নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানি_______

মরণের আগে

আমারকাছে পোস্টকরার থেকে মন্তব্যকরতে ভাললাগে

মরণের আগে › বিস্তারিত পোস্টঃ

ইবলিস ও আল্লাহর নবী ঈসা (আ.) এর একটি ঘটনা

০৭ ই মে, ২০১৪ সকাল ১০:০০

বর্ণিত রয়েছ

একবার ইবলিস আল্লাহর নবী ঈসা (আ.) কে বলেছিলো, আপনি কি বিশ্বাস করেন যে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তিনি যা মানুষের কিসমতে লিখেছেন, তার কোন ব্যত্যয় হয়না? নবী জবাব দিলেন, অবশ্যই, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কিছুই হয় না। শয়তান বললো, তাহলে আপনি পাহাড়ের শীর্ষচূড়া থেকে নিজেকে নিচে ফেলে দিন। যদি আল্লাহ আপনাকে নিরাপদে রাখেন, তিনি যদি কোন ক্ষতি করতে না চান, তাহলেতো আপনার কোন সমস্যা হবেনা। অর্থাৎ আল্লাহকে একটু পরীক্ষা করেই দেখুন। তখন ঈসা (আ.) উত্তর দিলেন, আল্লাহর অধিকার হচ্ছে বান্দাকে পরীক্ষা করা। কিন্তু বান্দার কোন অধিকার নেই আল্লাহকে পরীক্ষা করার। শয়তান তখন নিরাশ হয়ে চলে গেল। (ইমাম ইবনুল জাওযি (র.) এর “আল- আযকিয়া” বই থেকে সংকলিত)।



শিক্ষা

শয়তান ও নাস্তিকরা সর্বদা ঈমানদারকে এভাবে বিপথগামী ও পথভ্রষ্ট করতে চায়। তাই এ সব শয়তান ও নাস্তিক থেকে ঈমান রক্ষা করতে হলে মুমিনকে সর্বদা সচেতন ও কুরআন-হাদীস তথা ইসলামী জ্ঞানে সুসজ্জিত থাকতে হবে। প্রজ্ঞা অর্জনের মাধ্যমে মেধাকে শাণিত করতে হবে। আল্লাহর কাছে ওদের ষড়যন্ত্র থেকে আশ্রয় নিতে হবে।



Collected[https://www.facebook.com/pages/দাওয়াত-ও-তাবলীগ-Dawyat-O-Tabligh/156324981202671?hc_location=timeline]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৩

নিজাম বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৪২

সুফিয়া বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫২

মুদ্‌দাকির বলেছেন: হুম আল্লাহকে পরীক্ষা করার অধিকার আমাদের নাই !!!

০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮

মরণের আগে বলেছেন: আল্লাহ তালা সবকিছুই করতে পারে মাখলুক্কে ছাড়া , কিন্তু মাখলুক কিছুই করতেপারেনা আল্লাহকে ছাড়া ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

ইমরান আশফাক বলেছেন: আল্লাহর অধিকার হচ্ছে বান্দাকে পরীক্ষা করা। কিন্তু বান্দার কোন অধিকার নেই আল্লাহকে পরীক্ষা করার।

এই তথ্যটিই যথেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.