নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথা সোজা বাংলায়...

পরে বলব!

মূর্ধন্য

সময় খুব খারাপ চলছে! মন মেজাজ ভাল না!

মূর্ধন্য › বিস্তারিত পোস্টঃ

সময় এখনো কখনোই অতিবাহিত হয়নি!

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৯

একটা সংসার ভাঙে সমঝোতার অভাবে - স্বামী এবং স্ত্রীর মধ্যে কোন এক কারণে মনমালিন্যটা দেখা দিলো ব্যাস, আশেপাশের মানুষজন দুই গ্রুপ হয়ে কেউ স্বামী কেউ স্ত্রীকে দুনিয়ার সব মন্ত্রণা দিবেন! যা... হয়ে গেল, ডিভোর্স পর্যন্ত গড়ালেও অবাক হওয়ার কিছু নেই! ভাবখানি এমন যেন ওনারাই সারা জীবন ইনাদেরকে স্বামী/স্ত্রীর আদর-সোহাগ দিয়ে লালিত করবেন।



এখানে কি হওয়া উচিৎ ছিল? ছোট্ট ভুল-বুঝাবুঝিটা রোমান্টিক অথবা সাহি একটা সময় নির্বাচন করে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেন, তবে শর্ত থাকে যে, নিজের ইগোটাকে সম্পূর্ণ বিসর্জন দিতে হবে, কেননা - "রেগে গেলেন তো হেরে গেলেন"। রেজাল্টটা জানা - মিটমাট হবে, ইভেন অন্যই বলবেন, সরি আসলে রাগের মাথায় তোমায় অনেক কড়া কথা শুনিয়েছি! আর ওনি বলবেন, ধুর তুমি সরি হবা কেন, সরি হবো আমি...... ল্যাব ল্যাব লা!



ধুর, কিসের মধ্যে কি! বসলাম, রাজনীতির সহজ পাঠ নিয়ে দু-একটা কথা কইতে......



তো, আমেরিকানরা নাকি একটা কাজে হাত দেয় পাঁচশত বছরের প্লান করে, আর আমরা...? আসি রাজনীতির কথায়, ঈমানের সহিত বুকে হাত দিয়া বলেন তো কতজন রাজনৈতিক আছেন যারা সেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমেছেন। যদি কষ্ট হয় তবে থাক, বুঝে নিয়েছি...... এই যদি অবস্থা হয়, আরে উল্লুকের দল, রাজনীতির পেছনে এতো দৌড়ঝাঁপ কেন?



কি আর, কাড়ি কাড়ি টাকা খরচায়ে নির্বাচিত হয়ে প্রথম দুই তিন বছর উসুল করতেই সময় শেষ, আবার সামনে নির্বাচন, সময় কিছু ইমেজ তৈরি করার... দিন পাল্টাইসে, এখন জিনিসপত্রের যা দাম টাকা উসুল করে ফান্ড পড়তে গড়তে পরবর্তী নির্বাচন দরজায় এসে ঠুকা দেয়...... যাহ! ধরা খাওয়াতো নিশ্চিত! ফলাফল, বিরোধী পক্ষ বিশাল ভুটে জয়ী...



লজিক্যাল হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গাণিতিক যুক্তি বিশ্লেষণ করতে হবে, তবেই নিজের আসন পোক্ত হলো। আর সাথে লয়ালটি, ব্যবহার ইত্যাদি থাকা বাঞ্ছনীয়... সময় এখনো কখনোই অতিবাহিত হয়নি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:০৫

আলফা-কণা বলেছেন: lekha valo lagche boro elta + dilam.

১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪০

মূর্ধন্য বলেছেন: বড় একট ধন্যবাদ.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.