![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গয়নার বাক্স ছবিটা ডাউনলোড দেয়ার পর অনেকদিন ফাইল বন্ধি করে রেখেছিলাম; কেন জানি দেখার রুচি হয়নি। আজ যখন মুভি দেখতে বসলাম তখন দেখি স্টক শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে একটা মুভি ডাউনলোড এ দিয়ে অনিচ্ছা সত্ত্বেও মুভিটা নিয়ে বসলাম। পনেরো মিনিট পার হয়নি মুভিটার প্রতি একটা ইন্টারেস্ট জেগে উঠলো। শেষ পর্যন্ত নিশ্চুপ মগ্ন ছিলাম। অন্য রকম একটা থিম, অন্য রকমের একটা ভালো লাগা, কেমন যেন অন্য রকম.।.।
মুভির একদম শেষ দিকে এসে মুক্তিযুদ্ধের কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছে সাকুল্যে ১৫ মিনিট মাত্র! একটা শিহরণ জাগানিয়া.।.।.। মুক্তিযুদ্ধের "ঘটানুঘটিক কোন বাড়াবাড়ি" একদম নেয়। অল্প জায়গায় কেমন যেন বিস্তর একটা অনুভূতিকে কি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিম্পিলি অসাধারণ।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে রচনা ও পরিচালনা করেছেন অপর্না সেন।
অনলাইনে দেখুন এখান থেকে।
ডাউনলোড করুন এখানে।
টরেন্ট ডাউনলোড করতে চাইলে এখানে।
নিঃস্বার্থ দেশপ্রেমীদের বিনম্র শ্রদ্ধা।
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০
মূর্ধন্য বলেছেন: কইতে পাড়ুম না, আমিও সরি
২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১
শায়মা বলেছেন: হা হা
না না স্যরি হবার দরকার নেই আবার খুঁজবো আমি বইটা।
৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০
মাহবু১৫৪ বলেছেন: ছবিটা আমার বেশ লেগেছে দেখে।
হাল্কা কমেডি আর ইতিহাসের অংশ মিলে দারূণ এক মিশ্রণ।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
মূর্ধন্য বলেছেন: আসলেই, ককটেল বলা যেতে পারে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭
শায়মা বলেছেন: এই ম্যুভিটা পাওয়া যায়

কিন্তু বইটাতো খুঁজেই পাওয়া যাচ্ছে না।