নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথা সোজা বাংলায়...

পরে বলব!

মূর্ধন্য

সময় খুব খারাপ চলছে! মন মেজাজ ভাল না!

মূর্ধন্য › বিস্তারিত পোস্টঃ

স্মোকারদের জন্য সুখবর! – সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সি-ক্কা ফিল্টার! ;) B-) :D :P

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

ছবি এইখানে...



অনেকেই যারা আছেন সিগারেন ছাড়তে পাড়ছেন না, আবার ভয়ও পান তাঁদের জন্য সুখবর। মূর্ধণ্য আপনাদের জন্য নিয়ে আসলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সি-ক্কা (সিগারেট-হুক্কা) ফিল্টার। যারা গ্রামাঞ্চলে বাস করেন বা গ্রামাঞ্চল থেকে তারা নিশ্চয় হুক্কা সম্পর্কে অবগত আছেন।



ছবি এইখানে...



একটা সময় ছিল যখন গ্রাম কিবা শহরের সবাই তামোক খেতো। কেউ একজন সিগারেট ধরালে হাঁ করে তাকিয়ে থাকতো কেননা তখন সিগারেটের তেমন একটা চল ছিলনা। ছিল শুধু হরেক রঙ আর ঢঙের হুক্ক, যা কৃষকের হাতে হাতে ঘুরতো, সাথে থাকতো তামুকের পুতলি আর ম্যাচ।



ছবি এইখানে...



এখনো অবশ্য তামুকের দেখা পাওয়া যায় তবে তা আধুনিক লেবাসে সীসা হয়ে গেছে। এখনও কদাচিৎ বিলাসবহুল আড্ডাখানা আর ডিস্কো ক্লাব আর পার্টিতে দেখা যায়। মাঝে মাঝে আমরাও কক্সবাজারে একটু আধটু লুকিয়ে ছুপিয়ে সুখটান দিই। আমার কথা কি, আব্বু আর দাদি’র জন্য তামুক সাঁজাতে গিয়ে কতবার যে ছোটবেলা টান মেরেছি আর খ্যাঁক খ্যাঁক কেসেছি তার ইয়ত্যা নেই।



থাক সে সব কথা, আর কথা না বাড়িয়ে চলুন তামুকের যুগ পার করে আসা মানুষগুলো সিগারেটের মধ্যে তাকুকের সাধ নিই আর সিগারেটের টারগুলো পানিতে চুবিয়ে মারি! X(



সি-হাঁড়ি বানানোর সহজতম উপায়গুলো ধাপে ধাপে... ;)



উপকরণঃ

একটি টাইগারের বোতল, একটি ছয় টাকা দামের রিফিল পাইপ কলম দুইটি, একটি স্ক্রু ড্রাইভার আর আগুন।



ধাপ ১

প্রথমে রিফিল পাইপ কলমগুলো থেকে মুখ ও ক্যাপ খুলে নিন।



ধাপ ২

গ্যাসের চুলা অথবা একটি মোমবাটি জালিয়ে তাঁতে স্ক্রুড্রাইভারটির আগা গরম করুন। এবার টাইগারের বোতলের পেতের ঠিক মাঝখানে গরম স্ক্রুড্রাইভারটি দিয়ে কলমের পাইপের ব্যস অনুযায়ী ছিদ্র করে পাইপটিকে বোতলের তলা পর্যন্ত ঢোকান।



ধাপ ৩

কলমের মুখের পকেট ক্লিপটি ভেঙ্গে আগুনে গলিয়ে গলা অংশের ফোঁটা দিয়ে পাইপ ও বোতলের চারপাশ সিলগালা করুন।



ধাপ ৪

কলমের মুখের অপর বন্ধ পাশটি একটি ধারালো ব্লেড অথবা ছুরি দিয়ে সুন্দরকরে কাঁটুন আর পূর্বপদ্ধতিতে পাইপের মুখে লাগিয়ে সিলগালা করে দিন।



ধাপ ৫

এবার অন্য পাইপটি হাতে নিয়ে ঠিক মাঝখান বরাবর আগুনের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে ১২০ ডিগ্রি এঙ্গেলে বাঁকা করুন। টাইগারের মুখের ক্যাপটির ঠিক মাঝখানে স্ক্রুড্রাইভার দিয়ে পূর্বের পদ্ধতিতে পাইপটির জন্য ছিদ্র করুন আর পাইপটির বাঁকা অংশের অর্ধেক ঢুকিয়ে আবারো সিলগালা করে দিন এবং বোতলে পানি তিনভাগের একাংশ পূর্ণ করে পাইপসহকারে ক্যাপটি বোতলের মুখে শক্ত করে লাগিয়ে দিন।



ধাপ ৬

বোতলের পেতে লাগানো পাইপের মুখে লাগানো কলমের মুখের ভিতর একটি বেলাল এন্ড হেলাল সিগারেট লাগিয়ে আগুন ধরান আর ছোট বাচ্চাদের জুস খাওয়ার মতো করে বহিরাংশের পাইপ মুখে পুড়ে সুখটান দিন। B-);):P



বিঃ দ্রঃ ১। এটি একটি সম্পূর্ণ ফান পোষ্ট। :P

২। ক্যামেরার চার্জ চলে যাওয়া আর চার্জার চলে যাওয়ার জন্য পুরো ধাপের ছবি দিতে পারিলাম না। /:)

৩। “কয়ি কাম নেহি তো খই ভাঁজ” থিয়োরির বশবর্তি হয়ে এই টোউটরিয়ালটি পাওয়ার আপনাদের সৌভাগ্য হয়েছে। B-):D



পরিশেষেঃ সিগারেট ছেড়ে দিতে চাচ্ছি, অথবা প্লিজ সিগারেটকে আমায় ছেড়ে দিতে বলেন। দোহায় লাগে। /:):|:(( ধন্যবাদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১০

সাহাদাত উদরাজী বলেছেন: মনে করায়া দিলেন!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

মূর্ধন্য বলেছেন: তবে তো সাহাদাত ভাইয়ের হুক্কা সাজানো আর টানার অভিজ্ঞতা আছে, নাকি? ধরা খেয়েছিলেন কখনো? আমি তিন-চারবার ধরা খাইসি.। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.