![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাবলীগ এর মাধ্যমে আল্লাহ তালা যাদেরকে হেদায়েত দান করেছেন এই রকম কিছু স্টারদের ছবি
অতিত আর বর্তমান
তার নাম ছিল নেপলিয়ন। সে র্যাপস্টার টুপ্যাক শাকুরের আউটলজ্ গ্রুপে গান গেত। বর্তমানে তার নাম মুতাওয়াচ্ছিন শাহবাজ্।
পাকিস্থানি মডেল মহাম্মাদ উসমান
গায়োক জুনাইদ জামশেদ
আমেরিকান খিরিস্টান ধর্ম প্রচারোক
এখন শেখ ইউসুফ
পাকিস্থানি ক্রিকেটার মোহাম্মাদ ইউসুফ
ক্রিকেটার সাইদ আনোয়ার
ক্রিকেটার ইঞ্জিমামুল হক
ক্রিকেটার শুভ
ক্রিকেটার হাসিম আমলা
তাবলীগ এর মাধমে এই রকম আরো অসংখ্য মানুষ ইসলামকে বুঝতে সক্ষম হয়েছে
আল্লাহ তালা আমাদেরকে দ্বীন এর সহি বুঝ দান করুন,আমিন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
মরণের আগে বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
েলমন বলেছেন: হ ভাই তাবলিগ এগোরে এমনই আল্লাহ ওয়ালা বানাইছে যে এখনো অর্ধ নগ্ন নর্তকিদের সাথে নিয়া মাঠে নামে খেলতে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
মরণের আগে বলেছেন: ইসলাম বলেনা যে আপনি আপনার প্রফেশন ছেরেদেন Click This Link
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
মরণের আগে বলেছেন: আল্লাহ তালা আমাদেরকে দ্বীন এর সহি বুঝ দান করুন,আমিন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: @ লেমোন>> কাকে দেখলেন এরকম করতে?? ক্লীয়ার কইরা কন
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: ভালো
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
মরণের আগে বলেছেন: গুড
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: @ লেখক>> শেষ ছবিটা হাসিম আমলার কিনা আপনি কি শিউর?? আমি একটু কনফিউশনে আছি্।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
মরণের আগে বলেছেন: এখন ঠিক আছে কি ?
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: আপনার পোস্ট গুলো দেখে খুব ভাল লাগল।
এই ছবি দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ্ তা'য়ালা আমাদেরকে দ্বীন এর সহি বুঝ দান করুন,আমিন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
মরণের আগে বলেছেন: আমিন
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: তবলীগ বেদাত
হাদিস নবীজী শেষ বিদায় ভাষণে বলেন আমি তোমাদের জন্য ইসলাম
কে পরিপূর্ণ করে গেলাম , যারা আল্লাহর বানি কোরআন এবং আমার বানি হাদিস মেনে চলবে তারাই মুক্তি প্রাপ্ত ।
আর তবলীগের প্রতিষ্ঠাটা ইলিয়াস নবীজী দাবি করে বহু সংখ্যক আলেম কর্তৃক কাফের উপাধি পেয়েছিল ।
আর তারা হাদিস কে নকল করে ছয় উছুল বানিয়ে মুসলমানদের ধুকা
ধিচ্ছে । জেনে দেখুন
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
মরণের আগে বলেছেন: অই পেচালে এখন যামুনা , তবে আপনার পির বাবার সান্নিধ্যে কেউ কি পরিবত্তন হইসে ?
হইলে ছবিদেন
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: বলীগের প্রতিষ্ঠাটা ইলিয়াস নবীজী দাবি করে বহু সংখ্যক আলেম কর্তৃক কাফের উপাধি পেয়েছিল ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
মরণের আগে বলেছেন: লিঙ্ক দেন ......... এই পোষ্ট দেইখা গায়ে জালা ধোরছে বুঝি ?
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
েলমন বলেছেন: @লেখক: যে প্রফেশনে নামাজের বিরতি নাই সেই প্রফেশন ত্যাগ করাই শ্রেয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯
মরণের আগে বলেছেন: ভাই আমার জানামতে অনারা নামাজের অক্তে নামাজ আদায়ে করেন ,আপনার কাছে যদি কনো প্রমান থাকে দিতে পারেন, (যারা দুনিয়ার আরাম আয়েশকে উপেক্ষা করে যে পরবত্তন নিজেদের মধ্যে এনেছেন অনারা নামাজ আদায়ে করবেনা এটা বিশ্বাস করা যায়ে না)
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: শেষের ছবিটায় BEFORE এ হাশিম আমলার জায়গায় ওয়াইন পারনেল এর ছবি দিয়েছেন!
ওয়াইন পারনেলও নাকি মুসলমান হয়েছে কোন একটা ফেবু পেজে দেখেছিলাম, তবে গুজব কিনা জানি না...
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
মরণের আগে বলেছেন: চেঞ্জ করছি এখন দেখেন, আপনাকে ধন্যবাদ।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
আমরা তোমাদের ভুলব না বলেছেন: @পরিবেশ বন্ধু, বিদায় হজ্জ এর একটা বানী তুলে ধরলেন, আর আরেকটা ভুলে গেলেন!!!!!!!!!!!
নবী (সা:, ) বলেন নাই যে, "যারা এখানে উপস্থিত হতে পারে নাই তাদের কাছে ও আমার এই বানী পৌছে দিও"?????????????????????
সেটা কে করবে????????
আপনি ইলিয়াছকে অনুসরন না করেন, কিন্তু আপনি মারা গেলে বা আপনার অনুপস্তিথিতে আপনার পরবর্তী প্রজন্মকে কে বানী পৌছাবে?
@ যুগান্তকারী, ইলিয়াস নিজেকে নবী দাবী করছে, এটা প্রমান করতে পারলে তোর ধর্মে কনভার্ট হব।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: অপরাজেয় বিদ্রোহি বলেছেন: শেষের ছবিটায় BEFORE এ হাশিম আমলার জায়গায় ওয়াইন পারনেল এর ছবি দিয়েছেন!
ওয়াইন পারনেলও নাকি মুসলমান হয়েছে কোন একটা ফেবু পেজে দেখেছিলাম, তবে গুজব কিনা জানি না..
স হ ম, ত
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
মরণের আগে বলেছেন: হ ভাই ,পাল্টাইয়া দিছি , কমেন্ট এর জন্য ধন্যবাদ ।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: লেখক বলেছেন: অই পেচালে এখন যামুনা , তবে আপনার পির বাবার সান্নিধ্যে কেউ কি পরিবত্তন হইসে ?
হইলে ছবিদেন
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
রাফসান রাফী বলেছেন: +++++++++++++++++++++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
মরণের আগে বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
পরের তরে বলেছেন: ভাই মরণের আগে আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুন। সাথে আপনার রাগকে দমানোর তৌফিক দিন। ভাই পরিবেশ বন্ধু আমার সালাম নিন। যদি আপনি আমার কমেন্ট পড়েন তবে এতটুকু বলব দয়া করে তাবলীগে যান। যা্ওয়ার পর যদি দেখেন আপনার কথার সাথে মিল আছে তাহলে একটা বড় পোষ্ট দিয়েন। অন্তত্য আমি পোষ্টি ষ্টিকি করার দাবি জানাব। এক সময় আপনার মত আমার ও কিছু ভ্রান্ত ধারণা ছিল। পরে তাবলীগে যা্ওয়ার পর আল্লাহ সেই গুলি দুর করে দিয়েছেন। আর হ্যাঁ আপনার কাছ থেকেই এটা প্রথম শুনলাম ইলিয়াস সাহেব নবী দাবি করেছিলেন। আল্লাহ তায়ালা অনেক খবর বই বা পত্রিকা পড়ার তৌফিক দিয়েছেন। আফছোছ আপনার এই খবরটা এখনো কোথাও পাই নি। যাই হোক একটা রেফারেন্স দিলে বেশী খুশি হব। আর যদি না পান তাহলে তা্ওবা এস্তেগফার পড়ে নিয়েন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ তায়ালা আপনাকে আমাকে আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
মরণের আগে বলেছেন: আমিন , ভাই আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
এস. এম. কামরুল আহসান বলেছেন: সুন্দর পোষ্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
মরণের আগে বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
এমএমজামান২ বলেছেন: আসলে তাবলীগ এমন একটা দল যারা নিজেদের স্বার্থ নিয়ে কখনো চিন্তা করে না বরং চিন্তা করে কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে কিভাবে মানুষ আল্লা ওয়ালা হয়ে যেতে পারে সেই ফিকির তারা করে থাকে। আর যারা এর বিরোধীতা করে তারা কখনো এই ইসলামের ছায়াতলে আসতে পারবে কিনা আমার সন্দেহ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আমীন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
মরণের আগে বলেছেন: আমিন।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
আমরা তোমাদের ভুলব না বলেছেন: এমএমজামান২ বলেছেন: আসলে তাবলীগ এমন একটা দল যারা নিজেদের স্বার্থ নিয়ে কখনো চিন্তা করে না বরং চিন্তা করে কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে কিভাবে মানুষ আল্লা ওয়ালা হয়ে যেতে পারে সেই ফিকির তারা করে থাকে। আর যারা এর বিরোধীতা করে তারা কখনো এই ইসলামের ছায়াতলে আসতে পারবে কিনা আমার সন্দেহ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আমীন।
++++++++++++++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
মরণের আগে বলেছেন: আমিন।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
মোমের মানুষ বলেছেন: প্রিয়তে নিলাম। এখানে অনেক ক্যাচালবাজের অনুপ্রবেশ ঘটেছে......
পোষ্টের শুরুতেই "ক্যাচালবাজদের প্রবেশ নিষেধ" একটা ট্যাগ দিতেন
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
মরণের আগে বলেছেন: সঠিক বুঝ এর ওভাব ,ধন্যবাদ কমেন্ট এর জন্য ।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
একজন ঘূণপোকা বলেছেন: ++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
মরণের আগে বলেছেন: ধন্যবাদ।
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
সুফিয়া বলেছেন: সুবহানআল্লাহ। আল্লাহতায়ালা আরও আরও মানুষকে এভাবে ধর্মের পথে হেদায়াত করুক। আমিন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
মরণের আগে বলেছেন: আমিন ।
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
দি সুফি বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
একটা কারেকশনঃ প্রথম ছবির ব্যাক্তির নাম টুপ্যাক নয়। তার নাম ছিল নেপলিয়ন। সে র্যাপস্টার টুপ্যাক শাকুরের আউটলজ্ গ্রুপে গান গেত। বর্তমানে তার নাম মুতাওয়াচ্ছিন শাহবাজ্।
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
মরণের আগে বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক করে দিয়েছি
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
শার্ক বলেছেন: u mentioned tableague so i thought it is to spread islam but now see tableague jamat doing dawa which is tableague. u mentioned islam does not say to leave profession but u didnt mention it only for the extreme case. these people already have lot of money so they will be part of the sin for playing cricket while the girls are dancing.
how many examples u need that tbl jamat following shirik just mention the number.
fazael amal sadakat are full of shirik no doubt.
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
মরণের আগে বলেছেন: ভাই তাদের তাবলীগ এর মাধ্যমে যে পরিবত্তন হইসে সেটা তুলে ধরা হয়েছে ,
ভাল থাকবেন
২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মোঃ আবদুর রহিম বলেছেন: ভালো পোস্ট। পোস্টে++++++++++++++++++++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
মরণের আগে বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ , ভাই এখানে ত অল্প কয়েক জন এর ছবি দিলাম এই রকম অসংখ্য লোক আছে যাদের কে আল্লাহ তালা হেদায়েত দান করেছেন।
২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সান্টু বলেছেন: ভালো পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
মরণের আগে বলেছেন: apnake o dhonnabad
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মাসুম মিয়া বলেছেন: যে যায় তাবলীগে
তার বউ লয়া যায় পাবলিকে। -মাইনশে কয়
আর আমার কথা অইছে-
যে ব্যক্তি হেদায়েত পায় সে কি কোন হারাম কাজ করতে পারে? কোন হারাম কাজের মাধ্যমে যে কামাই হয় সেইটা কি হারাম না হালাল? হারাম কামাই খাইলে তো কুনু ইবাদতই কবুল অয়না, সে আবার হেদায়েত পায় কেমনে?
খেলাধুলা, ছবি তোলা, গান-বাজনা করা বা শুনা, টিভি দেখা, টিভিতে প্রোগ্রাম করা -এসবই হারাম। হেদায়েতপ্রাপ্ত ব্যাক্তি কি এসব হারাম কাজ করতে পারে?
জাতির কাছে পঞ্চ...
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মরণের আগে বলেছেন: সেই দিন আর নাই ,এখন আপনি বউকে নিয়া তাব্লিগে যাইতে পারবেন (মাস্তুরাত জামাত)
উপরে উল্লেখিত কোন ব্যক্তি হারাম কাজ করলে , তার ছবি বাদ দিয়ে দিবো , আপনি সুধু প্রমান দেন
খেলা ধুলা হারাম এইটা আপনাকে কে বলেছে ,প্রমান দেন
২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: Promoter of wahabism i.e.Tablighi jamat core book Fazail-e-Amal contains many deceptive & filthy teachings ..
Founder of Tablighi Jamat Insults Quran in Fazail e Amaal - YouTube
http://www.youtube.com/watch?v=5r9npgpLP3Q
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মরণের আগে বলেছেন: ভাই তাদের তাবলীগ এর মাধ্যমে যে পরিবত্তন হইসে সেটা তুলে ধরা হয়েছে,
আমার ব্লোগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
মামুন,চৌ:হাট বলেছেন: এক চিল্লা লাগায় ছিলাম। কিন্তু ইসলামের ভেতরে এখনও সম্পূর্ণভাবে ঢুকতে পারলাম না। দোয়া করেন যেন মরণের আগে আগে আল্লাহ যেন হেদায়াত দান করেন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
মরণের আগে বলেছেন: আল্লাহ আমাদেরকে কবুল করুন,আমিন।
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
এম এম হোসাইন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++
জাজাকাল্লাহ খাইরান।
পোস্ট প্রিয়তে।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
মরণের আগে বলেছেন: আমিন।
৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
সিকদার বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
মরণের আগে বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন: হায়রে ধর্ম,আর কত ভেলকি দেখাবি .....নরমাল পোষ্টেও পক্ষ বিপক্ষ
হ্যা তাবলিক করা মানুষরা অনেক পোলাইট হয়। এজন্য তাদের ভাল্লাগে ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯
মরণের আগে বলেছেন: নরমাল পোষ্টেও পক্ষ বিপক্ষ স হ ম ত
৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
সুধু লেবাস বদল? বাকিগুলা?
খেলাধুলা, ছবি তোলা, টিভিতে প্রোগ্রাম করা, বাজি ধরা, ম্যাচ পাতানোর অবৈধ পয়সা -এসবতো হারাম।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০
মরণের আগে বলেছেন: নকল করে মানুষ পাস করে ,আমরা যদি নবির নকল করি তাহলে আল্লাহ হয়তো আমাদের কে পাস করে দিবেন
অনেকটা এই রকম সুনেছিলাম যে,মুসা (আঃ) আল্লাহ তালাকে বলছেন হে আল্লাহ আপনি জাদুকরদের কে হেদায়েত কেনো দিলেন তারাতো আমার মোকাবেলা করতে এসেছিলো তখন আল্লাহ তালা বললেন তারা তোমার নকল করেছে তাই আমার ভাল লেগেছে তাই তাদের কে হেদায়েত দিলাম ।
ম্যাচ পাতানোর অবৈধ পয়সা বুজলাম না ঠিক এক্তু বিস্তারত বলেন
৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
আলোর পরী বলেছেন: তাবলীগ সম্পর্কে আমার একটা ভাল ধারণা আছে । দেখেছি তাবলীগ কারীরা নমনীয় হয় । এবং উত্তম জীবনাচরণ অনুসরণ করে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
মরণের আগে বলেছেন: ধন্যবাদ কমেন্ট এর জন্য
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রোদেলা দুপুর বলেছেন: সব আল্লাহর অশেষ রহমত ++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
মরণের আগে বলেছেন: সব আল্লাহর অশেষ রহমত, সহমত
৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
খাািলদ বলেছেন: আল্লাহ তালা আমাদেরকে সকলকে দ্বীন এর সহি বুঝ দান করুন,আমিন।
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:১৬
মরণের আগে বলেছেন: আমিন।
৩৭| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:১০
শরীফ মুহাম্মাদ রিয়াদ বলেছেন: আসলে কিছু মানুষ এরকম আছেন, যারা দা'ওয়াতের এই উঁচু আমলকে অংশগ্রহন না করার কারনে অজ্ঞতাবশতঃ অথবা দলীয় বড়ভাইদের কানপড়া শুনে শুনে ইচ্ছাকৃতভাবে খারাপ মনে করে থাকেন, এবং না জেনে না বুঝে আউল ফাউল জায়গা থেকে তাবলীগ বিরোধী কথা কপি পেস্ট করেন। এদের অন্যতম সমস্যা হল, এরা বলে, " এই গাট্টিওয়ালাদের খায়া দায়া আর কোনো কাম নাই? মাইনষেরে কথা নাই বার্তা নাই, যেখানে সেখানে নামাযের, মসজিদের দাওয়াত দিতে থাকে? এগো কি বউ-বাচ্চা-কাচ্চা নাই? আল্লাহর রসূল কি কইছেন ঘর-বাড়ি ছাইড়া গাট্টি-হান্ডিপাতিল নিয়া মসজিদে মসজিদে ঘুরতে? যতসব আকামের লোক" ইত্যাদী ইত্যাদী। যাদের তাবলীগের নাম শুনলে চুলকানী উঠে, এদের আসল সমস্যা হল, এরা এটা পছন্দ করেনা যে, কেউ তাদের নামাযের দাওয়াত দেক, বা অন্যদেরকে নামাজের দাওয়াত দেক। সবকিছুর দাওয়াত দেয়া যাবে, কিন্তু নামাযের দাওয়াত দিতে গেলেই যত গণ্ডগোল, এরা যে ইসলামের কত বড় হিতাকাঙ্ক্ষী(!?) তা এদের সাথে কিছু সময় আলাপ করলেই পরিষ্কার হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়াত দিন।
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১
মরণের আগে বলেছেন: আল্লাহ আমাদের হেদায়াত দিন।
৩৮| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৮
অবিবাহিত ছেলে বলেছেন: ধর্ম বিষয়টা তর্ক করার জন্য একটা মজার সাবজেক্ট । আমার ঘাড়তেরা বিশ্লেষনে বলতে পারি তাবলীগ মানুষকে নম্র ও পরহেজগার করে । তবে অনেকে গোড়ামী আর দ্বীরদারীর মধ্যে পার্থক্য করতে ভুলে যায় । তাবলীগ তৃণমূল পর্যাযে সাধারণ মানুষের ইতিবাচক পরিবর্তনে সবচেয়ে বেশী অবদান রাখছে ।
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৫
মরণের আগে বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
দিল্লুর বাপ বলেছেন: প্রিয়েতে নিলাম