![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবিজীর যুগে এক ব্যক্তি কাবাঘর তাওয়াফ করছিল। তাঁর কাঁধে তার মা।
তাওয়াফ শেষে নবিজীর খেদমতে সে আরজ করল- হে রাসূল! আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবিজী বললেন- " না! তোমার মায়ের একটি দীর্ঘশ্বাসের হকও আদায় করতে পারনি?"
--মুসনাদে বাযযারঃ ১৭৭৭
---তাফসীরে ইবনে কাসীর,সূরা ইসরা-আয়াতঃ ২৩
সাইদ ইবনে বুরাদার(র) সূত্রে বর্ণিত আছে,এক ইয়ামেনী লোক তার মাকে পিঠে বহন করছিল, তখন সে লোক ইবনে উমর(রা) জিজ্ঞেস করেছিলেন- আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি,তখন ইবনে উমর(রা) একই উত্তর দিয়েছিলেন।
--আদাবুল মুফরাদ,হাদিস,১১
২| ১১ ই মে, ২০১৪ সকাল ৯:৫২
আজীব ০০৭ বলেছেন: পৃথিবীর সব মা কে গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই।
৩| ১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৮
আহসানের ব্লগ বলেছেন: সব মায়ের জন্যই রইল গভীর শ্লদ্ধা !
৪| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
ভুথনাথ বলেছেন: miss u maaa
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি মনে করি যারা মায়ের ঋণ শোধ করার চেষ্টা করে তারা মায়ের সত্যিকার মূল্যায়নটা আজও করতে পারেনি।