![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনজাগরণ আন্দোলন শুরু হওয়ার দিন থেকে অফিসে ব্যস্ততার কারণে গণমঞ্চে যেতে পারি নি! তবে মোবাইল এ সবসময় সামু, আলু আর ফেবুর আপডেট নিয়েছি, শেয়ার করেছি। কাল অফিস থেকে ফেরার পথে এক অজানা টানে গণমঞ্চের পথে পা মাড়ালাম। দূর থেকে শত শত আলোর ফোয়ারা আর হাজার হাজার সংগ্রামী জনতার গগনবিদারী দাবী আদায়ের সুদৃঢ় প্রতিধ্বনি ধীরে ধীরে স্পষ্ট হয়ে কানে বাজতে থাকে আর তার সাথে মনের ভেতর কেমন যেন এক অজানা আলোড়ন জেগে উঠলো যা আরও প্রকম্পিত হল যখন সমাবেশের ঠিক মাঝখানে পৌছুলাম! শ্লোগানের ঢেউয়ে ঢেউয়ে স্বরের ধ্বনি পরিবর্তিত হতে থাকল, রূপ নিলো এক অচেনা চেতনার দাবী আদায়ের সংগ্রামী কণ্ঠস্বরে। ভালবাসা গভীর হলে হৃদয়ে যেমন এক বাঁধভাঙ্গা ঝড়ের বাতায়ন শুরু হয় ঠিক তেমনি আকুল আবেগ আমাকে ঘিরে ধরে, অনুধাবন করি দেশমাতৃকার প্রতি অসাধারণ এক ভালবাসার অনুভূতি।
যারা এ আন্দোলনের বিরোধিতা করছেন দয়া করে শুধুমাত্র একবার জাগরণের মঞ্চে এসে দেশপ্রেমকে নতুন করে জাগিয়ে যান, আপনিও আমার মত বাড়ি ফেরে বলবেন "যেন কেমন কেমন করে"। আমি জানি আমরা সবাই দেশকে অনেক ভালবাসি, তবে কেন নিজের অন্তর আত্মার সাথে এ লুকোচুরি?
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
htusar বলেছেন: হুম