নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানি_______

মরণের আগে

আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে

মরণের আগে › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ভাইজানেরা একটু মিলাইয়া দেখেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

ভাইজান মিলাইয়া দেখেন,



১। হুজুর (সঃ) সাহাবায়ে কেরাম (রাঃ)দের সাথেনিয়ে মসজিদের সামনে আলোচনায়ে মগ্ন ছিলেন এমতাবস্থায়ে একলোক মসজিদে ঢুকে পেশাব করতে লাগলেন তা দেখে সাহাবায়ে কেরামগন রাগে ফেটেপরলেন এবং তাকে মারতে উদ্দতহলেন অতঃপর হুজর (সাঃ) তাদের কে বললেন দাঁরাও অনার পেশাব শেষ করতেদাও ।তারপর তাকে ইসলামের দাওয়াত দিলেন ।



২। হজরত ওমর (রঃ) হুজুর (সঃ) কে হত্তার উদ্ধেশ্যে হাতে খোলা তরবারি নিয়ে আসলেন অতপর হুজুর (সঃ) অই অবস্থায়ে তাকে দাওয়াত দিলেন ।



এই জামানার একটা উধারন



৩। মাওলানা তারিক জামিলকে তার হোস্টেলে এক দ্বীনের দায়ী দাওয়াত নিয়ে গেছেন তাকে মালানা তারিক জামিল ঘারে ধাক্কা দিয়ে বেরকরে দিয়েছেন কিন্তু দ্বীনের দায়ী হাল ছারেন্নি অনি আবার গেসেন দাওয়াত নিয়ে



ভাই , প্রথম ব্যক্তিকে যদি হুজুর (সঃ) হত্যাকরার নিদেশ দিতেন ওইলোকটা চিরতরে জাহান্নামি হয়েযেত ওমর (রাঃ) কে যদি আল্লাহর নবি(সঃ) আল্লাহর হুকুমে শেষ করেদিতে পারতেন

আর অই দ্বীনের দায়ী তাকে ধাক্কাদিয়ে ফেলে দেওয়ার প্রতিশোধ নিতে দলবল নিয়ে তার উপর হামলা করতে পারতেন ।



ভাই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আর আমরা এখন কি করছি , আমরা যাদেরকে দোষ দিচ্ছি তাদেরকাছে কয়েবার দাওয়াতনিয়ে গিয়েছি ?

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

বাউন্ডুলে তিতাস বলেছেন: manlam. Kin2 82 ta juddho kn korecilen, kader sathe korecilen? Ami nije sobsomoy apnar moter pokkher lok. Tahole eto juddho kore manus hotta kore tini ki vul kore gecen? Ans ta apnar kac thekei asa korci. Doya kore rajakar bole gali diben na. Gaye kin2 muktijoddar rokto, onnai sojjo hobena.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

মরণের আগে বলেছেন: হুজুর (সঃ) মক্কায়ে থাকাকালিন দাওয়াত চালিয়ে গেছেন এবং জুলুন নির্যাতন সহ্য করেছেন তারপর হিজরত করে মদিনায়ে গিয়ে রাস্টো গঠন করে বিভিন্য সময়ে শত্রুদের প্রতিহত করেছেন

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

মাহির কাবির বলেছেন: বাউন্ডুলে তিতাস বলেছেন: manlam. Kin2 82 ta juddho kn korecilen, kader sathe korecilen? Ami nije sobsomoy apnar moter pokkher lok. Tahole eto juddho kore manus hotta kore tini ki vul kore gecen? Ans ta apnar kac thekei asa korci. Doya kore rajakar bole gali diben na. Gaye kin2 muktijoddar rokto, onnai sojjo hobena.

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

আবু তাশফীন বলেছেন: বদর যুদ্ধ সহ অনেক যুদ্ধ আত্ন রক্ষার্থে হয়েছিল। আপনাদের কেউ ঘর থেকে, দেশ থেকে বের করে দেয়ার পরে যেখানে আশ্রয় নিলেন সেখানেও হত্যা করতে আসলে তখনও কি চুপ থেকে মৃত্যুর ঝুঁকি নিতেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

মরণের আগে বলেছেন: বাহ ধ্যন্যবাদ আপনাকে আমার হয়ে উত্তর দেওরা জন্য (অফিসে-তো কাজের ফাকে ফাকে ব্লগিং করি )

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

আবু তাশফীন বলেছেন: above comment is related to comments of মাহির কাবির ও বাউন্ডুলে তিতাস।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

আল ইমরান বলেছেন: এ যাবত কালে বিশ্বের সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মানুষ যতবার যতভাবেই জরিপ করা হয়েছে, প্রতিবারেই জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে প্রথম যে নামটি উঠে এসেছে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মাদ (সাঃ)। নবীজির মহানুভবতা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, আইনের শাসন যে কত সচ্ছ এবং সর্বকালের শ্রেষ্ঠ ছিল তা ন্যূনতম জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা থাকলেও বুঝা যায়। তিনিই পৃথিবীর একমাত্র মানুষ, যার জন্ম থেকে নিয়ে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত প্রতিটি কথা এবং কাজ লিপিবদ্ধ আছে। যারা নবীজি (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ করার চেষ্টা করে, আমার দুঃখ হয় সেই মূর্খদের জন্য। ছোটবেলা পড়েছিলাম, "দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য"। ছোটবেলার সেই শিক্ষা আমরা ভুলতে বসেছি। লানত সেই সব মুনাফিক, কাফের, মুরতাদ দের উপর, যারা প্রিয় নবী (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ করার চেষ্টা করে। এবং লানত সেই মানুষদের, যারা এই কাফেরদের সাথে মোয়ামেলাতে থাকে। ধর্ম সঠিক ভাবে পালন করতে পারি বা না পারি, অন্তত সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমানকারিকে বরদাশত করব না। সে যেই হোক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

মরণের আগে বলেছেন: লেখক বলেছেন: আপনার সাথে পুরাই একমত এখন আমাদের কে হুজুর (সাঃ) এর জিবোনি অনুসরণ করত তাদের কে বুঝাতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

মরণের আগে বলেছেন: বাউন্ডুলে তিতাস আপনি কি উপরের ঘটনা অশিকার করছেন ?

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

অজানাবন্ধু বলেছেন: আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

মরণের আগে বলেছেন: আমিন

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

লাবনী আক্তার বলেছেন: অজানাবন্ধু বলেছেন: আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ভাই, কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন!!!!!!!!!
আর আপনি ইসলাম নিয়ে বা দাওয়াত নিয়ে কথা বললে, আপনাকে বস্ত্রহীন করে ছাড়বে শুশীল সমাজ।
এই সমাজে নিজেকে মুসলিম পরিচয় দেয়াটা ই কঠিন,
পাছে নিজেকে শিবির/ছাগু এই সব শুনতে হয়।
পোস্টে ++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

মরণের আগে বলেছেন: মাওলানা তারিক জামিলকে তার হোস্টেলে এক দ্বীনের দায়ী দাওয়াত নিয়ে গেছেন তাকে মালানা তারিক জামিল ঘারে ধাক্কা দিয়ে বেরকরে দিয়েছেন কিন্তু দ্বীনের দায়ী হাল ছারেন্নি অনি আবার গেসেন দাওয়াত নিয়ে

কে এই দায়ী জানেন ? অনি বতমানে বড় এক জন ডাঃ অনাকে ধাক্কাদিয়ে ফেলে দিয়েছে ঊনি আবার গেছেন দাওয়াত দিতে পরিনামে কি হইছে আল্লাহ তালা তারিকজামিল কে হেদায়েত দিয়েছেন ।আবার তারিক জামিল এর মাধ্যমে অরো ওনেক লোক হেদায়েত প্রাপ্ত হয়েছেন

আল্লাহর নবি (সাঃ) এইটাই আমাদেরকে শিখিয়ে গেছেন দাওয়াত দিতে হবে যত গালাগালি করুক মারধরকরুক হাঁসিমুখে সহ্য করতে হবে।

আল্লাহতালা আমাদেরকে কবুল করুক ,আমিন।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

শামীম 776 বলেছেন: আমাদের প্রিয় বাংলাদেশ মুসলিম দেশ কিন্তু আপনি ইসলামের কথা বলতে গেলে আপনাকে ছাগু উপাদি দেবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

মরণের আগে বলেছেন: আল্লাহর নবি (সাঃ) এইটাই আমাদেরকে শিখিয়ে গেছেন দাওয়াত দিতে হবে যত গালাগালি করুক মারধরকরুক হাঁসিমুখে সহ্য করতে হবে।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

বইয়ের পোকা বলেছেন: আমাদের প্রিয় বাংলাদেশ মুসলিম দেশ কিন্তু আপনি ইসলামের কথা বলতে গেলে আপনাকে ছাগু উপাদি দেবে!!!! X( X( X( X( X( X( X(

কিছু লোকের কথা বার্তা শুনলে মনে হয় 'ছাগু' উপাধি দেয়া উনাদে বাপের সম্পত্তি। যার কথা পছন্দ হইল না বা যা ইসলামের কথা বললো সেই ছাগু। এখটা ফাইজালমি আরকি X(( X(( X(( X((

ইসলামের কথা বলা আর জামাতীদের স্বপক্ষে কথা বলা কি এক হইল নাকি?????

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

শামীম 776 বলেছেন: ইসলামের কথা বলা লাগেনা মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলেই এই বৃদ্ধের মত অবস্থা করবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

মরণের আগে বলেছেন: আল্লাহর নবি (সাঃ) এইটাই আমাদেরকে শিখিয়ে গেছেন দাওয়াত দিতে হবে যত গালাগালি করুক মারধরকরুক হাঁসিমুখে সহ্য করতে হবে

আর ভাই যে লিঙ্ক দিলেন সেখানে নির্যাতিত ব্যক্তি বা সেই পুলিশের বক্তব্য নাই কেন ,

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

সুলতানা১২ বলেছেন: নাস্তিকরা আপনার গায়ে হাইগা দিয়া যাক আর আপনি তা চাটতে থাকুন......এটা আমি দেখতে চাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

মরণের আগে বলেছেন: আপনি উপরের ঘটনা গুলো মনোযোগ সহকারে পরেন তার পর কমেন্ট করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.