নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানি_______

মরণের আগে

আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে

মরণের আগে › বিস্তারিত পোস্টঃ

রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন তোমরা বেশী খেওনা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

২০০৫ সালের কথা। দীপালিদের বাসায় নিয়ম ছিল যে সে খাবে রাতের ভাত, আর দুপুরে খাবে তার ভাই। এই নিয়মের পিছনে জিরো ফিগারের বাসনা না - ছিল তার বাবার চাল কেনার অক্ষমতা। একদিন সন্ধ্যায় দীপালীর ভাই এমনই ক্ষুধার্ত ছিল যে সে তার বোনের রাতের ভাগটুকু খেয়ে নেয়।



প্রায় ২৪ ঘন্টার অভুক্ত দীপালি যখনদেখে তার ভাত তার আপন ভাই চুরি করেছে তখন অভিমানে তার কন্ঠ রুদ্ধ হয়ে আসে। আর কোনদিন যেন বাবা-মার কাছে ভাত না চাইতে হয়, তাই সে কন্ঠে কাপড় জড়িয়ে ঝুলে পড়ে। জীবনের মত সে তার ভাগের ভাতটা ভাইকে দিয়ে যায়।



আমরা জানি আত্মহত্যা মহাপাপ। তবে আমরা এটা জানিনাযে আজ রাতে আমাদের হাঁড়ি ধোয়ার সময় যে ভাতগুলো ফেলেদেয়া হবে তাতে দীপালির ভাগ ছিল। যতই জনসংখ্যা বাড়ুক, এই দুনিয়াতে আল্লাহ যত মুখ সৃষ্টি করেছেন তাদের সবার খাবারের ভাগও তিনি রেখেছেন। যখন কেউ কারো মুখের গ্রাস কেড়ে নেয় তখন মানুষ অনাহারে আত্মহত্যা করে। গরীব মানুষের মুখের গ্রাস শুধু মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো একা কেড়ে নেয়না, আমরাও নেই।



রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন তোমরা বেশী খেওনা। যদি খাও তবে অপর ভাইয়ের ভাগ খেয়ে ফেলতে পার। আমরা শুধুইযে বেশী খাই তা নয়, বেশী খেতে খেতে ক্লান্ত হয়ে উচ্ছিষ্টাংশটি ডাস্টবিনের কুকুরদের সমর্পণ করি। চারপেয়ে এবং দু’পেয়ে কুকুর। বাংলাদেশে বিয়ে বাড়িতে মোচ্ছব চলে প্লেটভর্তি করার। পিজা হাট অফার দেয় – এস কত খেতে পার। সিয়াম মানে সংযম কে বলেছে? সিয়াম মানে রাক্ষসের মত খাওয়া, যত বেশী খাওয়া যাবে ততই লাভ। সারা বছরে মাত্র একবার পিজা হাট ইসলামের শিক্ষাকে বুড়ো আঙুল দেখায় – সেটা রমাদান মাসে। সিয়াম মানে সংযম কে বলেছে? যিনি দশ পদের কমে ইফতার করেননা তিনি?আমেরিকায় দেখেছি মসজিদ মসজিদে মুফতে ইফতার দেয়। মানুষ ডিসপোজ্যাবল প্লেট ভরে খাবার নেয়, কিছুটা খায়,কিছুটা ছড়ায় তারপরে প্লেট ভাজ করে ট্র্যাশে ফেলে দেয়।বিরিয়ানি ভর্তি প্লেট। রুটি-মাংশ ভর্তি প্লেট। নাশপাতি-আঙুর-খেজুর ভর্তি প্লেট। বাবা-ছেলে পাশাপাশি বসে একই কাজ করে। ফেলে দেয়ার আগে একটুও হাত কাঁপেনা। মাথায় একটুও আসেনা যে সোমালিয়াতে সেই মূহুর্তে মানুষ ইফতার করছে শুধু বাতাস দিয়ে।



সৌদি আলিমদের কাছে ফতোয়া জানতে চাচ্ছে – তাদের সেহরিতে খাবার কিছু নেই, ইফতারেও কিছু জোটেনা; তাদের রোজা হবে তো? সৌদি মুফতি উত্তর দিতে পারেননি, ঝরঝর করে কেঁদেছেন।আমরা কেউ প্রশ্নটা শুনতে পাইনি। আমরা তখন খেতে ব্যস্তছিলাম।



পৃথিবী কত বদলে যায়। এইতো বছর পঞ্চাশেক আগেও সোমালিয়াকে বলা হত আফ্রিকার রুটির ঝুড়ি। সেই সবুজ আজ কোথায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে গরু-ছাগলের পাল। মানুষের পাল এখন খোঁয়ারে থাকে। আইএমএফ দয়া আর মমতার বাঁধনেবেঁধে রেখেছে ওদের। ভালবেসে ঋণ দিয়েছে। তারপর বাতলে দিয়েছে ঋণ শোধের উপায়। এই বাঁধন কি আর ছেড়া যায়? বিজ্ঞানীরা বলবেন ক্লাইমেট চেঞ্জ – জলবায়ুর পরিবর্তনের কারণেই নাকি এ দুর্ভিক্ষ। পশ্চিমা মিডিয়াবলবে আল-শাবাব মুসলিম চরমপন্থীদের জন্যই আজ এই দশা। খিলাফাতওয়ালারা বলবে তাগুতের তাবেদার সরকারের দোষ। আমি কিছু বলবনা। আমার চোখে ভাসতে থাকবে বিশাল সব ট্র্যাশব্যাগ। কালো কালো ট্র্যাশব্যাগ। একটা ব্যাগে যে পরিমাণ খাবার ফেলে দেয়া হয়েছে তাতে একটা গ্রামের সবগুলো ক্ষুধার্ত মানুষ পেটপুরে খেতে পারত।



COLLECTED

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

লাবনী আক্তার বলেছেন: সচেতনতামূলক পোস্ট। পোস্টে ++++++++

আসলেই আমাদের খাবার নষ্ট করা উচিত নয়। সোমালিয়ার মানুষগুলো দেখলে অনেক কষ্ট লাগে। :( আল্লাহ তাদের সহায় হোক। আমিন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

মরণের আগে বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

আল্লাহ তাদের সহায় হোক। আমিন।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

মনসুর-উল-হাকিম বলেছেন: +++
মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, যাযাকাল্লহু খাইরান, শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ-তায়ালা আমাদেরকে হেদায়েত দিয়ে উম্মতে মুহাম্মাদী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] হিসাবে কবুল করে দুনিয়া ও আখেরাতে সকল নেক কামিয়াবী দান করুন -আমীন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

গাজী সালাহউদ্দিন বলেছেন: আফ্রিকার দুর্ভিক্ষের জন্য পরিবেশ নয় - পশ্চিমা যড়যন্ত্র নাকি দায়ী ? কোথায় যেন পড়েছিলাম ।

সারা দুনিয়ায় মানুষ অপচয় করে কিন্তু দানের বেলায় সবার হাত ছোট । আর আমাদের রাসূল (সাঃ) এবং সাহাবী গণ নিজে না খেয়ে দান করে দিতেন । আমরা তাদের তুলনায় আজ কোথায় ??

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

মুহাম্মদ ফয়সল বলেছেন: খুব টাচি লেখা। কিন্তু যে শিক্ষার কথা বললেন সে শিক্ষাটাই তা নিতে পারলাম না। আল্লাহ্ আমাদের সহায় হোন!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

মরণের আগে বলেছেন: আল্লাহ্ আমাদের সহায় হোন। আমিন।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ইমতি২৪ বলেছেন: পোস্টে +

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রোদেলা দুপুর বলেছেন: ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.