![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পাবলিক রিলেশনস" ভিত্তিক একটি বিল্ডিঙ্গের যদি তিনটি তলা বা স্তর চিন্তা করেন, তাহলে তার তিন তালায় আছে সরকার, দোতলায় সুশীল সমাজপ্রসূত লেখকবৃন্দ এবং নীচতলায় ম্যাঙ্গো পিপল।
পাবলিক রিলেশনসে আ'লীগের সবচেয়ে বড় ব্লান্ডার হচ্ছে, মূলধারার ঐ দোতলাটাকে তারা ছেড়ে দিয়েছে পুরোপুরি ভাবে বামপন্থীদের হাতে। গাফফার চৌধুরীকে যতই গালি দিন, গাফফার বামও না ডানও না, গাফফার হচ্ছে আওয়ামী লীগ। এই রকম খাঁটি আওয়ামী লীগের রাইটারদের অভাবের কারণে পাবলিক রিলেশনসের ক্ষেত্রে গভমেন্টের ফান্ডামেন্টাল ডিসট্যান্সট তৈরি হয়েছে।
ভাবছেন প্রথম আলো, আনিসুল হক, মতিউর রহমান, মাহফুজ আনাম এরা সব আওয়ামী লীগ? না। ভুল। এরা আওয়ামী লীগ না। এরা হচ্ছে আওয়ামী "ঘেঁষা" বাম। খাঁটি আর "ঘেঁষা"-তে তফাত আছে। বাংলাদেশের মত দেশে মানুষের ইসলামিক অনুভূতি কেমন, তার গুরুত্ব কী আর তাৎপর্য কী, সেটা একটা খাঁটি আ'লীগার ভালো ভাবেই জানে। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের জন্ম, অতএব ধর্মের অবস্থান কোথায় এবং এ নিয়ে নাড়াচাড়া কেমন হওয়া উচিত, সে কথা খাঁটি আওয়ামী লীগের না জানার কথা না।
...
কিন্তু বামরা সেটা জানে না।
বামরা ধর্মকে দেখে কার্ল মার্কসের দৃষ্টিতে। ইসলাম তাদের চোখে জীবন বিধান না, ইসলাম তাদের চোখে মার্কসের ভাষায় "আফিম"। ইসলাম তাদের চোখে মুমিনের আশ্রয়ও না। ইসলাম তাদের চোখে মার্কসের ভাষায় নিপীড়িতের দীর্ঘশ্বাস"। সে কারণে তারা হেফাজতকে দেখে কুচক্রীর চ্যালা হিসেবে, দাড়ি টুপিধারীদের দেখে জঙ্গী বা মূর্খ হিসেবে। আর ইসলামকে ভালোবাসা ও আল্লাহ রাব্বুল আলামীনকে আনুগত্য দানকারী মানুষদের দেখে মূর্খ, অন্ধকারে নিমজ্জিত আর ভুল পথে পরিচালিত গরুর পাল হিসেবে।
আপনি খেতে চান ডেয়রি ড্রিংক- লাসসি, মিল্কশেক ইত্যাদি, কিন্তু স্ট্র-তে মেখে রেখেছেন লাইম-জুস বা লাইম সিরাপ, তাহলে আপনি দুধের টেস্ট পাবেন কোত্থেকে? গ্লাসের দুধ তো স্ট্র-এর লাইমে মিশে অন্য স্বাদের আপনার মুখে যাচ্ছে। আর লাইম যদি সেইরকম কড়া হয়, তাহলে একটু একটু করে বিষক্রিয়াও হচ্ছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি খালি বলছেন, দুধটা টক কেন? আওয়ামী লীগ হারছে কেন? আপনি বলছেন গাজীপুর ছুটল কেন? দুধ এমন লাগে কেন? কিন্তু আপনি স্ট্র বদলাচ্ছেন না।
এই বিষকৃত দুধ একটু খেলে কিচ্ছু হয় না। কিন্তু দিনের পর দিন খেলে মানুষ মারা যায়। এভাবেই নিজেদের বিষকৃত সাথী এই বামাচারীদেরকে স্ট্র হিসেবে ব্যবহার করতে করতে আ'লীগ ইনশাল্লাহ একদিন মারা যাবে।
ফেসবুক: X-Ray X-Ray
২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
কষ্টবিলাসী বলেছেন: এভাবেই নিজেদের বিষকৃত সাথী এই বামাচারীদেরকে স্ট্র হিসেবে ব্যবহার করতে করতে আ'লীগ ইনশাল্লাহ একদিন মারা যাবে।
সেই দিনের অপেক্ষায়।
৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
বেলাল আহমদ খান বলেছেন: চরম বলেছেন আপনি!! "আ'লীগ ইনশাল্লাহ একদিন মারা যাবে"
৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
aiman_jancw বলেছেন: হুম আওয়ামীলীগ জা করছে তাই তাদের বিপক্ষে যাচ্ছে ইদানীং। এভাবে ছলতে থাকলে তারা অচিরেই মারা যাবে
৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯
গ্যাম্বলার বলেছেন:
বামদের এক নম্বর কাজ হল -আওলীগের পাছায় বাশ ঢুকানো......
৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
ঢাকাবাসী বলেছেন: এটার মারা যাওয়াই যথাযথ। ভাবছি তখন এটার নেতা নেত্রিদের কি হবে? বেগুনগাছে আকশী দিয়ে বেগুন পাড়বে!
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
দুরন্ত-পথিক বলেছেন: এক দিন দেখব তাই হবে।