![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনেতা আমির খান ২০১২ সালে তার মা জিনাত হুসেনকে নিয়ে হজব্রত পালন করে এসেছেন। বিষয়টি সেসময় খুব প্রচার পেয়েছিল। ইহরাম পরিহিত তার ছবিও প্রকাশিত হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় শাহরুখ খান কবে হজ পালন করবেন। বাস্তবে তিনি অনেকবারই এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তিনি জানিয়েছেন অবশ্যই তিনি হজ পালন করবেন।
হজ করার পরিকল্পনা থাকলেও তিনি ঠিক কবে তা করবেন তা নিশ্চিত করে বলতে পারেননি। “আমি আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে সেখানে যাবার আশা রাখি,” শাহরুখ বলেন।
শাহরুখ আরও জানিয়েছেন বিশেষ করে সুহানা যখন সময় দিতে পারবে ঠিক তখনই তিনি তাকে নিয়ে হজে যাবেন। উল্লেখ্য, মেয়েদের হজ পালনের সময় তার সঙ্গে বাবা, ভাই বা স্বামীর মত একজন পুরুষ অভিভাবক থাকতে হয়।
- See more at: Click This Link
২| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:২৬
হেডস্যার বলেছেন:
ভালো তামাশা...
এইসব দেইখা কয়দিন পরে সানি লিওন ও যাইবার খায়েশ করবে....
৩| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৬
rasel246 বলেছেন: হজ্জে গিয়া কি তেনায় আঙ্গুল চুষবো ... আর যদি চুষতেও পারে... তার পর কি করব????
৪| ১০ ই মে, ২০১৪ বিকাল ৫:০৭
মরণের আগে বলেছেন: আল্লাহ চাইলে এই উসিলায় হেদায়েত দিয়েদিতে পারেন !!
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ সকাল ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইসব বেয়াদবির জন্য তাদের উপর আল্লাহর গজব পড়ুক।