![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোকেয়া প্রাচীও এখন আল্লামা শফী সাহেবকে তওবা কত্তে শিখাচ্ছেন!! আমি বলছি না যে, শফী শাহেব ১০০% শুদ্ধ!! মানুষ মাত্রই ভূল, তবে তেঁতুল সম্পর্কিত মন্ত্যব্যে সকল পুরুষ একমত হৈপে!!
আর আগেও বলেছি, যে একমত হবে না তার উচিৎ শীঘ্রই হারবাল সেন্টারের টোটকা সেবন করা!!
কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই, ব্যাবহারের সাথে সাথেই রেজাল্ট!!
আর প্রাচী ম্যাডামের ন্যায় নাট্যকর্মীর জন্য বিফলে মূল্য ফেরত!!
২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
রাজনীতির ভাষা বলেছেন: কি অইছে বাই?
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০
অন্যরকম একজন বলেছেন: অবাক হইনি ।রসগোল্লা,কলা,চকলেটের প্যাকেটের পর এবার নারীকে তুলনা করা হল তেতুলের সাথে।হু,এই সমাজে তো নারীরা খাদ্যদ্রব্যই ।নাহলে কী আর দেড় বছরের মেয়েশিশুর রক্তাক্ত লাশ দেখতে হয় নাকি !বাই দ্য ওয়ে,কুৎসিত কামনাগুলোকে দমিয়ে মানুষ হবার জন্য কি কোন টোটকা পাওয়া যায়?সেক্ষেত্রে কারো কারো জন্য একটু রেকমেন্ড করা যেত ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯
জগ বলেছেন: তেতূলের সাথে তূলনা করার ঊদ্দেশ্য নারীর পর্দা করা।
কুৎসিত কামনাগুলোকে দমিয়ে মানুষ হবার জন্য কোন টোটকা পাওয়া যায় না, কিন্তু পর্দা পাওয়া যায় - এইটা জ্ঞান পাপীরা বুঝে না।
৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
বাঁচাল বলেছেন: জগ ভাই কি বিবাহিত?
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২
জগ বলেছেন: সেইটা দিয়া আপ্নের কি দরকার?
৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩
একিউমেন০৮ বলেছেন: ঠিক বলেছেন......এইটা জ্ঞান পাপীরা বুঝে না
৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১
অন্যরকম একজন বলেছেন: তেনার উদ্দেশ্য যদি হয় হিজাবের প্রতি সবাইকে উৎসাহিত করা দেন আই অ্যাডমায়ার হিজ নিয়ত। কিন্ত,সেটা যদি হয় এই ভাষায় তাহলে আমার তাতে আপত্তি আছে ।দেশে-বিদেশে অনেক ইসলামিক স্কলার আছেন যাদের বয়ান শুনে নিতান্তই আগ্রহহীন মানুষও একেবারে কঠিনভাবে হাদিস ফলো করতে শুরু করে ।কিন্ত ভাষা যদি হয় এরকম তাতে হীতে বিপরীত হবার সম্ভাবনা ১০০ ভাগ।হিজাব নিয়ে কুরানের যত আয়াত আছে,হাদিস আছে তার কোনটা আমার না পড়া আছে বলে মনে হয় না ।কই?কোনটিতে কোন খাদ্যের সাথে নারীকে তুলনা দেওয়া হয়েছে।মূল স্পিরিট থেকে সরে গিয়ে এরকম কুৎসিত বয়ান দিয়ে ক্ষতি ছাড়া লাভটা কী হতে পারে?কেউ যদি সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোন থেকে,যাবতীয় রেফারেন্স সহ হিজাবের গুরুত্ব তুলে ধরতে চান তা করার স্বাধীনতা তার ১০০ বার আছে।কিন্ত কথায় কথায় নারী মানেই চটকদার মাল এইজাতীয় ইঙ্গীত কোন মানসিকতার পরিচয়?এদেশে তো অনেক ছেলেই আজকাল টুপি,পাঞ্জাবী পরছে,দাড়ি রাখছে।তারা কি ধর্ষিত হবার ভয়ে এগুলো করছে নাকি?অবশ্যই না ।সুন্নাহের প্রতি ভালবাসা থেকে করছে ।তবে নারীদের ক্ষেত্রে মটিভেশনের কায়দা কেন হবে ভিন্ন?
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
জগ বলেছেন: শফি সাহেবের কথা সুশীল টাইপের হ্য় নাই - এইত?
শফি সাহেবরা সুশীল না এবং ঊনারা সরাসরি সহজ সত্য কথা বলেন, এইটাই সুশীলদের সহ্য হ্য় না।
৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বাচাঁল ভাই আপনার জন্য মুনে কয় - পাতিলা খুজিবে
কইয়া ফালান ব্যাচলর
৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
অন্যরকম একজন বলেছেন: আমার কমেন্ট যে আপনি কিছুই ধরতে পারেন নি তা ক্লিয়ার।ওকে,আদিওজ।আপনার মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না ।আল্লামা শফিই যদি হন আপনার কাছে ইসলামি স্কলারদের আইকন তাহলে আমার এখানে কথা বলাই বৃথা ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬
জগ বলেছেন: মাসিক হওয়ার পর থেকেই প্রত্যেক মেয়ে পুরুষদের আকর্ষণ করা শুরুকরে দেয় ।-- শিরষেন্দু মুখোপাধ্যায়।
গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশুরই মতো।-- হুমায়ুন আজাদ।
প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা নুনু চায় । এই নুনু এর জন্য পুরুষদেরহিংসা করে ।-- ফ্রয়েড
এরা কোন মাদরাসায় পড়েন নাই । তারপর ও এরা এসব বলতে পারেন। তাইলে যারা মাদরাসায় পড়ে তাদের নারী বিদ্বেষী,নারী অবমাননাকারি বলেন কিভাবে?? রুচি যার যার ব্যাক্তিগত ব্যাপার। প্রত্যেকের বক্তব্যকে তারপ্রফেশনের সাথে না মিলাইলেও চলে ।
৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: রোকেয়া প্রাচীরা এখন আর তেুতুলের মধ্যে পরে না বৃদ্ধা হয়ে গেছে। অবশ্য সৌদ মার্কা পাবলিকের লোল মেয়ে দেখলেই পরে।
১০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০
আমি ব্লগার হইছি! বলেছেন: আল্লামা শফিই যদি হন আপনার কাছে ইসলামি স্কলারদের আইকন তাহলে আমারও এখানে কথা বলাই বৃথা ।
১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
নীল জানালা বলেছেন: আগে কাঠ মোল্লা কৈত মাইনষে আর এখন কৈব তেতুল মোল্লা।
যার তার নামের সামনে আল্লামা বসানোটা ঠিকনা জনাব খালি জগ। খালি কলসির মতন আম্নেও বাজেন এট্টু বেশি।
১২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪২
চায়না০০৭ বলেছেন: তা ভাই নিজের ঘরের মা, বোন, খালা,ভাবী, ফুফু, ভাইজি . ভাগ্নি , এরাও তো তেতুল ,,,,,,,,,,,,, লালা ঝরে না কি? শফির তো ঝরে.........
১৩| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১
এই আমি সেই আমি বলেছেন: বিএনপির খোকা বলেছিল ওরা ক্ষমতায় এসে শফি হুজুরদের ঢাকায় ডেকে এনে খুশি করে চট্টগ্রামে ফেরত পাঠানো হবে । এই হুজুর দের কিভাবে বিএনপি খুশি করবে ?
১৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
অন্যরকম একজন বলেছেন: "তাইলে যারা মাদরাসায় পড়ে তাদের নারী বিদ্বেষী,নারী অবমাননাকারি বলেন কিভাবে?? "
বড়ই আজিব,আমি কোন সময় ঢালাওভাবে মাদ্রাসা ছাত্রদের নারী অবমাননাকারী বললাম?ইন ফ্যাক্ট,আমি ত উপরের কোন কমেন্টেই 'মাদ্রাসা' শব্দটা লিখিনি।কথা তো বলতেও ভয় হচ্ছে ।পাছে বলি এক আর বোঝেন আরেক।যাহোক,আপনি ভুল বুঝলেও অন্যরা বুঝবে আশা করি ।
যেসব লেখকের লেখা উপরের কমেন্টে কোট করেছেন তারা আমার চোখে কোন মহাপুরুষ নন।তাদের ধ্যান ধারনায়ও গলদ থাকতে পারে।তবে আমি এ-ও জানিনা যে লাইনগুলোর আগে পরে কী ছিল ।আজাদের সাথে ধর্মের ব্যাপারে মেলে না বিধায় সচেতনভাবেই তার লেখা এড়িয়ে চলি ।কিন্ত,যতটুকু পড়েছি এবং জেনেছি,তিনি নারীবিদ্বেষী নন বরং এদেশের নারীবাদী লেখকেদের মধ্যে অন্যতম ছিলেন ।মনোসমীক্ষনের জনক ফ্রয়েডের লেখাও তেমন পড়া হয়নি বিধায় মন্তব্য করতে পারছি না ।আর শীর্ষেন্দুর লাইনটার সাথে কনফিডেন্টলি একটা কথা যোগ করতে চাই সেটা হল-মাসিক হওয়ার পর থেকেই প্রত্যেক মেয়ে পুরুষদের আকর্ষণ করা শুরুকরে দেয় ।(বাই দ্য ওয়ে উনি কী প্রাকৃতিকভাবে মেয়েদের যে আকর্ষন করার ক্ষমতা সেটার কথা বলেছেন নাকি,আকর্ষনের চেষ্টার কথা বলেছেন? দুইটা কিন্ত দুই জিনিস।চেষ্টা সবার থাকে না ,ক্ষমতা বেশিরভাগেরই থাকে।)সেই সাথে তারা ঠিক সমপরিমাণ আকৃষ্ট হয় তাদের আশেপাশের সমবয়সী ছেলেদের প্রতি ।
আধুনিক বিজ্ঞান কিন্ত বলছে নারী-পুরুষের পরস্পরের প্রতি যে আকর্ষন তা সমান।শুধু পার্থক্য এই যে নিজের পেশীশক্তি দিয়ে নারীকে ক্ষতবিক্ষত করার যে প্রবৃত্তি পুরুষের মধ্যে দেখা যায়,নারীর মধ্যে পুরুষের প্রতি সেরকম কোন প্রবনতা দেখা যায় না ।নারীর প্রতি পুরুষের যে সহিংস আচরন তার শেকড় কিন্ত হাজার বছরের পুরোনো।নারীরা যখন আক্ষরিক অর্থেই অবরোধবাসিনী ছিলেন তখনও বিভিন্ন যুদ্ধে পরাজিত রাজ্যের নারীদের শারীরিকভাবে ভোগ করত জয়ী যোদ্ধারা।এই উপমহাদেশের নবাবদের হারেমের কালো অধ্যায় সম্পর্কে কম বেশি তো সবাই জানে ।এভাবেই যুগে যুগে নারীরা হয়েছে নির্যাতিত,আর তা জাস্টিফাই করা হয়েছে নানা অজুহাতে। যার ধারা হিসেবে এই যুগে আমরা উপহার পাচ্ছি নাবালিকা,নিস্পাপ মেয়ে শিশুদের রক্তাক্ত যোনী আর লাশ ।
বিলিভ মি,এই আমাকে প্রতিদিনই কোন না কোন পুরুষ সহকর্মী বা পথের যাত্রীর তিন চতুর্থাংশ নিতম্ব দেখতে হচ্ছে ।আমি ত তাদের সাথে শারীরিক সম্পর্কের রগরগে ভাবনায় মেতে উঠছি না,ঘেন্নায় চোখ ফিরিয়ে নিচ্ছি ।আমার জায়গায় ্যে কোন মেয়ে হলেই তা করবে।খুব বেশি হলে ফিক করে একটু হেসে ফেলবে হয় তো ।কিন্ত,এ নিয়ে কাউকে কোন খারাপ কথা শোনানো,কারও উপর হামলে পড়ার চিন্তাও করবে না ।তাই বলে কি আমাদের কোন আকর্ষন নেই ছেলেদের প্রতি?অবশ্যই আছে।আমরা পথে ঘাটে অন্যকে কষ্ট দিয়ে তার চর্চা করি না ।
আমি অনেকদিন ধরেই আশা করে আছি তেঁতুলতত্ববাদী আহমদ শফী হয়তবা এবার ছেলেদের কোমরের পাঁচ ইঞ্চি নিচে থেকে প্যান্ট পরা,পথেঘাটে চেন খুলে প্রস্রাব,বিল্ডিংয়ের নিচে দিয়ে লুঙ্গীর গিঁট বাঁধতে বাঁধতে যাওয়া,ইত্যাদি বিষয়েও দিক-নির্দেশনা দেবেন।কিন্ত,মনে হচ্ছে এই আশা দূরাশাই রয়ে যাবে ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
নষ্ট ছেলে বলেছেন: রোকেয়া প্রাচীদের মত চেটের বালদের শফিরা দুই পয়সার দামও দেয় না।