![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিতনার দিনগুলোতে নিরাপদে থাকতে চান ? তাহলে সূরা কাহফ পড়ুন।
মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও মুসনাদে আহমদে আবু দারদা (রঃ) থেকে বর্ণিত আছে যে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্ত করে সে দাজ্জালে ফেতনা থেকে নিরাপদ থাকবে। উল্লেখিত গ্রন্থসমূহে হযরত আবু দারদা থেকেই অপর একটি রেওয়ায়েতে এই বিষয়বস্তু সূরা কাহফের শেষ দশ আয়াত মুখস্ত করা সম্পর্কে বর্ণিত রয়েছে।
মুসনাদে আহমদে হযরত সাহ্ল ইবনে মু'আযের রেওয়ায়েতে আছে যে, রসুলুল্লাহ (সঃ) বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠা করে, তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে তার জন্য জমীন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়।
কোন কোন রেওয়ায়েতে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ তেলাওয়াত করে, তার পা থেকে আকাশ উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যা কিয়ামতের দিন আলো দিবে এবং বিগত জুমআ থেকে এই জুমআ পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। (ইমাম ইবনে কাসীর এই রেওয়ায়েতটিকে মওকুফ বলেছেন)।
হাফেয জিয়া মুকাদ্দাসী 'মুখতারাহ' গ্রন্থে হযরত আলী (রঃ) এর রেওয়ায়েত বর্ণনা করেন যে, রসুলুল্লাহ (সঃ) বলেন, যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয়, তবে সে তার ফিতনা থেকেও মুক্ত থাকবে। (এসব রেওয়ায়েত ইবনে কাসীর থেকে গৃহীত)
সূত্রঃ মারেফুল কুরআন, সূরা কাহফ, এর বৈশিষ্ট্য ও ফযীলত ।
সুরা কাহাফ ডাউনলোড করে মোবাইলে সেভকরে শুনুন, বেশ কয়েকবার শুনলেন দেখবেন অনেকটা মুখুস্ত হয়ে গিয়েছে ।
ডাউনলোড লিঙ্ক
আব্দুর রাহমান আস সুদাইস লিঙ্ক ১
আব্দুর রাহমান আস সুদাইস
শেখ জুহানি
Surah Kahf with English translation
COLLECTED
২| ১৪ ই মে, ২০২৫ দুপুর ১২:৫০
abuislam বলেছেন: JazakAllah khair for this powerful reminder. The virtues of Surah Kahf are truly a mercy and protection for believers, especially in these trying times. May we all make a habit of reciting it regularly, especially on Fridays.
By the way, if you're looking to align your recitation with Salah times, this might help: **[Luton Prayer Times](https://suraheyaseen.com/luton-prayer-times/)**.
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪
রিয়ান৯১১ বলেছেন: ধন্যবাদ।