![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা কোন এক লোক আমিরুল মুমিনীন হযরত ওমর রা.-এর কাছে স্বীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকলেন ওমর রা. এর অপেক্ষায়। হঠাৎ ভিতর থেকে ওমর রা. এর স্ত্রীর কণ্ঠ শুনতে পেলেন যে, তিনি ওমর রা. কে এটা সেটা বলছেন। ওদিকে ওমর রা. কোন জবাব না দিয়ে চুপ করে বসে আছেন। এটা দেখে লোকটি চলে যাচ্ছিলেন। ভাবলেন, ওমর রা. এত কঠোর স্বভাবের মানুষ, তারপর আবার আমিরুল মুমিন; তাঁর যদি হয় এ অবস্থা, আমি আর কে!
ইতিমধ্যে ওমর রা. বের হয়ে লোকটিকে দেখে ফেললেন। ডেকে জিজ্ঞেস করলেন, হে ভাই! তুমি কী প্রয়োজনে এসেছ? লোকটি বললেন, হে আমিরুল মুমিনীন! এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। বড্ড জ্বালায় সে আমাকে। কিন্তু আপনার স্ত্রীর অবস্থা দেখে ফিরে যাচ্ছি। ভাবলাম এই যখন আমিরুল মুমিনীনের অবস্থা, আমি আর কে! তখন হযরত ওমর রা. বললেন, ভাই! আমি এসব হাসিমুখে সহ্য করি। কারণ আমার উপর অনেক হক রয়েছে তার। উপরন্তু সে আমাকে রান্না করে খাওয়ায়,আমার কাপড় ধুয়ে পরিস্কার করে দেয়, আমার সন্তানকে দুধ পান করায়। অথচ এসব তার উপর ওয়াজিব নয়। আর তারই কারণে হারাম কাজ থেকে আমার নফস বিরত থাকে। তখন লোকটি বললেন, আমার স্ত্রীও তো আমাকে এসব কাজে সহায়তা করে। ওমর রা. বললেন, ধৈর্য ধারণ কারো ভাই! দুনিয়ার জীবন কয়েক দিনের মাত্র।
[ খুলুকুল মুমিনীন : ৭২]
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
মরণের আগে বলেছেন: আল্লাহ তালা আমাদেরকে সঠিকবুঝ দানকরুন।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
পথহারা সৈকত বলেছেন: রুপকার বলেছেন: দুনিয়ার জীবন আসলেই ক্ষনস্থায়ী এটা আমরা যত দ্রুত বুঝব ও মেনে চলব ততই ভাল।....
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
লাইট ভাই বলেছেন: ভালো লাগলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
মরণের আগে বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
বিপদেআছি বলেছেন: ভালো ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
মরণের আগে বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫
রুপকার বলেছেন: দুনিয়ার জীবন আসলেই ক্ষনস্থায়ী এটা আমরা যত দ্রুত বুঝব ও মেনে চলব ততই ভাল।....