নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথা সোজা বাংলায়...

পরে বলব!

মূর্ধন্য

সময় খুব খারাপ চলছে! মন মেজাজ ভাল না!

মূর্ধন্য › বিস্তারিত পোস্টঃ

আমি নিরব শ্রোতা হইয়া রহিলাম - সংযত হইয়া রহিলাম!

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

বড় সমস্যাটা এখানেই, সমাজ-ধর্ম "আমাদের" অস্ত্র হাতে নিতে শেখাইনি, শেখাইনি যুদ্ধ করতে, শিখিয়েছে সহনশীলতা-কম্পোমাইজ! সেটাই করে আসছি... তবে হ্যাঁ "ধর্মযুদ্ধ" এর কথা বলা আছে... ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা; এ ধর্ম আঘাত করার জন্য না, এ যুদ্ধ নিজেকে রক্ষার, নিজের পরিচয়, ধর্ম আর দেশকে রক্ষার।



এক একজন ধর্মগুরু ঘোরে ফিরে শ্রী চৈতন্য মহাপ্রভু আর ভগবান বুদ্ধের বাণী ঝাড়েন... "এ জগতে আমরা পাপ করে জন্মেছি, এ অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ হলো, "হরি নামেইবো হরি নামেইবো হরি নামেইবো কেবলম, কলৌ নাস্তেইবো কলৌ নাস্তেইবো গতির অন্যথা" অর্থাৎ সর্বদা হরি নাম জপ করুন, এ ছাড়া আর কোন গতি নেই" আরে খারি হরি নাম জপেই যদি বসে থাকলাম তবে, ঘর সংসার, পরিবার পরিজনের রক্ষা করবে কে?



একদিকে বলেন, ক্ষত্রিয়ের ধর্ম ধর্মযুদ্ধ তবে তা নিজেকে রক্ষার, নিজের পরিচয়, ধর্ম আর দেশকে রক্ষার, হিংসাত্মক আঘাত করার জন্য না - সদা সংযত! অন্যদিকে বলছেন হরি নামেইবো কেবলম।



আমার বাড়ি জ্বলছে, পরিবার পরিজনের আজ কোন নিরাপত্তা নেই, মন্দির বিগ্রহ জ্বলছে... এখন কি করবো? সংযত থাকতে থাকতে, হরি নামেইবো কেবলম করতে করতে, চরনামৃত চাখিয়া, প্রসাদ খাইয়া, ধুপ-ধুনা-আগর জ্বালাইয়া, তুলসী সেবা করিয়া আর কীর্তনের তালে তালে দেহ দোলাইতে দোলাইতে শরীর-মন চুপসাইয়া গেছে!

বড় সমস্যাটা এখানেই, সমাজ-ধর্ম "আমাদের" অস্ত্র হাতে নিতে শেখাইনি, শেখাইনি যুদ্ধ করতে, শিখিয়েছে সহনশীলতা-কম্পোমাইজ! সেটাই করে আসছি... তবে হ্যাঁ "ধর্মযুদ্ধ" এর কথা বলা আছে... ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা; এ ধর্ম আঘাত করার জন্য না, এ যুদ্ধ নিজেকে রক্ষার, নিজের পরিচয়, ধর্ম আর দেশকে রক্ষার।



এক একজন ধর্মগুরু ঘোরে ফিরে শ্রী চৈতন্য মহাপ্রভু আর ভগবান বুদ্ধের বাণী ঝাড়েন... "এ জগতে আমরা পাপ করে জন্মেছি, এ অভিশাপ থেকে মুক্তির একমাত্র পথ হলো, "হরি নামেইবো হরি নামেইবো হরি নামেইবো কেবলম, কলৌ নাস্তেইবো কলৌ নাস্তেইবো গতির অন্যথা" অর্থাৎ সর্বদা হরি নাম জপ করুন, এ ছাড়া আর কোন গতি নেই" আরে খারি হরি নাম জপেই যদি বসে থাকলাম তবে, ঘর সংসার, পরিবার পরিজনের রক্ষা করবে কে?



একদিকে বলেন, ক্ষত্রিয়ের ধর্ম ধর্মযুদ্ধ তবে তা নিজেকে রক্ষার, নিজের পরিচয়, ধর্ম আর দেশকে রক্ষার, হিংসাত্মক আঘাত করার জন্য না - সদা সংযত! অন্যদিকে বলছেন হরি নামেইবো কেবলম।



আমার বাড়ি জ্বলছে, পরিবার পরিজনের আজ কোন নিরাপত্তা নেই, মন্দির বিগ্রহ জ্বলছে... এখন কি করবো? সংযত থাকতে থাকতে, হরি নামেইবো কেবলম করতে করতে, চরনামৃত চাখিয়া, প্রসাদ খাইয়া, ধুপ-ধুনা-আগর জ্বালাইয়া, তুলসী সেবা করিয়া আর কীর্তনের তালে তালে দেহ দোলাইতে দোলাইতে শরীর-মন চুপসাইয়া গেছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.