটে ঢাকা

ভণ্ড সাধনায় ব্যাঘাত ঘটিয়ে

আমি বেয়াদব হতে চাই





আমি নুর হোসেনের মতো বখাটে হতে চাই

যে বিদ্বান মুখে প্রসাব করে অর্ধ উলঙ্গ শরীরে

প্রতিবাদের চিত্র আঁকে

আমি এমন বখাটে হতে চাই



মেকাপে ঢাকা কর্পোরেট রক্ষিতা না সেজে

আমি ফুটপাতের গণিকা হতে চাই

যার দেহে ঘর্মাক্ত কামগুলো আশ্রয় নেয় অকপটে

যে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকে প্রার্থনা গৃহের পাশে

তথাকথিত মহান সংসদের মোটা আঁধারে

যেই সংসদের খিস্তি খেউড়ের চেয়ে পান্থকুঞ্জের

শীৎকার আমার কানে অমিয় সুধা ঢালে

আমি এমন সস্তা পতিতা হতে চাই



আমি বার বার বেয়াদব বখাটে হতে চাই





---তন্ময় ফেরদৌস ভাইয়ের মার দাঙ্গা পোস্টে

মন্তব্য ৬০ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৬:০৬

শিপন মোল্লা বলেছেন: বার বার রেটিং দিতে পারলে ভাল হতো মনের মতো করে রেটিং দিয়ে যেতাম। প্লাস

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ৭:৫০

রাতুল_শাহ বলেছেন: অনুমোদন দিলাম।

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ অনেক.. থিঙ্কু থিঙ্কু

৩| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:২৩

সায়েম মুন বলেছেন: অনেকে দেখি প্লাস দিয়ে গেছে। ভয়ে কথা বলেনি :P

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫

মুনসী১৬১২ বলেছেন: হা হা হা.. কেমন আছেন কবি ভাইয়া

৪| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:২৮

প্রিন্সর বলেছেন: প্লাস ++++++++++

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১০:৩৯

নীলঞ্জন বলেছেন: বাব্বা! এযে বিদ্রোহী!

খুব ভালো+++++++++

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ রইল নীলঞ্জন ভাই

৬| ০১ লা আগস্ট, ২০১২ সকাল ১১:৫৫

তিথির অনুভূতি বলেছেন: স্বেচ্ছাচারী অনাচারে আমি আমার
ভোতা ভালটাকে কবর দিতে চাই

সবটুকুকে দিয়েন না
বিদ্রোহী! ভাবস ভাল লাগল ++

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭

মুনসী১৬১২ বলেছেন: ওকে সবটুকু দিব না ...হি হি

ধন্যবাদ আপু

৭| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:১২

হাসান মাহবুব বলেছেন: জ্বালাময়ী কবিতা! ইচ্ছের বাস্তবায়ন হোক।

অনেক টাইপো রয়ে গেছে। শুধরে নিয়েন।

০১ লা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৮

মুনসী১৬১২ বলেছেন: কয়েক শুধরালাম ..


ধন্যবাদ ভাই...কেমন আছেন

৮| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩২

সায়েম মুন বলেছেন: ভাল আছি কবি। ভাল থাকুন।

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

৯| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪১

আমিভূত বলেছেন: poste ++++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১০| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
আমিও হতে চাই X(


+++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১১| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

জেমস বন্ড বলেছেন: :)

++++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৪

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১২| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৬

পুরান ঢাকাইয়া বলেছেন: সমাজের ওই জীর্ণ মুখোশটাকে
টেনে ছিড়ে ফেলে আমি বেয়াদব হতে চাই
++

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৫

মুনসী১৬১২ বলেছেন: চলুন হই

১৩| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঝাঝালো কবিতা।পোস্টে ভালোলাগা।

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৫

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১৪| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৮

গাধা মানব বলেছেন: ++++

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:০৬

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১৫| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩১

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ফাডাই ফালাইতে ইচ্ছে করছে...

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:০৬

মুনসী১৬১২ বলেছেন: খাইছে ......হা হা হা

১৬| ০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় প্লাস ।

আমিও বেয়াদব হতে চাই !

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:১৮

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

১৭| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:৫৪

ফারিয়া বলেছেন: সব ইচ্ছারা সত্যি হয়না....

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:১৯

মুনসী১৬১২ বলেছেন: মাঝে মাঝে তবু ইচ্ছে করে

১৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৪৫

কথক পলাশ বলেছেন: আপনার মন্তব্যিতা (মন্তব্য+কবিতা) গুলো ইউনিক হয় মুনসী ভাই।
দারুণ।
মারদাঙ্গা কবিতাই বটে।

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:১৯

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ রইল

১৯| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:১৫

জোবায়ের নিয়ন বলেছেন: আমি মেকাপে ঢাকা কর্পোরেট রক্ষিতা না সেজে
ফুটপাতের গণিকা হতে চাই
যার দেহে অকপটে ঘর্মাক্ত কামগুলো আশ্রয় নেয়
যে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকে প্রার্থনা গৃহের পাশে
তথাকথিত মহান সংসদের মোটা আঁধারে


দারুন লিখেছেন।ভাল লাগা সহ ++++++

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:২০

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২০| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:১৯

মাহবু১৫৪ বলেছেন: মারাত্তক


কইষা ভাল লাগা এবং প্রিয়তে ।


+++++++

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:২০

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ অনেক

২১| ০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৫১

যাযাবর৮১ বলেছেন:
বাফুরে বাফু বেফোখ লিখছেন :-B ++++++++++++++++


মনের কষ্টে দিলাম পোস্টু :(
যাযাবরের মনে অনেক কষ্টু :((
সময় করে যাবেন পইড়া :|
নাইলে কিন্তু আসুম উইড়া :-B

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:২০

মুনসী১৬১২ বলেছেন: যাব যাব

২২| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১:০০

পরাগ জাফর বলেছেন: দারুণ লিখেছেন, এক্কেবারে মনের কথা লিখেছেন

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:২১

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২৩| ০২ রা আগস্ট, ২০১২ রাত ৩:১২

বেঈমান আমি বলেছেন: শুশিলতার চাদরে মোড়া প্রতিটি প্রবীণ পশ্চাদ দেশে
আমি কসে লাথি দিতে চাই
আমি বেয়াদব হতে চাই


সেম হিয়ার +++++++++++++++++++++++++++++++++

০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:২১

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২৪| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৪৩

মোঃমোজাম হক বলেছেন: কমেন্ট করার ভাষা নেই :)

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:১২

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২৫| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৪৬

রাশমী বলেছেন: একদম ন্যায়বান নীতিবানের ইচ্ছা!! ভাল লাগলো আসলেই!! পোস্টে প্লাস!!

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:১৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২৬| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৪:৫০

রাশেদ হাসান নোবেল বলেছেন: plus

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:১৩

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

২৭| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৫:০৩

ইসরা০০৭ বলেছেন: বিদ্রোহী!!!

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:১৪

মুনসী১৬১২ বলেছেন: একটু.....ধন্যবাদ

২৮| ০২ রা আগস্ট, ২০১২ সকাল ৭:৩০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কি কমেন্ট করব বুঝতেছিলাম না :|

০২ রা আগস্ট, ২০১২ সকাল ৯:০৯

মুনসী১৬১২ বলেছেন: তাই ....হি হি

ধন্যবাদ অনেক

২৯| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:০০

শ্রাবণ জল বলেছেন: :|

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৪১

মুনসী১৬১২ বলেছেন: :|

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

স্বপ্নবাজ শয়ন বলেছেন: অনেকদিন পর মনের মত একটা কবিতা পড়লাম,,,আপনি অসাম,,,

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মুনসী১৬১২ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.