নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানি_______

মরণের আগে

আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে

মরণের আগে › বিস্তারিত পোস্টঃ

আজকে জুমা বার তাই অতি জরুরী কিছু জানি (উযুর ফরয ৪টি)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

১. সমস্ত মুখ একবার ধৌত করা। (সূরা মায়িদা, আয়াত নং ৬)

২. দুই হাত কনুইসহ একবার ধৌত করা। (ঐ)

৩. মাথার এক চতুথাংশ একবার মাসাহ করা। (ঐ)

৪. উভয় পা টাখনুসহ একবার ধৌত করা। (ঐ)

ফায়দা : উপরক্ত চারটি কাজের কোণ একটি না করেল বা এর

মধ্যে এক চুল পিরমাণও ˝শুকনো থাকেল উযু সহীহ হবে না।

(প্রমান : শামী, ১ : ৯১/ আল বাহরুররাইক, ১ : ৯/ হিদায়া, ১

: ১৬)



সংগৃহীত

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

মুহাম্মদ ফয়সল বলেছেন: উভয় পা ধৌত করার কথা নেই, লেখা আছে মুসেহ করার কথা। আর টাখনু পর্যন্ত কি না তা ও বলা নেই। এটা একটা মানুষের বোধগম্যতা ও প্রয়োজনের উপর নির্ভর করে করতে হবে, মানে ধুতে হবে না মুছতে হবে বা পা কতটুকু পর্যন্ত ধুতে হবে। শুধু শুধু কাজ বা ব্যয় বাড়িয়ে ইনসাফের ধর্ম ইসলামকে সংস্কারে আবদ্ধ করার কোন মানে হয় না!

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

মরণের আগে বলেছেন: এখানে সংস্কার কে করলো ?

সরাসরি কোরানের ও হাদিসের রেফারেন্স দেওয়া আছে ,

আপানার কাছে কোন রেফারেন্স থাকলে দেন !

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭

মুহাম্মদ ফয়সল বলেছেন: কোরআন হলো আমার রেফারেন্স এবং সে্টাই আমি বলেছি যা কোরআনে আছে। এরবাইরে যা আছে তাই অতিরিক্ত এবং সংস্কার প্রসূত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.