![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহ! আওয়ামী লীগ সরকারের পারফরমেন্স তো দেখি দিন দিন নিম্নগামী! প্রথম বিরোধী শক্তি বিএনপির সাথে সিটি কর্পোরেশন নির্বাচনে ৫-০ তে হেরে, দ্বিতীয় বিরোধী শক্তি জামায়াতের সাথে গওহর রিজভীকে দিয়ে সম্পর্ক পূন:প্রতিষ্ঠার প্রচেষ্টার পর এখন হেফাজতের পেছনে লেগেছে!
সারাদিন প্রধানমন্ত্রী-মন্ত্রী থেকে শুরু করে উনাদের বুদ্ধিজীবী ও তল্পীবাহক মিডিয়া এখন প্রিন্সিপাল আহমেদ শফির ওপর বয়ান করে যাচ্ছে। হে: হে: হে:, এরপর মনে হয় জাগপার শফিউল আলম প্রধানকে ধরবে।
২০০৮ সালের নির্বাচনে যে উনাদের বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ ঐ প্রিন্সিপাল শফির সমর্থনের জোরে নির্বাচিত হয়েছেন, এমন কী মাত্র মাস দুই/এক আগেও যে উনারা হেফাজতের সাথে হাসান মাহমুদকে দিয়েই মিমাংসার চেষ্টা করেছেন, সেটা কী সবাই্ ভুলে গেছে? এমন কী পবিত্র হেরা গুহাকে একজন বিশিষ্ট ইসলামিস্ট নারীর জননাঙ্গের সাথে তুলনা করা 'থাবা বাবা' নামক ব্লগারকে 'শহীদ' ঘোষনার সময়ও উনাদের 'নারী চেতনা' বা 'ইসলাম চেতনা'র কথা কেউ ভুলে যায় নাই।
কী আর করা বিএনপির সাথে জিততে পারছে না, জামায়তের সাথে জিততে পারছে না অন্তত: হেফাজত বা জাগপার সাথে না জিতলে তো মান সম্মান আর থাকে না।
আপনার সবাই আওয়ামী লীগের জন্য একটু খাস দিলে দোয়া খায়ের করেন।
কৃতজ্ঞতা: Akm Wahiduzzaman ভাই
২| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
ভাবসাধক বলেছেন: হেফাজতে ইসলাম কে না বলবে কেন? আহমদ শফী হুজুর কি তোমাগো আকাম করতে বাধা দেয়, ডলাডলি করতে নিষেধ করে...........। আহারে চু চু চু...। কি আর করা তোমরা যেই হারে মা-বোনদের রেপ শুরু করছ...৫ বৎসরের বাচ্চারে পর্যন্ত রেহাই দিতেছ না আবার সেঞ্চুরি পর্যন্ত করে ফেলতাছ। বে-রশিক হুজুর এই আকাম করতে নিষেধ করে.......।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩
মোমেরমানুষ৭১ বলেছেন: দিন বদলের হাওয়া লেগেছে আম্লীগের ঘরে। হেফাজত ছাড়া গতি নেই।