নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানি_______

মরণের আগে

আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে

মরণের আগে › বিস্তারিত পোস্টঃ

এমন কোন হাদীছ খুঁজে পাওয়া যাবে না, যা দ্বারা দাড়ীকে সুন্নাত বা মুস্তাহাব সাব্যস্ত করা যাবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাড়ীর বিষয়ে যে সকল

আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন তার

বিপরীতে এমন কোন হাদীছ

খুঁজে পাওয়া যাবে না যা দ্বারা দাড়ীকে সুন্নাত বা মুস্তাহাব সাব্যস্ত যাবে।

ইমাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেন,দাড়ী মুন্ডনকরা হারাম।

ইমাম কুরতুবী (রঃ) বলেন,

দাড়ী মুন্ডান, উঠানো বা কর্তন

করা কোনটাই জায়েয নয়। শায়খ বিন

বায (রঃ) বলেন, দাড়ীকে সংরক্ষণ করা, পরিপূর্ণ রাখা ওতা ছেড়ে দেয়া ফরয। এই ফরযের প্রতি অবহেলা করা জায়েয নয়।



শাইখ ইবনে উসাইমীন (রঃ) বলেন,

দাড়ী রাখা ওয়াজিব, উহা মুন্ডন

করা হারাম বা কাবীরা গুনাহ।

প্রসিদ্ধ চার মাযহাবের ফিকাহবিদগণও

দাড়ী ছেড়ে দেয়া ওয়াজিব ও

কেটে ফেলাকে হারাম বলে মত প্রকাশ

করেছেন।হানাফী মাযহাবের প্রসিদ্ধ

গ্রন্থ র্দুরে মুখতারে (২য় খন্ড/

৪৫৯ পৃঃ) বলা হয়েছেঃ পুরুষের জন্য

দাড়ী কর্তন করা হারাম।

নিহায়া গ্রন্থে বলা হয়েছে যে,দাড়ী এক

মুষ্টির বেশী হলেতা কেটে ফেলা ওয়াজিব।

কিন্তু এর চাইতে বেশীকর্তন

করা যেমনটি পশ্চিমা দেশের

লোকেরা এবং খোঁজা পুরুষেরা করে তা কেউ বৈধ বলেননি। আর দাড়ী সম্পূর্ণটাই কেটে চেঁছে ফেলা হিন্দুস্থানের ইহূদী ও কাফের-মুশরেকদের কাজ।”



মালেকী মাযহাব মতে দাড়ী কাটা হারাম। (আল আদাভী আলা শারহে কিফায়াতুত্তালেব রাব্বানী ৮ম খন্ড ৮৯ পৃঃ)



ইমাম শাফেঈ (রহঃ) তাঁর প্রখ্যাত

গ্রন্থ ‘আল উম্ম’ উল্লেখ করেছেন যে,

দাড়ী কর্তন করা হারাম।

শাফেঈ মাযহাবের আলেম আযরাঈ

বলেনঃ সঠিক কথা হচ্ছে কোন কারণ

ছাড়া সম্পূর্ণ দাড়ী মুন্ডন করা হারাম।

(হাওয়াশী শারওয়ানী ৯ম খন্ড ৩৭৬

পৃঃ)



হাম্বলী মাযহাবের

বিদ্বানগণও দাড়ী মুন্ডনকে হারাম

বলেছেন। (ইনসাফ, শরহে মুন্তাহা)



অতএব দাড়ী মুন্ডন করা বড় পাপ।এ

থেকে তওবা করা আবশ্যক। অবশ্য

দাড়ী মুন্ডন করা ও কেটে ছোট করার

পাপ এক সমান নয়। যদিও উভয়টিই

পাপের কাজ।



অনেক মানুষ দাড়ী মুন্ডন করাটাকে খুবই ছোট ও তুচ্ছ ব্যাপার মনে করে।কিন্তু ইহামুন্ডন করা কোন সময় সবচেয়ে বড়

গুনাহের মধ্যে অন্তর্ভূক্ত হতে পারে।

কেননা এটা প্রকাশ্যে পাপের

কাজে লিপ্ত হওয়ার অন্যতম।

আর প্রকাশ্যে এভাবে অন্যায়ে লিপ্ত

হয়ে তওবা না করলে হতে পারে দাড়ী মুন্ডনকারী আল্লাহর

কাছে ক্ষমা পাবে না।



কেননা নবী (সাল্লাল্লাহু

আলাইহি ওয়া সাল্লাম) বলেন,“আমার

উম্মতের সবাইকে ক্ষমা করা হবে।

কিন্তু যারা প্রকাশ্যে পাপের

কাজে লিপ্ত হয়

তাদেরকে ক্ষমা করা হবে না।” [ বুখারী ও মুসলিম ]

COLLECTED

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

গরম সিঙ্গাড়া বলেছেন: হালাল হারামের ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া আর কারো ফয়সালা মানি না।

তাই দাড়ি কাটাকে আমি হারাম মনে করি না । আমি নিয়মিত দাড়ি কাটি ও কাটবো।

যেই জিনিসকে আল্লাহ হারাম বলেন নাই আল্লাহর রাসূল হারাম বলেন নাই সেই জিনিসকে পৃথিবীর কে কোথায় ( আস্তাগফিরুল্লাহ তারা যদি আল্লাহ আর তার রাসূল থেকে বড় না হন) হারাম বা হালাল ডিক্লেয়ার করল I DON'T CARE.। কারন আমি আল্লাহ আর তার রাসূলের ধর্ম পালন করি অন্য কারো না!

তাই আমি আনন্দের সাথে নিয়মিত দাড়ি কাটি ও ভবিষ্যতে কেটে যাব ইনশাআল্লাহ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

মরণের আগে বলেছেন: লেখক বলেছেন: ইবনে উমর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূল ( সাঃ ) ইরশাদ করেনঃ- তোমরা মুশরিকদের বিরোধিতা কর, আর দাড়ি লম্বা রাখো এবং গোঁফ খাটো কর।

(সহীহ মুসলিম হাঃ নং ৬০২ , সহীহুল বুখারী হাঃ নং ৫৮৯২ )

আল্লাহর রাসূল ( সাঃ ) যে জিনিস হতে বিরত থাকতে বলছে সে জিনিস করাকে কি বলবেন আপনি ?

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই কী শিরোনাম দিলেন আর ভিতরে কী লিখলেন? সবই গোল পাকিয়ে ফেলেছেন। দয়া করে ঠিক করে দিন। ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

মরণের আগে বলেছেন: দাড়ী সুন্নাত বা মুস্তাহাব না , দাড়ী রাখা ওয়াজিব

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: কবি বলেছেন:

দাড়ি হল "গালের উপর ালের খামার"।

আমরা জানি, খামার নস্ট করা বেদাতী-বেশরীয়তী কাজ।

সুতরাং, দাড়ি কাটা হারাম। (প্রমাণিত) =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ব্লগার রাইয়ান বলেছেন: ঠোঁট কাটা বন্ধু সম্পর্কে জানতে হলে পড়ুন একজন ঠোঁট কাটা জন্তু!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

মরণের আগে বলেছেন: দাড়ী সুন্নাত বা মুস্তাহাব না , দাড়ী রাখা ওয়াজিব

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.