নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানি_______

মরণের আগে

আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে

মরণের আগে › বিস্তারিত পোস্টঃ

কার দাড়ি কিরকম হয় (ছবির ব্লগ )

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

দাড়ি-টুপি মানেই জামাত-শিবির নয়। দাড়ি-টুপিতে একজন জঙ্গি থাকতে পারে, এক জন ভণ্ডপীরের ভক্ত বা সন্ত্রাসী থাকতে পারে, একজন জামাত-শিবির থাকতে পারে, আবার একজন মুসলিমও থাকতে পারে।

তাই আসুন আমরা চিনার চেস্টাকরি কারদাড়ি কিরকম হয়।



জামাত-শিবির এর দাড়ি বেশির ভাগ ক্ষেত্রে এইরকম



অনেকটা জুতার ব্রাশ এর মত



যাদের দাড়ি কম



জামাত এর যারা ৫০ প্লাস



তাবলীগ ওলাদের দাড়ি খুব সহজেই চিনাযায়ে (গোফ নাই আর দাড়ি বড় আলাদা করে কোন স্টাইল নাই )





মন্তব্য ৪৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

এস এইচ খান বলেছেন:




আম্লিক তাব্লীগ ভাই ভাই,
রাজাকারের কল্লা চাই ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

মরণের আগে বলেছেন: ;);););)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

মোমের মানুষ বলেছেন: কি বলমু বুজবার পারতেছি না

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩৮

মরণের আগে বলেছেন: আর বলতে হবেনা ;)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

একটু ছোঁয়া বলেছেন: মাথার চুল,দাঁড়্‌ গোঁফ এগুলো যার যার ব্যাক্তিগত ব্যাপার। মন্তব্য প্রয়োযন আছে কি ???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

মরণের আগে বলেছেন: আজকে জামাত শিবিরের কারনে দাড়ি টুপির উপরে আঙ্গুল উঠছে তাই জামাত শিবিরকে আলাদা করার জন্য এই পোস্ট

মন্তব্য এর জন্য ধন্যবাদ

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

একটু ছোঁয়া বলেছেন: তার মানে কি দাঁড়ি টুপি থাকলেই জামাত-শিবীর !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মরণের আগে বলেছেন: জামাত শিবিররা কিভাবে দারিরাখে তা দেখানো হয়েছে ।


মন্তব্য এর জন্য ধন্যবাদ ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

অচিন.... বলেছেন: জুতার ব্রাশের সাথে দাড়ির তুলনা করা কতটা শোভন? পোস্ট রিপোর্টেড

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

মরণের আগে বলেছেন: ইসলামে দাড়ি কমপক্ষে একমুঠ পরিমান রাখা ওয়াজিব ছোট ছোট করে রাখার কোন স্কোপই নাই
তাই তাদের দাড়ি ইসলামের মধ্যে পরেনা ।


মন্তব্য এর জন্য ধন্যবাদ ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

একটু ছোঁয়া বলেছেন: ইসলামিক দৃষ্টিকোন থেকে দাড়ি রাখা সুন্নত। যে দাড়ি নবী-জী র সুন্নত সে দাড়ী নিয়ে বাজে মন্তব্য করার অধীকার আল্লাহ কাউকেই দেন নাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

মরণের আগে বলেছেন: লেখক বলেছেন: ইসলামে দাড়ি কমপক্ষে একমুঠ পরিমান রাখা ওয়াজিব ছোট ছোট করে রাখার কোন স্কোপই নাই
তাই তাদের দাড়ি ইসলামের মধ্যে পরেনা ।


মন্তব্য এর জন্য ধন্যবাদ ।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

সুলাইমান হাসান বলেছেন: আমার প্রোফাইল ছবির দাড়ি সম্পর্কে আপনার মতামত কি ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

মরণের আগে বলেছেন: লেখক বলেছেন: ইবনে উমর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূল ( সাঃ ) ইরশাদ করেনঃ- তোমরা মুশরিকদের বিরোধিতা কর, আর দাড়ি লম্বা রাখো এবং গোঁফ খাটো কর।

(সহীহ মুসলিম হাঃ নং ৬০২ , সহীহুল বুখারী হাঃ নং ৫৮৯২ )

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

বাতাসের রূপকথা বলেছেন: আপনার, আপনার বাবার এবং আপনার দাদার ছবি দিলে দেখতে পেতাম তাদের দাড়ি কোন ক্যাটাগরিতে পরে। যত্তোসব সিক মানুষের বিচরন দেখা যায় ব্লগে।

এটা ধার্মিক, সামাজিক এবং সর্বোপরি ব্যক্তিগত পছন্দ - এখানেও এধরনের বেহায়াপনার অধিকার আপনাকে কে দিল?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

মরণের আগে বলেছেন: ইবনে উমর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূল ( সাঃ ) ইরশাদ করেনঃ- তোমরা মুশরিকদের বিরোধিতা কর, আর দাড়ি লম্বা রাখো এবং গোঁফ খাটো কর।

(সহীহ মুসলিম হাঃ নং ৬০২ , সহীহুল বুখারী হাঃ নং ৫৮৯২ )

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

আহসান২০২০ বলেছেন: ফালতু, অসামাজিক কথা-বার্তা। পরিবার ঠিকমতো ধর্মীয় শিক্ষা দিতে পারে নাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

মরণের আগে বলেছেন: বুখারী শরীফে বর্ণিত হয়েছে-···ইবনে উমর (রাঃ) যখন হজ্ব অথবা উমরা করতেন,তখন তিনি দাড়ি মুঠ করে ধরে মুঠের বেশী অংশটুকু কেটে ফেলতেন। ( সহীহুল বুখারী হাঃ ৫৮৯২)

এখানে যদিও হজ্ব ও উমরার সময়ের কথা বলা হয়েছে ,কিন্তু মুহাদ্দিসীনরা বলেন তিনি তা সব সময়ই করতেন । এ ছাড়াও আবু দাউদ ও নাসাঈর বর্ণনায় ইবনে উমরের (রাঃ) হজ্ব ও উমরা ছাড়া অন্য সময়েও দাড়ি এক মুঠের বেশীটুকু কেটে ফেলার কথা রয়েছে।

(ফাতহুল বারীঃ খন্ড-১০ পৃঃ ৩৬২)

হযরত উমর (রাঃ) তো নিজেই এক ব্যক্তির দাড়ি ধরে এক মুঠের অতিরিক্ত অংশটুকু নিজেই কেটে দিয়েছিলেন । (প্রাগুক্ত) ইবনে উমর (রাঃ) ছিলেন রাসূলের (সাঃ) আদর্শের পুঙ্খনুভাবে এবং পূর্ণ অনুসারী । তাই তিনি যা করেছেন তা রাসূল (সাঃ) থেকেই জেনে-শুনে করেছেন ।

উপরোক্ত দু’জন মহান সাহাবী ব্যতীত আবু হুরাইরা ,জাবির (রাঃ) পমুখ সাহাবী থেকে ও দাড়ির এক মুঠের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলার কথা পাওয়া যায় । এ থেকে দাড়ি কমপক্ষে এক মুঠ পরিমাণ রাখার বিষয়টি প্রমাণিত হয়।

দাড়ি না রাখা , মুন্ডিয়ে ফেলা বা এক মুষ্ঠির কম রাখা হারাম ও কবীরা গুনাহ। যে দাড়ি মুন্ডায় বা এক মুঠের চেয়েও ছোট করে ফেলে তার আমল নামায় পুনরায় দাড়ি এক মুঠ পরিমাণ হওয়ার পূর্ব পর্যন্ত গুনাহ লিখা হতে থাকে। কেননা শরীয়তের হুকুম হল-দাড়ি কমপক্ষে এক মুঠ পরিমাণ রাখা। তাই এর চেয়ে দাড়ি ছোট করে ফেললে বা মুন্ডিয়ে ফেললে যতক্ষন পর্যন্ত দাড়ি এক মুঠ পরিমাণ না হবে ততক্ষন পর্যন্ত সে শরীয়তের হুকুম অমান্যকারী সাব্যস্ত হবে এবং তার নামে গুনাহ লিখা হতে থাকবে । অন্যান্য গুনাহ সাময়িক ও অস্থায়ী, কিন্তু দাড়ি ছোট করা বা মুন্ডানোর গুনাহ দীর্ঘস্থায়ী ,যে ব্যক্তি দাড়ি মুন্ডায় বা ছোট করে (এক মুঠের চেয়ে ) সে ফাসিক।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

ডাঃ মারুফ বলেছেন: এগুলার কোনটাই সুন্নতি নয় । কিন্তু যেমন ই হোক দাড়ি নিয়ে কটাক্ষ করা ঈমান হিনতার কারন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

মরণের আগে বলেছেন: দাড়ি ছোট করে ফেললে বা মুন্ডিয়ে ফেললে যতক্ষন পর্যন্ত দাড়ি এক মুঠ পরিমাণ না হবে ততক্ষন পর্যন্ত সে শরীয়তের হুকুম অমান্যকারী সাব্যস্ত হবে এবং তার নামে গুনাহ লিখা হতে থাকবে । অন্যান্য গুনাহ সাময়িক ও অস্থায়ী, কিন্তু দাড়ি ছোট করা বা মুন্ডানোর গুনাহ দীর্ঘস্থায়ী ,যে ব্যক্তি দাড়ি মুন্ডায় বা ছোট করে (এক মুঠের চেয়ে ) সে ফাসিক।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: মওদুদী বাহিনীর লোকজনদের মনে বড়ই আঘাত লাগছে...
কমেন্ট এর হাদিস এর রেফারেন্স পোষ্ট কে আরো সাবলীল করেছে...
=p~
"সর্বপরি ব্যক্তিগত পছন্দ" বলার চান্স দাড়ির ব্যপারে নাই!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

মরণের আগে বলেছেন: "সর্বপরি ব্যক্তিগত পছন্দ" বলার চান্স দাড়ির ব্যপারে নাই! স হ ম ত

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

তামিম ইবনে আমান বলেছেন: =p~ =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

মরণের আগে বলেছেন: =p~ =p~ =p~

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

আগুয়ান বলেছেন: দাড়ি কি শুধু মুসলমানরাই রাখে?


জামাত, পীর, তাবলীগ ছাড়া আরা কেউ দাড়ি রাখে না,
রাখলে তারা কেমন রাখে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

মরণের আগে বলেছেন: রবীন্দ্রনাথ এর দাড়ি ছিল কিন্তু স্টাইল আলাদা

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

বিষাদ বর্ণন বলেছেন: তোমার মতো াবাল সিক পাভারট যে কৈ থিকা বল্গে আসে,
তোমার বাবা বা দাদার দাঁড়ি সম্পর্কে দুই লাইন বইলা যাও যদি এক বাপের পোলা হইয়া থাকো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মরণের আগে বলেছেন: বাবা বা দাদার দাঁড়ি সম্পর্কে দুই লাইন পরে বলব ,আগে আমার দাড়ি সম্পর্কে বলি ।আলহামদুলিল্লাহ আমার দাড়ি লাস্ট এর জনের মত কিন্তু তার থেকে লম্বা

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

অন্যনায়ক বলেছেন: ব্যাপারটা অদ্ভুত, বর্তমান সময়ে দাঁড়ি দেখে কারও সম্পর্কে করাটা বোকামি বৈ কিছু নয়। আজ যারা পুলিশের গাড়ি পোড়াচ্ছে, মুহুর্মুহু ককটেল ফাটাচ্ছে টিভিতে এই যুবকদের কাউকেই দাঁড়িসহ দেখা যাচ্ছে না। তাছাড়া এরা আক্রমণের সময় 'জয় বাংলা' স্লোগান দিয়ে আক্রমণ করছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

মরণের আগে বলেছেন: ইদানিং জামাত-শিবিরের "দাঁড়ি-টুপি ওলাদের রক্ষা নাই" এ জাতিও পোস্ট বেশি আসছে তাই আমার এই ছোট্ট প্রায়াশ

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

নিষ্‌কর্মা বলেছেন:
ইসলামের খলিফা ও দীর্ঘকাল ইসলামের শাসকদের দেশ তুর্কিতে খেলাফতের পতনের পরে এক মড় মওলানার আবির্ভাব ঘটেছিল, যে কিনা দাড়ি রাখত না! তাকে অনেকেই এই কালের একজন বড় মুহাদ্দিস বলেন যার নাম সাঈদ নূরসি।

আরব দেশের রাজারা তো ইসলামি শরিয়া মেনে দেশ চালায়, সেই দেশে দাড়ির মাপ নিয়া কি কোন দিক নির্দেশনা আছে? থাকলে যদি জানাতেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মরণের আগে বলেছেন: লেখক বলেছেন: ইবনে উমর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূল ( সাঃ ) ইরশাদ করেনঃ- তোমরা মুশরিকদের বিরোধিতা কর, আর দাড়ি লম্বা রাখো এবং গোঁফ খাটো কর।

(সহীহ মুসলিম হাঃ নং ৬০২ , সহীহুল বুখারী হাঃ নং ৫৮৯২ )

আমরা সাঈদ নূরসি বা কোন রাজা বাদসার উম্মতনা ।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সিকদার বলেছেন: সহমত

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

মরণের আগে বলেছেন: Thank you

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: অত্যন্ত চিকন রসিকতা। যেমন পোষ্ট, তেমনি পোষ্টের মন্তব্যগুলার জবাব। এই ধরনের রসিকতায় রিয়েল মজা পাওয়া যায়।

কতগুলা ভোদাই দেখি ক্ষেপসে। এগুলারে যদি জিগান, "ভাই কেমন আছেন?", এগুলা অপমানে নীল হইয়া যাইবো!

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

বাতাসের রূপকথা বলেছেন: ছোটবেলায় যখন টুপি না পেয়ে তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়তে যেতাম, অনেক সময় টুপি ছাড়া নামাজ পড়ার জন্য কিছু মানুষ আশেপাশের দোকানে বসে সমালোচনা করত কিন্তু তারা নামাজ পড়ত না। যেন সুন্নত ছাড়া ফরজ করা যাবে না এমনটি তাদের বক্তব্য।

হাজার হাজার মানুষ নামাজ রোজা পড়ে না, সুদ-ঘুষ, রাহাজানি সব করছে, দেশটা নব্য আধুনিকদের বেলেল্লাপনায় ভরে গেছে, বাচ্চারা বাংলার চেয়ে হিন্দি ছবির ডায়লগ বেশি ভাল পার ।

ঠিক তখনই এক রাম ছাগল নামক ব্লগার দাড়ির রাখার মত একটা সুন্নত নিয়ে শ্রেণিবিভাগ করে সেখানে মনুষ্য ক্যাটাগরি করে ফেলেছে। এগুলারে জুতা পেটা করা দরকার এসব করার জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

মরণের আগে বলেছেন: আপনার মত কিছু মানুষ ওয়াজিবটাকে সুন্নত করে ফেলছেন, ভাই টুপি পরা সুন্নত আর দাড়ি রাখা ওয়াজিব (কমপক্ষে এক মুঠ)। এক মুঠ এর বেশি হলে সেটা সুন্নোত
বুখারী শরীফে বর্ণিত হয়েছে-···ইবনে উমর (রাঃ) যখন হজ্ব অথবা উমরা করতেন,তখন তিনি দাড়ি মুঠ করে ধরে মুঠের বেশী অংশটুকু কেটে ফেলতেন। ( সহীহুল বুখারী হাঃ ৫৮৯২)

আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন।

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

বলশেভিক বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/93549/small/?token_id=d425dde7f10f58293d91cbe5b027799b


এরা সবাই জামাতের লোকজন।আর মুসলিমরা দুনিয়ার সব খারাপের জন্য দায়ী।এবার আপনি খুশি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

মরণের আগে বলেছেন: আপনি কি বুঝাতে চাচ্ছেন বুঝলাম না ।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবিগুলো দেখছি ঝাপসা।

=p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

মরণের আগে বলেছেন: দুঃখিত দাঁড়ি রাখার নমুনা দেখানো হয়েছিল।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

বাতাসের রূপকথা বলেছেন: Ebar jader dari nai tader niye likh - rubbish.

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

মরণের আগে বলেছেন: হা ভাই আপনার কথা রেখেছি Click This Link

আর গালি দিলেন এর উত্তরে বলবো । থাক বললাম না এই উসিলায়ে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

ধূসর পৃথিবী বলেছেন: ভাই অার কোন কিছু পাইলেন নাহ। দাড়ি টুপি এইসব নিয়া না লেখলে কি হয় নাহ???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

মরণের আগে বলেছেন: ভাই জামাত-শিবির আর ভণ্ড রা ইসলামটাকে অদের ইচ্ছা মত মানুষের কাছে উপস্থাপন করছে যার কারনে আমরা জানিইনা যে দাঁড়ি রাখা সুন্নত না অয়াজিব

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

খাটাস বলেছেন: বলেছেন: জুতার ব্রাশের সাথে দাড়ির তুলনা করা কতটা শোভন? পোস্ট রিপোর্টেড

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

মরণের আগে বলেছেন: কিসের সাথে তুলনা করলে আপনি খুশি
ইসলামে ১ মুঠ পরিমান দাঁড়ি রাখা অয়াজিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.