নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্যর্থ হতে পারি তবে পরাজিত নই।

আসীমের মাঝে মিল্কীওয়ে গ্যালক্সীর এক ক্ষুদ্র নক্ষত্রের চারদিকে ঘুর্ণনশীল এক গ্রহের ট্রি অফ লাইফ এর ক্ষুদ্র এক অস্তিত্ব আমি।

রজিন

আর্কিওলজির প্রতি প্রবল আগ্রহ। ইন্ডিয়ানা জোন্স কিংবা রবার্ট ল্যাংডন হবার স্বপ্ন দেখি।

রজিন › বিস্তারিত পোস্টঃ

আমার পড়া সেরা কিছু অনুবাদ বই

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

বই পড়ার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই।প্রাইমেরী পাশ করার থেকেই দেশী-বিদেশী ভিনিন্ন লেখকের গল্প-উপন্যাস পড়ার অভ্যেস।সেই থেকেই বই আমার নিত্যদিনের সঙ্গী।জুলভার্নের বই পড়ে যেমন পেয়েছি এডভেঞ্জারের স্বাদ,শার্লক হোমস পড়ে যেমন ডিটেকটিভ হওয়ার ইচ্ছা পোষণ করতাম,তেমনি আনা ফ্রাঙ্কের ডায়েরী পড়ে হু হু করে কেদেছি।জীবনের বিভিন্ন সময়ে পঠিত সেরা কিছু অনুবাদ বইয়ের একটা তালিকা তৈরী করলাম।-



গ্রেট এক্সপেক্টেশন- চার্লস ডিকেন্স

পিপ নামে এক ইংরেজ ছোকরার গল্প। তার বড়ো হওয়ার গল্প। সে অপরাধীদের সাহায্য করছে, নিজের ভালবাসার মানুষটাকে খুঁজছে, আবার এক বুড়ি বিধবাকে পুড়ে মরতেও দেখছে। তার নিজের জীবনের সবচেয়ে বড়ো আশাগুলো ব্যর্থ হচ্ছে। উপন্যাসের শেষে দেখা যাবে, সে তার পুরনো প্রেমিকাকে খুঁজে পাচ্ছে।



দ্য আলকেমিস্ট- পাওলো কোয়ালহো

অসাধারন একটা বই । জীবনটাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারার মত বই।সান্তিয়াগো নামে এক তরুন স্ব্প্নচারীর নিজেকে পাওয়ার গল্প বলা হয়েছে এখানে।



অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট- এরিখ মারিয়া রেমার্ক

প্রথমবার পড়ে চোখের পানি আর আটকিয়ে রাখতে পারিনি।পল বোমান নামক সতের বছরের এক কিশোর,রঙিন স্ব্প্ন দেখার যখন সময় তখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধে ।লেখক বুঝিয়েছেন যে, হাজার বছরের সভ্যতাও মানুষের পশুত্বকে মুছে দিতে পারেনি।পল বোমার চরিত্রটার মাধ্যমে লেখক নিজের জ়ীবনের প্রথম বিশ্বযুদ্ধের ভয়ংকর অভিজ্ঞতাই ফুটিয়ে তুলেছেন।



সোফিস ওয়ার্ল্ড- ইয়স্তেন গার্ডার

দর্শনভিত্তিক উপন্যাস।সোফি এমুন্ডসেন নামক চোদ্দ বছর বয়েসী এক কিশোরীর সাথে পরিচয় ঘটে আলবার্টো নক্স নামে এক রহস্যময় দার্শনিকের সাথে যে তাকে নিয়ে প্রাক-সক্রেটিস যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত পাশ্চাত্য দর্শনের এক অসাধারন অভিযাত্রায়।একসময় তারাই দর্শনগত প্রহেলিকার জালে আটকা পড়ে।



থ্রি কমরেডস- এরিখ মারিয়া রেমার্ক

যুদ্ধোত্তর জামার্নীর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পা ফেলে চলেছে তিনজন প্রাক্তন সৈনিক।সমস্ত বিশ্বাস ভেঙে জেগে রয়েছে শুধু অটুট বন্ধুক্ত আর প্রেম।তাদেরই এক জনের অপ্রত্যাশিত অকুন্ঠ আত্নত্যাগের কাহিনী এই থ্রি কমরেডস।



দ্য লস্ট ওয়ার্ল্ড-স্যার আর্থার কোনান ডয়েল

প্রফেসর চ্যালেঞ্জার ও তার দল এমন এক স্থান আবিষ্কার করে যেখানে আধুনিক মানুষের পা পড়েনি, ডাইনোসরের মত অনেক অদ্ভুত অদ্ভুত জীব সেখানে আজও টিকে আছে। এ নামে বিটিভিতে ছোটবেলায় এক ডাবিংকৃত টিভি সিরিজ দেখতাম। অনেকেই বোধহয় জানে না যে এই সিরিজের মূল শার্লক হোমসের লেখক আর্থার কোনান ডয়েলের উপন্যাস থেকে নেয়া।



দ্য গডফাদার- মারিও পুজো

এই উপন্যাস সম্পর্কে জানেননা এ রকম লোক খুঁজে পাওয়া কঠিন।আর যারা মোটামুট বইপত্র পড়েন, তাদের প্রায় সবাই উপন্যাসটি পড়েছেন।ভিটো কর্লিয়ানি আর তার পরিবারকে কেন্দ্র করে এর কাহিনি গড়ে উঠেছে।গডফাদারের সেই বিখ্যাত উক্তি-“প্রতিটা মানুষের জীবনেই এক সুনির্দিষ্ট নিয়তি থাকে”-এর মর্মার্থ মাইকেল কর্লিয়ানি চরিত্রটার মাধ্যমেই বিশেষভাবে ফুটে উঠেছে।পারিবারিক ব্যবসা থেকে দূরে সরে থাকতে চাইলেও নিয়তিই শেষ পর্যন্ত তাকেই গডফাদার বানালো।



ট্রেজার আইল্যান্ড-রবার্ট লুইস স্টিভেনসন

জিম হকিন্স নামে এক রোমাঞ্চপ্রিয় কিশোর বাস করে সমূদ্র তীরের এক শহরে।সে ও তার মা সেখানে একটি সরাইখানা পরিচালনা করে।একদিন সেই সরাই খানায় এসে উপস্থিত হয় এক বদরাগী মেজাজের ঝগড়াটে ক্যাপ্টেন।লোকটি হঠাৎ মারা গেলে তার একটি সিন্দুক থেকে একটি মানচিত্র পাওয়া যায় যা জিম এবং শহরের কিছু লোককে নিয়ে যায় এক দুঃসাহসিক অভিযানে।যেখানে তারা মোকাবেলা করে জলদস্যু ও বিশ্বাস ঘাতকদের।



লা মিজারেবল-ভিক্টর হুগো

জা ভালজা নামক এক হতভাগার জীবনের ঘটনা-দূর্ঘটনার কাহিনী। জা ভালজা চরিত্রটি ভিক্টর হুগোর এক অমর সৃষ্টি। এক টুকরো রুটির জন্য তাকে খাটতে হয়েছে ২০ বছরের জেল। বারবার জেল আর পালানোর মধ্যে কেটেছিল তার জীবন।



আনা ফ্রাঙ্কের ডায়েরী

উপন্যাসের ট্রাজেডী অনেক পড়েছি,তবে বাস্তব ট্রাজেডী যে গল্প-উপন্যাসের চেয়েও অনেক বেশি কষ্টের তা আনা ফ্রাঙ্কের ডায়েরী না পড়লে বোঝা যায় না।মাঝে মাঝে এই বইয়ের দুই-এক পাতা উল্টালেও মন বিষন্ন হয়ে ওঠে।



মিথলজি- এডিথ হ্যামিলটন

মিথলজি হ্যামিল্টনের বিশ্ববিখ্যাত ক্লাসিক, সর্বকালের সর্বাধিক বইগুলির মধ্যে অন্যতম।অলিস্পাসের গ্রীক দেবতাকূল থেকে ভ্যালহাল্লার নর্স দেবতাগণ সম্বন্ধে মন্ত্রমুগ্ধকারী মিথগুলো অতি নিখুতভাবে বর্নিত হয়েছে। সংগ্রহে রাখার মত একটি বই।



মিস্ট্রিরিয়াস আইল্যান্ড- জুলভার্ন

ক্লাস সেভেনে থাকতে পড়েছিলাম।কাহিনীর বিশেষ কিছু মনে নেই।দূর্ঘটনার ফলে ক্যাপ্টেন হার্ডিং ও তার দল এক রহস্যময় দ্বীপে আটকা পড়ে। যেখানে একের পর এক ঘটতে থাকে অপ্রত্যাশিত ঘটনা।শেষ পর্যন্ত জুলভার্নের আরেকটি ক্লাসিক ‘টুয়েন্টি থাউজেন্ড লিগস অর্ডার দ্য সি’ এর অসমাপ্তিত ক্যাপ্টেন নিমো ও নটিলাসের কাহিনী উটঘাটিত হয়েছে।



স্মৃতির পাতা উল্টিয়ে দেখলাম যে অনেক প্রিয় বই সম্পর্কে দুই তিনটা শব্দও মনে করতে পারি না, আবার চার-পাচ বছর আগে পড়া বই সম্পর্কেও স্পষ্ট ধারনা আছে। :( :( :(

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লা মিজারেবল ছাড়া একটাও পড়ি নাই....



:( :( :( :(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১০

রজিন বলেছেন: :P :P :P

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩১

লিন্‌কিন পার্ক বলেছেন:
লা মিজারেবল বইটা মাত্র শেষ করলাম !

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

রজিন বলেছেন: 'হাঞ্চব্যাক অব নৎরডাম' নামে ভিক্টর হুগোর আরেকটি নামকরা বই আছে। পড়ে দেখতে পারেন। :)

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১১

মামুন রশিদ বলেছেন: আপনার বই পড়ার প্রতি আগ্রহটা বেশ ভালো লাগলো ।


আমি স্টুডেন্ট লাইফে প্রচুর পড়ার সুযোগ পেয়েছি । আপনার লিস্টের বেশিরভাগ বই আমার পড়া । কিন্তু কর্মজীবনে আসার পর বেসিক বইগুলো পড়ার সুযোগ খুব কম পাই ।


চমৎকার পোস্ট +++

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

রজিন বলেছেন: প্লাস ও মন্তব্যের জন্য ধন্যবাদ। কর্মজীবনের শত কাজের মধ্যেও যেন বেশি বেশি বই পড়ার সুযোগ পান সেই শুভকামনা রইলো। :)

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:০৯

অদৃশ্য বলেছেন:





বেশ ভালো লাগলো... আরো লিখতে থাকুন
কথা হবে...

শুভকামনা...

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

রজিন বলেছেন: আমি এখনও ওয়াচে আছি। তাই স্বাভাবিকভাবেই কোনো পোস্ট দিলে মাঝে মাঝে কমেন্ট/প্লাস স্বল্পতার কারনে নতুন কিছু লেখার আগ্রহ হারিয়ে ফেলি। আবার আপনাদের মত কিছু ব্লগারের উৎসাহমূক মন্তব্যের ফলেই আবারো লেখার আগ্রহ ফিরে পাই। আমি আমার সাধ্যমত ভালো লেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫০

ব্যান্ড পার্টি বলেছেন: কয়েকটা পড়া, ভাল লিখেছেন। গ্রেট এক্সপেকটেশন সবচেয়ে ভাল্লাগছিল + + + + +

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২২

রজিন বলেছেন: গ্রেট এক্সপেকটেশন আমারও অনেক প্রিয়। তাই তো লিস্টের প্রথমেই ওইটার নাম দিলাম।

৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

সপ্নাতুর আহসান বলেছেন: ফ্রি ডাউনলোড লিঙ্ক দিতে পারেন। বইগুলো আবার পড়ার ইচ্ছা।
দ্য গডফাদার- মারিও পুজো এইটা আপাতত দ্যান, পড়তে থাকি। পারলে লিঙ্ক গুলো অ্যাড করে দিয়েন।
ধন্যবাদ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

রজিন বলেছেন: লেখক বলেছেন: দ্য গদফাদার- Click This Link

লা মিজারেবল- http://adf.ly/5DiL5

অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট- Click This Link

দি এ্যালকেমিস্ট(পাওলো কোয়েলহো): http:// http://www.mediafire.com/?75sy21wp7b5ya4x

বাকি বেশিরভাগ বইয়ের পিডিএফ হয়নি। এবং কয়েকটা বইয়ের পিডিএফ লিঙ্ক error আসে।
কমেন্টের জন্য ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.