নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগ

জগ

জগ

ঢাকা থেকে জগ বলছি

জগ › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধের অপরাধ !

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০





বৃদ্ধের অপরাধ

***********



তিনি দেখিয়েছেন, আদর্শিক প্রেরণা থাকলে কিভাবে ৯৩ বছর বয়সেও একটি দেশকাঁপানো আন্দোলন গড়ে তোলা যায়।



তিনি দেখিয়েছেন, কিভাবে বিভিন্ন দূতাবাসে হাজিরা না দিয়েও গণমানুষের নেতা হওয়া যায়।



তিনি দেখিয়েছেন, কিভাবে দ্বিতীয় গোপালগঞ্জে নৌকা ডুবিয়ে দেয়া যায়।



দেশের ৭৫% গ্রামীণ জনগোষ্ঠির এই নেতা বীরদর্পে রাজধানীতে এসে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে যাওয়ায় যেসব শহুরে আঁতেল তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মনোপলি খোয়ানোর ভয়ে আছেন, তাদের আগেই বোঝা উচিত ছিল, রাজনীতি কেবল এসি রুমে গলাবাজি আর রাষ্ট্রদূতদের সাথে গলা ভেজানোর নাম নয়।



এদেশের রাজনীতি তো তাদেরও - যারা কখনো এসি দেখেনি, যারা শত রৌদ্র-তাপকে উপেক্ষা করে ক্ষেতে গিয়ে আপনাদের জিডিপি বিষয়ক সেমিনারের রসদ চালু রেখেছে কিংবা যেসব অশিক্ষিত মায়েরা কখনো দুই মিনিটে ম্যাগী নুডুলস ভেজে দেয়নি।



বৃদ্ধের আনস্মার্ট গ্রামীণ ভাষায় আপনাদের শহুরে জাত্যাভিমানে যতোই আঘাত লাগুক, আপনারা কোট-টাই লাগিয়ে যতই বৃদ্ধের জাত-উদ্ধার করুন, আপনাদের সুশীল হওয়ায় দেশের ওই ৭৫% মানুষের কিছুই যায় আসে না!



কৃতজ্ঞতা: Asif Rahman

Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

জহির উদদীন বলেছেন: আল্লামা সফি সাহেব বলেছেন নারীরা তেতুলের মত,
কথাটা ১০০% সত্যি , এবং তিনি কথাটা বলেসেন মেয়েদের পর্দা করা প্রসঙ্গে ব্যাখ্যাঃ

তেতুল যখন তার খোলস (পর্দা ) দ্বারা আবৃত থাকে তখন সেই তেতুল দেখলে কারো মুখে জল আসে না বা তার টক বৈশিষ্ট আকৃষ্ট করেনা।কিন্তু সেই তেতুল যদি খোলস (পর্দা ) ছাড়া থাকে ,তবে তা দেখলে সবার মুখেই একটু না একটু জল আসবেই এটাই প্রকৃতির নিয়ম, আর আমাদের দৃষ্টি যাবেই সেদিকে।
""মেয়ে""আর মেয়ে মানুষ:::::আল্লহ রাব্বুল আলামিন মেয়েদের গঠন করেছেন এত সৌন্দর্য আর রূপে যা বেপর্দায় (খোলস ছাড়া ) থাকলে ছেলেদের দৃষ্টি যাবেই, ইভটিজিং হবেই ,ধর্ষন হবেই, বেহায়পনা এবং চোখের জেনা & মনের জেনা হবেই। এটাই প্রকিতির নিয়ম, আর আমাদের দৃষ্টি যাবেই সেদিকে।
তাই মেয়েদের পর্দা করার গুরত্ব অপরিসীম এ বিষয়টি বুঝাতে গিয়েই তিনি তেতুলের সাথে মেয়েদের তুলনা করেছেন আর এটা অনেক যৌক্তিক একটা বিষয় বটে। আর এটা বুজার ক্ষমতা যাদের নাই তাদের দেখে খুবই কষ্ট আর লজ্জা হয়।

২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

ম্যানিলা নিশি বলেছেন:

এই লোক সুরা আল আহজাবের ৩৩নং আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছেন।

ঐ আয়াত কেবল নবী ( সঃ ) এর স্ত্রীদের জন্য প্রযোজ্য ছিল,কিন্তু তিনি বাংলাদেশের মহিলাদের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে চান,দেখুন ....

[32] হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।

[33] তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।

সুরা আল আহজাব

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

জগ বলেছেন: ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।

[সুরা নূর: ৩১]

৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

জগ বলেছেন: সিনেমার কোন item dancer-কে টাইট পোশাক পরিয়ে বাংলাদেশের রাস্তায় হাঁটতে বলেন আর দেখেন কত পারসেন্ট পুরুষ নিজের কাজ রেখে হা করে তাকিয়ে থাকে ! জিব দিয়ে লালা পড়ে কিনা/তেতুল বলবেন কি'না সেটা বড় কথা না ! বড় কথা উনি কি বুঝাতে চেয়েছেন ? মহিলারা আলাদা বিশ্ববিদ্যালয়, বাস, ব্যাঙ্ক, বাসের ছিট কেন চায় ???

৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

ম্যানিলা নিশি বলেছেন:

জহির উদদীন @

নারীদের তেতুলের সাথে অবশ্যই তুলনা করতে পারেন যদি নারী বলতে আপনার কেবল তাদের কথাই মাথায় আসে যাদের কাছে আপনি পর পুরুষ।

বাসায় আপনার মেয়ে, বোন, স্ত্রী আর আপনার মায়ের কথা স্মরণ রাখলে নারীদের তেতুলের সাথে তুলনা করতে পারবেন না,আপনার রুচিতে বাঁধা উচিত।

তার পরও যদি একমত না হন তবে দোয়া করি আল্লাহ আপনাকে এক হালি কন্যার পিতা করে দেন। তখন হয়ত আপনার মত পরিবর্তন হবে ;)

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

জগ বলেছেন: বাসায় আপনার মেয়ে, বোন, স্ত্রী আর আপনার মায়ের কথা স্মরণ রাখলে নারীদের তেতুলের সাথে তুলনা করতে পারবেন না,আপনার রুচিতে বাঁধা উচিত।

"স্ত্রী" বাদে বাকিদের ক্ষেত্রে একমত।

কিন্তু মা, বোন, মেয়ে কে পরপুরুষরা যাতে তেতুল না ভাবে, সেই ব্যাপারে আপনার আমার কি কোন কর্তব্য আছে?

৫| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

ম্যানিলা নিশি বলেছেন:

জনাব পোষ্টদাতা

আমার ২নং কমেন্টের বোল্ড করা অংশ নিয়া মাথা খাটান- যদি খাটানোর মতন কিছু জিনিস সেখানে থাকে।

৬| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

জহির উদদীন বলেছেন: @ ম্যানিলা নিশি
শুনে রাখো হে রোকেয়া প্রাচীর সন্তানেরা! আমরা এই দেশকে দিল্লী হতে দেবনা। ধর্ষনের রাজধানী হতে দেবনা।
আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
যেদিন ছাত্রলীগ ক্যডার ধর্ষনের সেঞ্চুরী করে মিষ্টি বিতরন করেছিল তখন কোথায় ছিল তোমাদের সম্মান?
যখন পরিমলের মত শিক্ষকেরা ছাত্রীদের সম্ভ্রম কেড়ে নেয় তখন কোথায় থাকে মানবন্ধন?
মহিলা কলেজের হোস্টেলে যখন অসংখ্য ছাত্রী পরিচালকের খাদ্যে পরিনত হয় তখন কোথায় থাকে তোমাদের গর্জন?
নাইট ক্লাবে যখন নারীদের পণ্যের মত দরদাম করা হয় তখন কোথায় থাকে রোকেয়া প্রাচী?
মঞ্চে মাইক পেতে যখন দেহ বিক্রি করতে হয় তখন থাকে তোমাদের সমানধিকার?
তাই অযথা লাফালাফি করে লাভ নাই।

৭| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

ম্যানিলা নিশি বলেছেন:

"স্ত্রী" বাদে বাকিদের ক্ষেত্রে একমত

সাফি সাহেব নারীদের তেতুলের সাথে তুলনা করেছেন যাদের মধ্যে বাসায় আপনার মেয়ে, বোন, স্ত্রী আর আপনার মাও আছেন। এবং আপনাকে বলছেন আপনার বন্ধুর মেয়ে, বোন, স্ত্রী আর মাকেও একই দৃষ্টিতে দেখতে।এই সাহস তিনি কোথায় পান!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬

জগ বলেছেন: এবং আপনাকে বলছেন আপনার বন্ধুর মেয়ে, বোন, স্ত্রী আর মাকেও একই দৃষ্টিতে দেখতে।

আরে আজিব, কি কথার কি মানে করলেন?

আপনার মাথা ঠিক আছে?

৮| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

ম্যানিলা নিশি বলেছেন:

জহির উদদীন @

আপনার এবং সাফি সাহেবের জন্য আদর্শ জায়গা হল...... "হেলমান্দ"
সেখানেই যান।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

বেলা শেষে বলেছেন:
অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভূলবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে; এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ।

আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য, যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

হে ঈমাণদারগণ! বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহন করা তোমাদের জন্যে হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দংশ নিয়ে নাও; কিন্তু তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতা করে! নারীদের সাথে সদ্ভাবে জীবন-যাপন কর। অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন।

যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা কর এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাক, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহর মাধ্যমে গ্রহণ করবে?

তোমরা কিরূপে তা গ্রহণ করতে পার, অথচ তোমাদের একজন অন্য জনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে।

যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। কিন্তু যা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ।

তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

বেলা শেষে বলেছেন: 4 An-Nisa

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[4:1]

হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.